টপ স্পীড মানেই মনের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করে। অনেকেই জানতে চান যে আমার বাইকের টপ স্পীড কত। কিন্ত আমরা টিম মোটরসাইকেল ভ্যালী টপ স্পীড কখনই সাপোর্ট করিনি করিনা এবং ভবিষ্যতেও করবো না । তবে কিছু গ্রাহক আছেন যারা এই টপ স্পীড বিষয়ে জানতে চান। আজকে আলোচনা করবো দেশের সেরা ৭টি বেশি গতির বাইক নিয়ে । ৭ নাম্বারে যে বাইকটি রয়েছে তা হলঃ
Yamaha MT 15
Yamaha MT 15 বাইকটিতে আছে ১৫৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন এবং এই ইঞ্জিন ভালো টপ স্পীড সরবরাহ করতে সক্ষম। এই বাইকের অফিশিয়াল টপ স্পীড কোম্পানী বলে থাকেন ১১৮-১২০ কিমি প্রতি ঘন্টা এবং বাইকাররা পান ১২৫-১৪০ কিমি প্রতি ঘন্টা।
Taro GP V3
Taro GP V3 এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়। এই ইঞ্জিন থেকে টপ স্পীড কোম্পানী বলে থাকেন ১৩০-১৪০ কিমি প্রতি ঘন্টা এবং বাইকাররা পান ১৪০-১৪৫ কিমি প্রতি ঘন্টা ।
TVS Apache RTR 4V
Apache RTR 4V এর ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে আমাদের সবারই কম বেশি একটি ভালো ধারণা আছে। আমরা যদি লক্ষ্য করি তাহল দেখতে পাই যে এই বাইকের ইঞ্জিনে আছে ১৬০ সিসির সিংগেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিন যা ভালো পারফরমেন্স দিতে সক্ষম। এই বাইক থেকে টপ স্পীড কোম্পানী বলে থাকেন ১২৭-১৩৫ কিমি প্রতি ঘন্টা এবং বাইকাররা পান ১৩৫-১৪২ কিমি প্রতি ঘন্টা।
Honda CBR 150
Honda CBR 150 স্পোর্টস সেগমেন্টে অনেক জনপ্রিয় একটি বাইক । এই বাইকে ব্যবহার করা আছে ১৫০ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনারা টপ স্পীড কোম্পানী বলে থাকেন ১৩৫-১৪০ কিমি প্রতি ঘন্টা এবং বাইকাররা পান ১৪০-১৪৫ কিমি প্রতি ঘন্টা।
GPX Demon GR 165R
এই বাইকটি দেশের বাজারে খুব সম্প্রতি সময়ে এসেছে এবং গ্রাহকদের ইঞ্জিন পারফরমেন্স দিয়ে একদম চমকে দিয়েছে। এর ইঞ্জিনে আছে ১৬৪ সিসি সিংগেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন । এই ইঞ্জিন থেকে টপ স্পীড কোম্পানী বলে থাকেন ১৩৫-১৪০ কিমি প্রতি ঘন্টা এবং বাইকাররা পান ১৪৫-১৫০ কিমি প্রতি ঘন্টা।
R15 V3
ইয়ামাহার R15 V3 এর পারফরমেন্স সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এই বাইকের ইঞ্জিন রয়েছে ১৫৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন এবং স্পীড বুস্ট করার জন্য আছে ভিভিএ ও আসিস্ট স্লিপার ক্লাচ । এই ইঞ্জিন থেকে টপ স্পীড কোম্পানী বলে থাকেন ১৪০-১৪৫ কিমি প্রতি ঘন্টা এবং বাইকাররা পান ১৪৫-১৫০ কিমি প্রতি ঘন্টা।
Suzuki GSX R 150
বাংলাদেশের বাজারে স্পীডে রাজা বলা হয় এই Suzuki GSX R 150 বাইককে। এই বাইকের ইঞ্জিনে আছে ১৫০ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন যা টপ স্পীড কোম্পানী বলে থাকেন ১৪৫-১৪৭ কিমি প্রতি ঘন্টা এবং বাইকাররা পান ১৫০-১৫৫ কিমি প্রতি ঘন্টা।
আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সেরা টপ স্পীডের বাইকগুলো এবং এগুলো গ্রাহকদের তথ্যর ভিত্তি করে এবং আমাদের রিচার্চ থেকে প্রাপ্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। যারা আমরা এই সকল বাইক বা যে কোন বাইক ব্যবহার করি না কেন , আমরা কখনই টপ স্পীড চেক করার চেষ্টা করবো না এবং টপ স্পীড সাপোর্ট করবো না।
এর মধ্যে আপনি কোন বাইকটা ব্যবহার করছেন সেটা আমাদের কমেন্ট করে জানান। আজকে এই ছিলো আমাদের আলোচ্য বিষয়। ধন্যবাদ।