Yamaha Banner
Search

সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি'র স্পোর্টস বাইক

2024-12-19

সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি'র স্পোর্টস বাইক

cfmoto-officially-launches-its-flagship-300cc-sports-bike-in-bangladesh-1734594098.webp

(ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৪)- গ্লোবাল মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোনে বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইকগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। আজ (১৯ ডিসেম্বর) ঢাকায় 'রাইড দ্য ফিউচার' শিরোনামে এক ইভেন্টের মাধ্যমে ৬টি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে সিএফমোটো বাংলাদেশ। যার মধ্যে রয়েছে সিএক্ষমোটো-এর ফ্ল্যাগশিপ মডেল ৩০০ এসআর, ২৫০ এনকে এবং ২৫০ এসআর-এর সাথে সাথে নতুন ১৫০ এসসি, ২৫০ সিএলসি ও ২৩০ ডুয়েল।

যেসব রাইডার সেফ রাইড এবং গতি পছন্দ করেন তাদের জন্য ডিজাইন করা হয়েছে সিএফমোটো ৩০০ এমতার। এতে যুক্ত করা হয়েছে ২৯৮ সিসি ইঞ্জিন যা স্ট্রিট রাইড ও ট্র্যাক রাইডে দুর্দান্ত পারফর্মেন্স প্রদান করবে। নিরাপত্তা ও সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। যারা স্টাইলিশ রাইডিং পছন্দ করেন, তাদের জন্য এর সিটিং পজিশন রাখা হয়েছে স্পোটি রাইডিং-এর মতো করে। বাইকটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড EFI ইঞ্জিনের সাথে ৩০ বিএইচদি পাওয়ার এবং ২৭ নিউটন মিটার ডাট উৎপাদন করতে পারে। বাইকটিতে সর্বাধুনিক প্রযুক্তির TFT Display সংযুক্ত করা হয়েছে। এছাড়াও LSD সাসপেনশন নিশ্চিত করে থ্রিলিং রাইডিং অভিজ্ঞতা। গতি ও পারফরম্যান্সে আগ্রহী রাইডারদের জন্য। ৩০০ এসআর একটি চমৎকার পছন্দ হতে পারে।

নেকেড স্পোট বাইক ক্যাটাগরির বাইক সিএফমোটো ২৫০ এনকে। এতে রয়েছে ২৪৯.২ সিসি ইঞ্জিন যা রাস্তায় চলার জন্য ম্যাক্সিমাম পাওয়ার ২৭.৫ বিএইচপি/৯৭৫০ আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক ২২ এনএম/৭৫০০ আরপিএম উৎপাদন করতে পারবে। ব্রেকিং পারফরম্যান্স এবং রাইডারগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাইকটিতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এছাড়াও বাইকটিতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির ট্রেলিস ফ্রেম। যারা শক্তি ও গতি একসাথে চান বাইকটি এমন রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে। ২৫০ এনকে বাইকটি দৈনন্দিন যাতায়াতের জন্য আদর্শ বাইক হতে পারে।

পারফরম্যান্স-ওরিয়েন্টেড রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে সিএফমোটো ২৫০ এসআর বাইকটি। এই বাইকে যুক্ত করা হয়েছে ট্র্যাক-ইন্সপায়ারড ২৪৯ সিসি ইঞ্জিন। বাইকটিতে Long Traveling Stroke LISD সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যা দ্বারা শহরের রাস্তায় কিংবা উচু-নিচু উভয় রাস্তায় দারুন গতিশীলতা ও নিয়ন্ত্রণ প্রদান করে। এর ট্রেলিস ফ্রেম এবং স্পোটি রাইডিং পজিশন রাইডারদের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে। সিএফমোটো ২৫০ বাইকটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী এবং যারা আরও বেশি কিছু চান তাদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে।

সিএফমোটোর নতুন মডেলগুলির মধ্যে আরও রয়েছে সিএফমোটো ১৫০ এসসি, যা শহরে যাতায়াত এবং সহজ স্টোরেজের জন্য ডিজাইন করা হয়েছে, এই বাইকটি সহজে ব্যাবহারযোগ্য এবং সুবিধাজনক। সিএফমোটো ২৫০ সিএল-সি একটি ক্রুজার টাইপ বাইক। দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি উইকেন্ড অ্যাডভেঞ্চারের জন্যও ভালো। এর কমপ্যাক্ট ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এবং সিএফমোটো ২৩০ ডুয়েল একটি ডুয়াল-স্পোর্ট বাইক, যেটি অফ-রোড রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে।

লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএফমোটোর দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন), মার্কেটিং ম্যানেজার ডেং সিইউন (গ্যারি), দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস ম্যানেজার বু আওলিন, সিএফমোটো বাংলাদেশ এর চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, সিএফমোটো বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, সিএফমোটো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবির এবং সিএফমোটো বাংলাদেশ এর সিইও মোঃ রেজাউল করিম।

সিএফমোটো'র দক্ষিণ-পূর্ব এশিয়া'র রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন) বলেন, "আমরা বাংলাদেশে সিএফমোটো আনতে পেরে অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে সিএফমোটো দেশের মোটরসাইকেল বাজারে একটি নতুন অধ্যায়ের সুচনা করলো। অত্যাধুনিক প্রযুক্তি, স্টাইল এবং পারফরমেন্সের সমন্বয় সিএফমোটোর এই বাইকগুলো স্থানীয় রাইডারদের প্রত্যাশা পুরন করবে আমি আশাবাদী।

Bike News

CFMoto officially launches its flagship 300cc sports bike in Bangladesh
2024-12-19

(Dhaka, December 19, 2024) - Global motorcycle brand CFMoto has officially launched its flagship sports bikes in the Banglades...

English Bangla
Yamaha is expanding its service range: Available at tourist points in border areas
2024-12-14

Yamaha has once again proven that it is ahead of any other motorcycle brand in providing the highest level of service to its c...

English Bangla
Top 5 Yamaha 150cc bike
2024-12-12

Lets see the bikes Yamaha FZS V4 Yamaha FZS V4 is an all-stylish, performance-oriented street motorcycle built for city...

English Bangla
Rasel Industries ltd looking for divisional distributor for Lifan bikes
2024-12-12

Rasel Industries ltd is one of the best bike importers in the Bangladeshi motorcycle market to deliver dream bikes within ever...

English Bangla
CFMoto: Rising Star in the Chinese Motorcycle Industry
2024-12-11

CFMoto is a leading Chinese motorcycle manufacturer that has created a global sensation with its technologically advanced and ...

English Bangla
Filter