সুজুকি "Commuter Fest" এ চলছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এই অফারে রয়েছে সুজুকির নির্দিষ্ট বাইকের উপর বিশাল ক্যাশব্যাক অফার। যে কোন সুজুকি অথরাইজড শোরুম থেকে Suzuki Hayate EP বাইক কিনে এই অফারটি উপভোগ করতে পারবেন । দেশের সেরা ১১০ সিসির বাইকের সাথে ক্যাশব্যাক অফার উপভোগ করতে চাইলে আজই আপনার পছন্দের Suzuki Hayate EP বাইক কিনুন এবং উপভোগ করুন সুজুকি "Commuter Fest" ক্যাশব্যাক অফার ১০,০০০ টাকা।
Hayate EP একটি ১১৩ সিসির বাইক যা ১১০ সিসি সেগমেন্টের মধ্যে অন্যান্য বাইকের ইঞ্জিন সিসির থেকে একধাপ এগিয়ে। এছাড়াও এই বাইকের রয়েছে ১১০ সিসি সেগমেন্টের মধ্যে সুন্দর ডিজাইন। ১১৩ সিসির এই ইঞ্জিনটি ম্যাক্স পাওয়ার 8.7 Ps @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 9.3 Nm @ 5000 rpm উৎপন্ন করতে সক্ষম। সুজুকি তাদের এই বাইকটিকে মাইলেজ কিং হিসেবে আখ্যায়িত করেছে । কারণ এই সেগমেন্টের মধ্যে মাইলেজসহ অন্যান্য দিক থেকে একধাপ এগিয়ে এই Suzuki Hayate EP। কমিউটার সেগমেন্টে সুজুকি গ্রাহকদের হাতে সেরা মুল্যে সেরা বাইক তুলে দিতে এই অফার নিয়ে এসেছে।
Suzuki Hayate EP এখন পাওয়া যাচ্ছে ৯৯,৯৫০ টাকায় যার পূর্ব মূল্য ছিল ১, ০৯,৯৫০ টাকা। তাই দেরি না করে আজই আপনাদের পছন্দের বাইকটি কিনুন এবং উপভোগ করুন সেরা দামে সেরা বাইক ।
বিঃ দ্র; এই অফারটি চলবে আগামী ৩১ শে আগস্ট ২০২১ পর্যন্ত।
Recently, some CFMOTO 300SR users were facing an oil cut problem. As soon as the issue was brought to the attention of the CFMOT...
English BanglaLifan is one of those motorcycle brands in Bangladesh that provides quality motorcycles to bike lovers at a low price. Lifan i...
English BanglaAbdullah Motors, a renowned motorcycle showroom in Rajshahi and an authorized dealer of all Suzuki bikes, organized a special ...
English BanglaBajaj is a well-known name among the grassroots bike lovers of Bangladesh, whose use is suitable for all family members, and t...
English BanglaYamaha is one of the few quality and premium quality motorcycles in the Bangladeshi motorcycle market, each of which is very p...
English Bangla