বাংলাদেশের বাইক প্রেমীরা সবচেয়ে বেশি পরিচিত যে বাইকের সাথে তা হলো ১০০সিসি থেকে ১২৫সিসির কমিউটার বাইক আর এই পরিচিতির পেছনে মুল কারন হলো এই ধরনের বাইকগুলো সাধারন পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে আর যারা সাধারনের থেকে একটু আলাদা তারা পছন্দ করে থাকেন স্পোর্টস বাইক না হয় ক্রুজার মোটরসাইকেল।
তবে হালের জামানায় এসে মোটরসাইকেলের যেমন রকমফের বেড়েছে সেই সাথে মোটরসাইকেল কোম্পানীগুলোও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাইক প্রেমীদের ভিন্নকিছুর স্বাদ দেওয়ার আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে খুব সম্প্রতি Café Racer সেগমেন্টের বাইকের আবির্ভাব আর এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের সৌখিন বাইক প্রেমীদের মধ্যে ক্যাফে রেসার সেগমেন্টের বাইকগুলি দারুন সাড়া ফেলেছে।
সংখ্যায় হিসাব করতে গেলে বাংলাদেশের বাজারে ৬টির মত Café Racer বর্তমান যার বেশিরভাগই এই ক্যাটেগরির বাইক প্রেমীদের কাছে বেশ ভালভাবেই পরিচিত।
২০২৩ সালে বাংলাদেশের বাজারে থাকা Café Racer বাইকগুলির দাম নিম্নে দেওয়া হলোঃ
Generic Café Racer 165cc
বাংলাদেশের বাইকার যারা Café Racer বাইক পছন্দ করেন তাদের কাছে সবচেয়ে পরিচিত একটি ক্যাফে রেসার বাইক হলো থাইল্যান্ডের ব্রান্ড Generic Café Racer 165cc কারন অন্যান্য ক্যাফে রেসার বাইকের থেকে এই বাইকটার সৌন্দর্য সম্পুর্নই আলাদা যা সবার নজর আকৃষ্ট করে। ক্যাফে রেসার বাইকের মুল সৌন্দর্য হলো এই বাইকের আকারে ক্ল্যাসিক লুক আর Generic Café Racer 165cc বাইকটার অনন্য সুন্দর ক্ল্যাসিক লুক এই বাইকটাকে বাংলাদেশের অন্যান্য ক্যাফে রেসার থেকে আলাদা করে ফেলেছে।
২০২৩ সালে ১২,০০০ টাকা ছাড়ে Generic Café Racer 165cc বাইকটার দাম ১,৯২,৯৯৯ টাকা
Victor R Cafe Racer 125
সাধ্যের মধ্যে মানসম্পন্ন কোন ক্যাফে রেসার বাংলাদেশের বাজারে থাকলে তা হলো Victor R Cafe Racer 125, ১২৫সিসির এই বাইকটা কালার কম্বিনেশন এবং গঠনগত দিক দিয়ে দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই বাংলাদেশের তরুন প্রজন্মের ক্যাফে রেসার প্রেমীদের সাধ্যের মধ্যেই Victor R Café Racer 125 বাইকটা বিক্রি হয়ে থাকে।
২০২৩ সালে ১০,০০০ টাকা ছাড়ের সাথে Victor R Café Racer 125 বাইকটা বিক্রি হচ্ছে ১,১৫,০০০ টাকায়।
Aprilia Cafe 150
বিশ্ববিখ্যাত ব্রান্ড Aprilia এর বাংলাদেশের বাজারের জন্যে একমাত্র ক্যাফে রেসার বাইক হলো Aprilia Café 150 যদিও বাংলাদেশের বাইক প্রেমীদের মধ্যে এই ব্রান্ডটিকে নিয়ে তেমন আগ্রহ দেখা যায় না বলেই চলে কিন্তু এই বাইকের ব্যবহারকারী কয়েকজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই বাইকের অসাধারন পারফরমেন্সের কথা। সেই ক্ষেত্রে Aprilia Café 150 বাইকটাও যে একটি অসাধারন বাইক হবে সে ব্যাপারে কোনই সন্দেহ নেই।
২০২৩ সালে Aprilia Café 150 বাইকটার দাম ১,৭০,০০০ টাকা যেখানে বড় অংকের একটি ছাড় বর্তমান।
Speeder Countryman 165
ক্যাফে রেসার বাইকের কথা উল্লেখ করতে গেলে বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য ক্যাফে রেসার হলো Speeder Countryman 165 আর এই বাইকটি খুব সম্ভবত বাংলাদেশের প্রথম ক্যাফে রেসার যা বাংলাদেশি বাইক প্রেমীদের ভিন্ন একটি বাইকের স্বাদ দেওয়া শুরু করেছিলো। বলা বাহুল্য যে Speeder Countryman 165 ক্যাফে রেসারটি এখনও বাংলাদেশের সবচেয়ে দামী ক্যাফে রেসার।
২০২৩ সালে Speeder Countryman 165 বাইকটার দাম ২,৫৪,০০০ টাকা।