স্বল্প দূরত্বে সহজ যাতায়াতের জন্য স্বল্প সিসির মোটরসাইকেলগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ সব সময়েই রয়েছে। কমিউটার বাইক হিসেবে গ্রাম বা শহরে ব্যবহারের জন্য ৫০সিসি থেকে ৮০সিসি বাইকের চাহিদা এক সময়ে অনেক ছিলো। মুলত কম দামে তেল সাশ্রয়ী বাইক হিসেবে এগুলোর চাহিদা ছিলো বেশি। সম্প্রতি সময়ে বাইকের দাম কমায় ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে ১০০সিসি থেকে ১২৫সিসি বাইক গুলো। নতুন নতুন প্রযুক্তি আবিস্কারের ফলে বাইকগুলো জ্বালানী সাশ্রয়ীও হচ্ছে। আর তাই প্রতিদিনের ব্যবহারের জন্য ক্রেতাদের পছন্দের তালিকাতে ৫০সিসি থেকে ১০০সিসি টপকে ১২৫সিসি স্থান করে নিয়েছে।
যাতায়াত ব্যবস্থা উন্নতির ফলে বাইকে চেপে গ্রাম বা শহরে ঘোরাঘুরির পাশাপাশি কখনও আন্ত:জেলা যাতায়াতও করা হয়ে থাকে। ফলে ক্রেতাগন কিছুটা লং রাইডে সক্ষম কমিউটার বাইক গুলোকেই এখন বেশি প্রাধান্য দিচ্ছেন। দূরের যাতায়াতে পারদর্শী অথচ তেল সাশ্রয়ী বাইক হিসেবে ১২৫সিসি বাইক গুলোই ক্রেতাদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।
বাজাজ ডিস্কোভার সিরিজটি কমিউটার বাইক হিসেবে ক্রেতাদের সব সময়েই পছন্দের শীর্ষে রয়েছে। বাজাজ এর ডিস্কোভার সিরিজগুলো ১০০,১২৫,১৩৫ এবং ১৫০সিসি হলেও সম্প্রতি তারা ক্রেতাদের চাহিদার প্রেক্ষিতে শুধু ১১০সিসি এবং ১২৫সিসি বাজারজাত করছে। বাজাজ ডিস্কোভার ১২৫সিসি বাইকটি ক্রেতাদের কাছে অন্যতম পছন্দের একটি বাইক। জ্বালানী সাশ্রয়ী এবং শক্তিশালী ইনজিন থাকায় স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য আস্থা অর্জন করে নিয়েছে। কমিউটার সেগমেন্টের বেষ্ট সেলিং বাইক বলা যেতে পারে।
হিরো গ্ল্যামার তার মাস্কুলার ডিজাইন, শক্তিশালী গঠন এবং আধুনিক সুবিধার কারনে শুরু থেকেই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। ১২৫সিসি সেগমেন্টে বেশ কিছুদিন হলো নিয়ে আসা হিরো ইগনিটর ডিজাইন এবং তেল সাশ্রয়ী মডার্ন টেকনোলজীর ইনজিন দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করেছে।
বাংলাদেশে ইয়ামাহার স্বল্প সিসির বাইক বলতে শুধুমাত্র একটি বাইকই রয়েছে সেটি হলো ইয়ামাহা স্যালুটো। ১২৫সিসির এই বাইকটিতে ব্লুকোর টেকনোলজীর ইনজিন ব্যবহার করায় বাইকটির ইনজিন শক্তিশালী এবং জ্বালানী সাশ্রয়ী। ক্রেতাদের পছন্দের বৈচিত্রের কথা বিবেচনা করে বাইকটি ভিন্ন ভিন্ন রং এবং ডিজাইনে পাওয়া যায়।
রানার টার্বো ১২৫সিসি বাইকটি চমতকার ডিজাইন এবং মডার্ন ফীচার দিয়ে ভরপূর। বাইকটিকে তেল সাশ্রয়ী করতে পারলে আরো বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করা যাবে।
টিভিএস স্ট্রাইকার ১২৫সিসি বাইকটি দ্রুত থটল রেসপন্স থাকায় তরুনদের পছন্দের তালিকায় রয়েছে। বিশেষকরে টিভিএস আরটিআর লাভারদের ইকোনমি ভার্সন হিসেবে অনেকে টিভিএস স্ট্রাইকার পছন্দ করে থাকেন। এছাড়াও তারা সদ্য দেশে এনেছেন টিভিএস ম্যাক্স ১২৫সিসি।
হোন্ডা ব্রান্ডকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তাদের হোন্ডা শাইন ১২৫সিসি বাইকটি শক্তিশালী কমিউটার বাইক হিসেবে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। তবে ডিজাইনের কথা বিবেচনায় হোন্ডা ড্রিম নিও অপেক্ষা হোন্ডা লিভোকে যেমন তরুনরা বেশি পছন্দ করে থাকেন, তেমনি ১২৫সিসি সেগমেন্টে মডার্ন ডিজাইন এবং লুক এর একটি বাইক প্রয়োজন।
ধীরে ধীরে বাইক ক্রেতাগন উচ্চ সিসি বাইকের দিকে ঝুকছেন। পাশাপাশি সুন্দর ডিজাইন, জ্বালানী সাশ্রয়ী শক্তিশালী ইনজিনকে প্রাধান্য দিচ্ছেন।