বাইক কেনার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হল বাইকের দাম। আমাদের দেশের বাজারে বাইকের দাম অনুযায়ী গ্রাহকেরা তাদের পছন্দ অনুযায়ী বাইক ক্রয় করে থাকে। বাইকের সিসির উপর ভিত্তি করেও বাইকের দাম নির্ধারন করা হয়ে থাকে। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের বাজারে বিদ্যমান ১ লক্ষ টাকার মধ্যে বাইকগুলো নিয়ে। কোন কোন বাইকগুলো আপনারা ১ লক্ষ টাকার মধ্যে পাচ্ছেন সেগুলোর ফিচারস ও দাম নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তাই চলুন দেখে নিই বাংলাদেশের বাজারে ১ লক্ষ টাকার মধ্যে জনপ্রিয় কোন কোন বাইক রয়েছে।
TVS XL 100 বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় ও কম দামের মধ্যে খুবই ভালো একটি বাইক। টিভিএস এই বাইকটিতে একজন রাইডারের প্রয়োজন অনুযায়ী যা যা দরকার তার সবটাই দেওয়ার চেষ্টা করেছে। এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ৯৯.৭ সিসির ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 3.10 kw @ 6000 rpm এবং ম্যাক্স টর্ক 6.3 nm @ 3500 rpm সরবরাহ করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক স্টার্ট অপশন। অন্যদিকে কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৬৭ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৭০ কিমি প্রতি ঘন্টায়।
TVS XL 100 বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
TVS XL 100 ES বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় ও কম দামের মধ্যে খুবই ভালো একটি বাইক। পূর্বের ভার্শনের থেকে এই ভার্শনের পার্থক্য হল সেলফ স্টার্ট । টিভিএস এই বাইকটিতে একজন রাইডারের প্রয়োজন অনুযায়ী যা যা দরকার তার সবটাই দেওয়ার চেষ্টা করেছে। এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ৯৯.৭ সিসির ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 3.10 kw @ 6000 rpm এবং ম্যাক্স টর্ক 6.3 nm @ 3500 rpm সরবরাহ করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক ও সেলফ স্টার্ট অপশন। অন্যদিকে কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৬৭ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৭০ কিমি প্রতি ঘন্টায়।
TVS XL 100 ES বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
যদি কেউ কম মুল্যে রানার এর বাইক কিনতে চান তাহলে Runner Bike RT একবার দেখতে পারেন। রানার এই বাইকটিতে একজন রাইডারের প্রয়োজন অনুযায়ী যা যা দরকার তার সবটাই দেওয়ার চেষ্টা করেছে। বাইকটির সাথে আছে সুন্দর ডিজাইন ও কালার কম্বিনেশন, প্রশস্ত সিটিং পজিশন। ইঞ্জিনে রয়েছে ৮০ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 4.4 kw @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 5.5 @ 4500 rpm শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক ও সেলফ স্টার্ট অপশন। অন্যদিকে রানার দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৬০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৭০ কিমি প্রতি ঘন্টায়।
Runner Bike RT বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
দেশিয় ব্র্যান্ড হিসেবে রোডমাস্টার এর অনেক কদর রয়েছে। তারা কম দামের মধ্যে অনেক ভালো মানের কিছু বাইক নিয়ে আসে যেমন Roadmaster Prime। ৮০ সিসির এই বাইকটিতে রয়েছে সুন্দর ডিজাইন সেই সাথে ভালো মানের ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 4.5 kw @ 7500 rpm শক্তি উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে রানার দাবি করে যে তাদের এই Roadmaster Prime বাইকের মাইলেজ ৭০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৭০ কিমি প্রতি ঘন্টায়।
Roadmaster Prime বাইকসম্পর্কেআরওবিস্তারিতজানতেক্লিককরুন
৮০ সিসির বাইক হিসেবে এই বাইকটির ডিজাইন সত্যিই খুব প্রশংসনীয়। সুদৃশ্য এলয় রিমের সাথে আধুনিক গ্রাফিক্স, সুন্দর আকারের হেডল্যাম্প,ফুয়েল ট্যংকার ইত্যাদি সব কিছু মিলিয়ে বাইকটির ডিজাইন খুব সুন্দর। ভিক্টর আর ভি৮০ এক্সপ্রেস বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৭৯ সিসির সিংগেল সিলিন্ডার,এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 5 bhp এবং ম্যাক্স টর্ক 4.5 nm এনএম তৈরি করতে সক্ষম। ইঞ্জিন চালু করার জন্য রয়েছে ইলেকট্রিক ও কিক স্টার্ট অপশন।কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটি মাইলেজ দিবে ৭৫ কিমি প্রতি লিটার এবং টপ স্পীড দিবে ৭০ কিমি প্রতি ঘন্টা।
Victor R V80 Xpress বাইকসম্পর্কেআরওবিস্তারিতজানতেক্লিককরুন
৮০ সিসির মধ্যে রানার এর সাশ্রয়ী একটি বাইক হচ্ছে এই Runner AD80S Alloy। বাইকটি অনেক বছর ধরে আমাদের দেশের বাজারে রয়েছে এবং খুব সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। গ্রাহকদের থেকে ভালো সাড়া পেয়ে এই বাইকটি বর্তমানে রানার এর ৮০ সিসির সুন্দর ও জনপ্রিয় একটি বাইক । মার্জিত ডিজাইনের পাশাপাশি এই বাইকের ইঞ্জিনে রানার ব্যবহার করেছে ৮৫ সিসি সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 4.58 kw @ 8500 rpm এবং ম্যাক্স টর্ক 5.5 kw @ 5500 rpm উৎপন্ন করতে সক্ষম।
Runner AD80S Alloy বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
TVS Metro KLS অত্যান্ত সুন্দর একটি বাইক যার ডিজাইন এর পাশাপাশি গ্রাফিক্যাল বিষয়গুলো অনেক উন্নত। গ্রাহকদের সন্তুষ্ট করার জন্য টিভিএস চেষ্টা করেছে এই বাইকের সাথে সমস্ত ফিচারস যুক্ত করে দাম কম করার। সেই জন্য এই বাইকের সাথে সুন্দর ডিজাইনের পাশাপাশি রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ৯৯.৭ সিসির ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 5.5Kw @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 7.5NM @ 5000 rpm সরবরাহ করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক স্টার্ট অপশন। অন্যদিকে কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৯০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৮০ কিমি প্রতি ঘন্টায়।
TVS Metro KLS বাইকসম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
৮০ সিসির মধ্যে রানার অটোমোবাইলের আরেকটি জনপ্রিয় বাইক হল Runner Delux। এই বাইকটিতে ৮০ সিসির মধ্যে সুন্দর ডিজাইন ও ভালো ফিচারস দেওয়ার চেষ্টা করেছে রানার। এই Runner Deluxe মডেলটি অনেক বছর ধরে বাজারে রয়েছে এবং এখনও গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। ইঞ্জিনের দিক লক্ষ্য করলে দেখা যায় যে রানার এখানে ব্যবহার করেছে শক্তিশালী ৮৫ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 4.58 kw @ 8500 rpm এবং ম্যাক্স টর্ক 5.5 Nm @ 5500 rpm উৎপন্ন করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক ও সেলফ স্টার্ট অপশন। অন্যদিকে কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৭০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৯০ কিমি প্রতি ঘন্টায়।
Runner Deluxe বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
১০০ সিসি হিসেবে Hero HF Deluxe Self বাইকটি আমাদের দেশে অনেক জনপ্রিয় । হিরোর ১০০ সিসি অন্যান্য বাইকের সাথে এই বাইকটি চাহিদা বেশ ভালই দেখা যায়। সুন্দর ও মার্জিত ডিজাইনের পাশাপাশি এই বাইকের ইঞ্জিনে রয়েছে ৯৭.২ সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 5.74 kw @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 8.04 nm @ 4500 rpm উৎপন্ন করতে সক্ষম। সিটিং পজিশন অনেক প্রশস্থ এবং আরামদায়ক যার ফলে রাইডার ও পিলিয়ন খুব আরাম করে বসতে পারেন। অন্যদিকে কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৮০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৯০ কিমি প্রতি ঘন্টায়।
Hero HF Deluxe Self বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যদিকে Hero HF Delux বাইকের আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে যার নাম Hero HF Deluxe Kick। এই দুইটি বাইকের মধ্যে পার্থক্য শুধু একটাই যে এই বাইকের কিক স্টার্ট রয়েছে।
Hero HF Deluxe Kick বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
Hero iSmart আধুনিক ও খুব জনপ্রিয় একটি বাইক। এই Hero iSmart বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১০৯.১৫ সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 9.30 bhp @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 9 nm @ 5500 rpm দিতে সক্ষম। এই বাইকটির i3s প্রযুক্তির ফলে মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। এদিকে এই বাইকের ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ১১০ সিসির মধ্যে খুব সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে।
Hero iSmart বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
১০০ সিসির মধ্যে রানার অটোমোবাইলের জনপ্রিয় বাইক হচ্ছে এই Runner Cheeta । এই বাইকে রয়েছে মার্জিত ডিজাইনের সাথে, সহনীয় দাম সেই সাথে রয়েছে কম দামের মধ্যে আধুনিক সব সুবিধা ১০০ সিসি সেগমেন্টে। Runner Cheeta এর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ৯৭.৬৭ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 5.2 Kw @ 8000 rpm এবং ম্যাক্স টর্ক 6.5 N.m @ 6500 rpm উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ১০০ সিসির মধ্যে দাম অনুযায়ী সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স । কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৬০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৮০ কিমি প্রতি ঘন্টায়।
Runner Cheeta বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
১০০ সিসির মধ্যে কম দামে সুন্দর ও মার্জিত একটি বাইক হচ্ছে Runner F100 6A। রানার সুন্দর ভাবে এই বাইকটি ডিজাইন ও ফিচারস বিবেচনা করে দাম ঠিক করেছেন। যার ফলে এই বাইকের চাহিদা এবং বাইকের প্রতি আকর্ষণ অনেকেরই বেশি। এই বাইকের ইঞ্জিনের রয়েছে ৯৫.৭৪ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 5.2 Kw @ 8000 rpm এবং ম্যাক্স টর্ক 6.5 N.m @ 6500 rpm উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ১০০ সিসির মধ্যে সুন্দর ডিজাইন ও ইঞ্জিন পারফরমেন্স । রানার দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৬০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৮০ কিমি প্রতি ঘন্টায়।
Runner F100 6A বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
Honda Dream 110 বাইকটি খুব সুন্দরভাবে অত্যান্ত কমমুল্য নির্ধারন করে গ্রাহকদের সামনে পরিবেশন করা হয়েছে। হোন্ডা এই বাইকটির ডিজাইন, গ্রাফিক্স ও ইঞ্জিন ফিচারসের দিক থেকে বিশেষ নজর রেখেছে। ডিজাইনের দিকে দেওয়া হয়েছে সুন্দর ডিজাইন ও সুন্দর গ্রাফিক্যাল কালার কম্বিনেশন সেই সাথে অত্যাধুনিক মানের হোন্ডার ইঞ্জিন তো আছেই। হোন্ডা এই বাইকের ইঞ্জিনের রয়েছে ১১০ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 8.247 BHP @ 7500 RPM এবং ম্যাক্স টর্ক 9.09 Nm @ 5500 RPM উৎপন্ন করতে সক্ষম। তারা দাবি করে যে এই বাইকটির মাইলেজ ৭৪ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৮৬ কিমি প্রতি ঘন্টায়।
Honda Dream 110 বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
Suzuki Hayate বাইকটি সুজুকি ব্র্যান্ডের অত্যাধুনিক একটি বাইক। ১১০ সিসির মধ্যে এই বাইকের সাথে দেওয়া আছে সুন্দর ডিজাইন, কালার কম্বিনেশন এবং সুজুকির নিজস্ব এসইপি ফিচারস। অন্যদিকে এই বাইকের আকর্ষণীয় বিষয় হল যে ১১০ সিসি বাইক হওয়া সত্ত্বেও এই বাইকের সাথে আছে ১১২.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 8.58 BHP @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 9.3 NM @ 5000 rpm উৎপন্ন করতে সক্ষম। সুজুকি দাবি করে যে এই বাইকটির মাইলেজ ৮০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ১০০ কিমি প্রতি ঘন্টায়।
Suzuki Hayate বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
Runner Kite+ বাইকটি রানার অটমোবাইলের সুন্দর একটি স্কুটার। এই স্কুটারটি দেখতে যেমন সুন্দর তেমন এর পারফরমেন্স ও অনেক ভালো। বাজারে যারা কম দামের মধ্যে স্কুটার এর স্বাদ নিতে চান তারা অন্যায়াসেই এই Runner Kite+ নিতে পারেন। এই Runner Kite+ স্কুটারে ব্যবহার করেছে ১১০ সিসি সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 4.8 Kw @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 7 N.m @ 5500 rpm। রানার বলে যে, তাদের এই স্কুটারটি মাইলেজ দিবে ৫০-৬০ কিমি প্রতি লিটার।
Runner Kite+ বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
TVS Metro ELS বাইক ও TVS Metro KLS বাইক দুটি একই কিন্তু পার্থক্য আছে শুরু স্টার্ট অপশনে। এই বাইকের সাথে রয়েছে সেলফ স্টার্ট অপশন। ইঞ্জিনে রয়েছে ৯৯.৭ সিসির ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 5.5Kw @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 7.5NM @ 5000 rpm সরবরাহ করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক স্টার্ট অপশন। অন্যদিকে কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৯০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৮০ কিমি প্রতি ঘন্টায়।
TVS Metro ELS বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
Suzuki Hayate বাইকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পর সুজুকি নিয়ে আসে Suzuki Hayate Special Edition। এই বাইকের বিশেষত্ব হল যে এই বাইকটা পুর্বের মডেলে থেকে আপডেট এবং পূর্বের মডেলে যে সমস্যাগুলো ছিলো সেগুলো নতুন মডেলে সংশোধন করার চেষ্টা করা হয়েছে। এই বাইকের ইঞ্জিনে রয়েছে ১১২.৮ সিসির ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 8.31bhp @7500 rpm এবং ম্যাক্স টর্ক 8.8Nm @ 5500rpm সরবরাহ করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক স্টার্ট অপশন। অন্যদিকে কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৮০কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ১০০ কিমি প্রতি ঘন্টায়।
Suzuki Hayate Special Edition বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
বাজাজের জনপ্রিয় বাইকগুলোর মধ্যে অন্যতম একটি বাইক হচ্ছে Bajaj CT100। এই মডেলটি বাংলাদেশের বাজারে অনেক বছর ধরে আছে এবং সুনামের সাথে ব্যবসা করে আসছে। বাজাজ চেষ্টা করেছে এই বাইকের সাথে তাদের সেরাটা দেওয়ার। সেই জন্য তারা সব বিষয় লক্ষ্য রেখেছে। বাজাজ ইঞ্জিনে রয়েছে ১০২ সিসির ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 7.7 Ps @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 8.24 Nm at 5500 rpm সরবরাহ করতে সক্ষম।কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৮০কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৯০ কিমি প্রতি ঘন্টায়।
Bajaj CT100 ES বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
সম্প্রতি সময়ে টিভিএস খুব সুন্দর বাইক বাজারে নিয়ে এসেছে যার নাম TVS Radeon। এই বাইকটি খুব সুন্দর করে ডিজাইন করেছে। টিভিএস এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করেছে ১০৯সিসির ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 8.3 Bhp @ 7,000 rpm এবং ম্যাক্স টর্ক 8.7 Nm @ 5,000 rpm সরবরাহ করতে সক্ষম।কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৭০ কিমি প্রতি লিটারে ।
TVS Radeon বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
১১০ সিসির প্রিমিয়াম ও আকর্ষণীয় ডিজাইনের বাইক হলো এই Suzuki Hayate EP । সুজুকি সর্বপ্রথম তাদের Suzuki Hayate বাজারে নিয়ে আসে এবং ব্যাপক সাড়া অর্জন করে তারপরে সুজুকি গ্রাহকদের নতুন কিছু দিতে নিয়ে আসে Suzuki Hayate EP। ইঞ্জিনে সুজুকির অত্যাধুনিক সিঙ্গেল সিলিন্ডার, 4-স্ট্রোক, এয়ার কুলড, ১১৩ সিসি ইঞ্জিন ব্যবহার করেছে। শক্তি উৎপাদনের জন্য এই ইঞ্জিনটিতে রয়েছে ম্যাক্স পাওয়ার 8.7 Ps @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 9.3 Nm @ 5000 rpm।
Suzuki Hayate EP বাইক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
এছাড়াও আপনারা আরও যে বাইকগুলো ১ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন।
আপনাদের সুবিধার্থে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বাংলাদেশের বাজারে বিদ্যমান ১ লক্ষ টাকার মধ্যে বাইকগুলো। আশা করি আপনারা আমাদের এই তথ্যর মাধ্যমে বাংলাদেশের বাজারে ১ লক্ষ টাকার মধ্যে যে বাইকগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। এরপরে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো চমৎকার কিছু তথ্য। তাই চোখ রাখুন মোটরসাইকেল ভ্যালীর ওয়েব সাইটে।
Yamaha has once again proven that it is ahead of any other motorcycle brand in providing the highest level of service to its c...
English BanglaLets see the bikes Yamaha FZS V4 Yamaha FZS V4 is an all-stylish, performance-oriented street motorcycle built for city...
English BanglaRasel Industries ltd is one of the best bike importers in the Bangladeshi motorcycle market to deliver dream bikes within ever...
English BanglaCFMoto is a leading Chinese motorcycle manufacturer that has created a global sensation with its technologically advanced and ...
English BanglaYamaha is the only company in the Bangladeshi motorcycle industry that is comparable to Yamaha in terms of customer respect an...
English Bangla