প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে বিশ্ব। একই অবস্থা বাংলাদেশেও। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে দেশের মানুষকে বাইরে ঘোরাঘুরি না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। এতে
নিম্ন আয়ের মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। যদিও এসব মানুষের কথা চিন্তা করে সরকার ইতোমধ্যে প্রতিটি জেলায় স্থানীয় প্রশাসনের সহায়তায় ত্রাণ দেয়া শুরু করেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে পিছিয়ে নেই বিভিন্ন বাইকিং গ্ৰুপ। তেমনি একটি ফেসবুককেন্দ্রিক গ্রুপ Bikers 4 Bikers (B4B) গত ২৮ মার্চ ২০২০ তারিখে মোট ৯ টি স্পটে (মহাখালী মোড়, বাড্ডা, কল্যানপুর বাস স্টান্ড, নতুন বাজার গুলশান, আক্কাস মার্কেট গাজীপুর, রাঙ্গুনিয়া চট্টগ্রাম, ডিইপিজেড সাভার, ধুপখোলা মাঠ গেন্ডারিয়া এবং বগুড়া) ১০০ টি অসহায় পরিবারের মাঝে নিম্নোক্ত নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করেন------
১. চাল তিন কেজি
২. আলু এক কেজি
৩. ডাল এক কেজি
৪. আটা এক কেজি
৫. পেঁয়াজ আধা কেজি
৬. সয়াবিন তেল আধা কেজি
৭. লবণ আধা কেজি
৮. জীবাণু প্রতিরোধক সাবান
নাম প্রকাশে অনিচ্ছুক এই গ্রুপের অন্যতম একজন প্রতিষ্ঠাতা সদস্য জানান দেশের যেকোনো দুর্যোগে দুস্থ ও অসহায়দের পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে #B4B বদ্ধ পরিকর। #B4B গ্ৰুপের সদস্যরা মনে করেন অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে থাকার জন্য পকেট ভর্তি টাকা নয় বরং দরদ ভরা একটা কোমল হৃদয় থাকতে হয়। পকেট ভর্তি টাকা থাকলেই যদি অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো যেত, তবে হয়তো অসহায় ক্ষুধার্ত মানুষেরা কিছুটা নিশ্চিন্তে থাকতেন। উল্লেখ্য যে, বর্তমানে এই গ্ৰুপের ৪২ জন সক্রিয় সদস্য প্রতিমাসে ১০০ টাকা হারে অনুদান দিয়ে আপদকালীন ফান্ড জমা করেন, যা পরবর্তীতে অসহায় মানুষ, সুবিধা বঞ্চিত পথশিশু ও দূর্ঘটনায় আহত অসহায় রাইডারদের জন্য প্রয়োজনীয় সহায়তায় খরচ করা হয়ে থাকে। এর আগেও এ গ্ৰুপের সদস্যরা ৫টি ইভেন্টে মোট প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা দিয়ে সহায়তা করেছেন।
আর্থিক অনুদান দিয়ে B4B গ্ৰুপের পাশে থাকার জন্য উক্ত প্রতিষ্ঠাতা সদস্য সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।