Yamaha Banner
Search

বাংলাদেশের মাইলেজ সেরা ১৫০সিসির বাইকসমুহ

2021-08-18

বাংলাদেশের মাইলেজ সেরা ১৫০সিসির বাইকসমুহ

Best-Mileage-150cc-Bike-in-Bangladesh-1629281589.jpg
বাইক কেনার কথা চিন্তা করতে গেলে কমবেশি সবাই ই চিন্তা করে একটা ভালমানের বাইক যার মধ্যে প্রথমত, অত্যন্ত্ব আকর্ষনীয় একটা আউটলুক থাকবে, অনেক শক্তিশালী হবে যাতে করে ইচ্ছামত গতি উঠানো সম্ভব হয় সাথে অসাধারন ওজনের সামঞ্জস্য এবং ব্যালেন্স থাকবে যার দ্বারা সহজেই যেকোন অবস্থায় এবং গতিতে বাইকটা নিয়ন্ত্রন করা সম্ভব হয়।


কিন্তু সবার স্বাদ এবং সাধ্যে বাধা হয়ে দাঁড়ায় মুলত বাইকের দাম, পারফরমেন্স বিশেষত মাইলেজের ব্যাপারটা।


এখন ওপরের সবকিছু যদি আমরা একটিমাত্র বাইকে খুজতে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই সমস্ত বৈশিষ্ঠ্য শুধুমাত্র ১৫০সিসির প্রায় প্রতিটা বাইকেই আছে কিন্তু মজার ব্যাপার হলো অধিকাংশ মানুষ জানে ১৫০সিসির বাইক দামে বেশি হলেও সুবিধা অনেক আর এই ব্যাপারটা জেনেও অনেক সামর্থ্যবান ব্যক্তি ১৫০সিসি বাইক নিতে চান না তার কারন হলো ১৫০সিসি বাইকে মাইলেজ অনেক কম।


সেই ক্ষেত্রে আমরা যদি ভাল মাইলেজ সমৃদ্ধ এবং তুলনামুলক কম দামের ১৫০সিসির বাইকগুলোকে আলোচনায় আনতে পারি তবে অবশ্যই ১৫০সিসি বাইকের প্রতি আগ্রহী সবাই বাইক কেনার আগে একবার হলেও ভেবে দেখবে।


মোটরসাইকেলভ্যালী শুরু থেকেই বাইক ব্যবহারকারীদের নিকট থেকে তাদের বাইক ব্যবহারের প্রকৃত অভিজ্ঞতা সংগ্রহ এবং সবার সাথে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করে আসছি। তাই আমরা আমাদের সুবিশাল সংগ্রহশালা থেকে ১৫০সিসি বাইক ব্যবহারকারীদের তথ্য যাচাই করে ১৫০সিসি বাইকের মাইলেজ নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে দেশবিদেশখ্যাত কয়েকটি ব্রান্ড এবং মডেল অসবার ওপরের থাকবে।



  • ইয়ামাহা FZS v2

  • সুজুকি জিক্সার SF Fi ABS

  • হিরো হাংক

  • বাজাজ পালসার ১৫০

  • লিফান KPR ১৫০


৫। Lifan KPR 150


Lifan-KPR-150-1629282372.jpg
১৫০সিসি এবং স্পোর্টস সেগমেন্টে লিফানের অসাধারন একটা মোটরসাইকেল হলো লিফান কেপিআর ১৫০। সাধারনত যারা দুরের পথে ভ্রমন করতে ভালবাসেন আবার স্পোর্টস বাইক পছন্দ করেন তাদেরকেই এই বাইকটা সবচেয়ে বেশি ব্যবহার করতে দেখা যায়।


আমাদের সাথে এখন পর্যন্ত লিফান কেপিআর ১৫০ ব্যবহার নিয়ে কথা বলেছেন ১৪ ব্যবহারকারী। তাদের প্রত্যেকের মাইলেজের গড় করলে লিফানের এই জনপ্রিয় মডেল লিফান কেপিআর ১৫০ মডেলের মাইলেজ দাড়ায় ৪০ কিলোমিটার প্রতি লিটার


আপনি চাইলে নিজেই ১৪ জন ব্যবহারকারীর অভিজ্ঞতা পড়ে আসতে পারেন এখানে ক্লিক করে


লিফান কেপিআর ১৫০ এর বর্তমান দাম ১,৮৫,০০০ টাকা


৪। Bajaj Pulsar 150


Bajaj-Pulsar-150-1629282414.jpg
১৫০সিসি সেগমেন্টে সকল শ্রেনী এবং বয়সের বাইক প্রেমীদের পছন্দের শীর্ষে থাকা বাইক হলো বাজাজ পালসার ১৫০ সিরিজ। পালসারের জনপ্রিয়তা অন্য যেকোন ব্রান্ড বা মডেলকে ছাড়িয়ে গেছে তা সহজেই অনুমান করা যায় আমাদের চারপাশে পালসারের সংখ্যা খেয়াল করলেই আমরা তা বুঝতে পারি।


ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী বাজাজ পালসার ১৫০ মাইলেজ দেয় ৪২ কিলোমিটার প্রতি লিটার বা তার কিছু বেশি।


বাজাজ পালসার ১৫০ নিয়ে আরও জানতে ক্লিক করুন এখানে


বাজাজ পালসার ১৫০ এর বর্তমান দাম ১,৬৯,৯০০ টাকা
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এর দাম ১,৮০,৯০০ টাকা
বাজাজ পালসার ১৫০ নিওন এর দাম ১,৫৪,৯০০ টাকা
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এবিএস এর দাম ১,৯৬,৯০০ টাকা


৩। Hero Hunk


Hero-Hunk-1629282458.jpg
বাংলাদেশের হিরো ব্রান্ডের সুনাম সকল শ্রেনীর বাইকারদের মধ্যে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই হিরো হাংক হলো প্রথম মডেল যাতে মাসল্ড ডিজাইন এবং সাইলেন্সড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই মডেল বাজারে আসা পর থেকে এখন পর্যন্ত ব্যাপক জনপ্রিয় যা আপডেট করা মডেলেও সমানভাবে দেখা যাচ্ছে।


আমাদের সাথে যেসকল ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের তথ্যগুলা পর্যালোচনা করলে দেখা যায় যে হিরো হাংক থেকে মাইলেজ পাওয়া যায় প্রায় ৪২ কিলোমিটার প্রতি লিটার


ব্যবহারকারীদের অভিজ্ঞতা বা রিভিউগুলা দেখতে পাবেন এখানে ক্লিক করে


হিরো হাংক সিঙ্গেল ডিস্ক এর দাম ১,৪৪,৪৯০ টাকা
হিরো হাংক ডাবল ডিস্ক এর বর্তমান দাম ১,৫২,৪৯০ টাকা
হিরো হাংক ম্যাট ডাবল ডিস্ক এর বর্তমান দাম ১,৫৭,৪৯০ টাকা
হিরো হাংক ম্যাট সিঙ্গেল ডিস্ক বাইকের বর্তমান দাম ১,৪৭,৪৯০ টাকা


২। Suzuki Gixxer SF Fi ABS


Suzuki-Gixxer-SF-Fi-ABS-1629282576.jpg
স্পোর্টস সেগমেন্টের এবং ইঞ্জিনে এফআই প্রযুক্তির সমন্বয় সুজুকি এই জনপ্রিয় মডেলটাকে অসাধারন এক উচ্চতায় নিয়ে গেছে আর মুলত এই কারনে জিক্সার সিরিজে বর্তমানে সুজুকি বাইক সংখ্যা ১০টা যা বাংলাদেশে অন্য কোন ব্রান্ডে এক মডেলের সিরিজে এতগুলা বাইক লক্ষ্য করা যায়নি। একথা সত্য যে জিক্সার সিরিজের সুনামের পেছনে অন্যতম কারন হলো এর মাইলেজ আর এই দিক দিয়ে সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ১০টা মডেলের মধ্যে প্রথম স্থানে বলা যেতে পারে।


আমাদের সাথে এই মডেল ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন সবমিলিয়ে ১৪ জন ব্যবহারকারী এবং তাদের ভাষ্যমতে উনারা সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বাইকে মাইলেজ পাচ্ছেন ৪৫ কিলোমিটার প্রতি লিটার।


উনাদের ব্যবহারীক অভিজ্ঞতা আপনি দেখে আসতে পারেন এখানে ক্লিক করে


সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বাইকের বর্তমান দাম ২,৭৯,৯৫০ টাকা


জিক্সার সিরিজের অন্যান্য বাইকের দাম জানতে ক্লিক করুন এখানে


১। Yamaha FZS v2


Yamaha-FZS-v2-1629282630.jpg
ইয়ামাহার প্রতিটা বাইকই স্ব স্ব সেগমেন্টে মাইলেজের দিক দিয়ে সেরা। ইয়ামাহা ব্রান্ড শুরু থেকে নিয়েই অনেক জনপ্রিয় আর এই জনপ্রিয়তার অন্যতম কারন হলো তাদের প্রত্যেকটি বাইকের অসাধারন মাইলেজ যা সকল শ্রেনীর বাইকারদের আকর্ষনের অন্যতম লক্ষ্যবস্তু। FZS সিরিজ হলো ইয়ামাহা কোম্পানীর ইতিহাসে অন্যতম ব্যবসা সফল একটি মডেল সিরিজ। ইয়ামাহা FZS v2 হলো ইয়ামাহার ১৫০সিসি বাইকের মধ্যে সেরা মাইলেজধারী কারন আমাদের সাথে কথা প্রায় ২৫ জন FZS v2 ব্যবহারকারীর তথ্যনুযায়ী তারা ইয়ামাহা এফজেডএস ভি২ বাইকে মাইলেজ পাচ্ছেন ৪৫ কিলোমিটারেরও বেশি কেউ কেউ ৫০ কিলোমিটার প্রতি লিটারও পেয়েছেন।


আমাদের হাতে থাকা তথ্য বিশ্লেষণ করে আমার দেখতে পাচ্ছি যে বর্তমানে ১৫০সিসি বাইকের মধ্যে সবচেয়ে ভাল মাইলেজ প্রদানকারী বাইক হলো ইয়ামাহা FZS v2.


Yamaha FZS v2 ব্যবহারকারীদের অভিজ্ঞতা দেখে আসতে পারেন এখানে ক্লিক করে


Yamaha FZS v2 এর বর্তমান দাম ২,৩০,০০০ টাকা


আপনি যদি শুধুমাত্র মাইলেজের জন্যে এখনও ১৫০সিসি বাইক কেনার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় থাকেন তাহলে আমরা আশা করি যে আমাদের তথ্যবহুল লিখাটি আপনাদের সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে।

Bike News

Lifan Bike Price in Bangladesh April 2025
2025-04-13

Lifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...

English Bangla
Yamaha FZ 25CC Bike Pre-Booking Offer is Live
2025-04-12

Yamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...

English Bangla
Yamaha’s High-CC Bikes Finally Hit the Local Market
2025-04-10

The long-awaited Yamaha high-cc bikes are now officially available in the Bangladeshi market. ACI Motors has introduced high-c...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh April 2025
2025-04-10

Bajaj is a motorcycle brand name that is comfortable for all categories of bikers and bike lovers in Bangladesh. Each model is...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh April 2025
2025-04-09

Yamaha is one of the top Japanese brands preferred by bike lovers in Bangladesh. At the same time, when it comes to premium qu...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter