Yamaha Banner
Search

চীনা মোটরসাইকেল শিল্পের রাইজিং স্টার সিএফ মটো

2024-12-11

চীনা মোটরসাইকেল শিল্পের রাইজিং স্টার সিএফ মটো

cfmoto-rising-star-in-the-chinese-motorcycle-industry-1733916163.webp

সিএফ মটো একটি চীনা লিডিং মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান। যেটি প্রযুক্তিগতভাবে অ্যাডভান্স এবং শক্তিশালী মোটরসাইকেল তৈরি করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।
সাশ্রয়ী মূল্যে শক্তিশালী এবং নির্ভরযোগ্য যানবাহন সরবারহ করে এই প্রতিষ্ঠানটি বিশ্বমঞ্চে খুব অল্প সময়েই শক্ত অবস্থান নিয়েছে। নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউ থেকে শুরু করে অস্ট্রেলিয়ান ভূখন্ডে CFmoto’র মোটরসাইকেলের উপস্থিতি তাদের কোয়ালিটি,উদ্ভাবনী ক্ষমতা এবং বৈশ্বিক স্বীকৃতির পরিচয় বহন করে।

সি এফ মটোর যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে চীনের একটি ছোট পুরাতন মোটরসাইকেল পার্টস কারখানা থেকে । প্রতিষ্ঠানটির মালিক Lai Guogui এবং তার ছেলে এই পুরাতন মোটরসাইকেল পার্টস এর ব্যবসা শুরু করেন । চীনা অর্থনৈতিক জাগরণের প্রাথমিক সময়ে দেশীয় মোটরসাইকেল মার্কেটে হোন্ডা,ইয়ামাহা,সুজুকির মতো উচ্চতর প্রযুক্তি এবং পারফরম্যান্সের জন্য ক্ষতিমান বিদেশী ব্রান্ডের আধিপত্য ছিল।



১৯৯০ পরবর্তী সময়ে দেশীয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান গুলো এয়ার কোল্ড ইঞ্জিন চালিত মোটরসাইকেল তৈরী করলেও চীনা বাজারে কম শব্দের, শক্তিশালী এবং সাশ্রয়ী ওয়াটার ইঞ্জিন চালিত বিদেশী মোটরসাইকেলের প্রতি সকল শ্রেণীর মানুষের বিশেষ ভালবাসা ছিল।
CFmoto এর CF দ্বারা চীনা ভাষায় বুঝায় Chunfeng, শব্দটির বাংলা অর্থ বসন্ত বাতাস। প্রতিষ্ঠানটির মালিক Lai Guogui চীনা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে যে বসন্ত নিয়ে আসতে চেয়েছিলেন তার সূচনা হয় ১৯৯৭ সালে।

Lai Guogui এবং তার রিসার্চ টীম প্রায় তিন বছরের সাধনায় প্রথম ওয়াটার কোল্ড ইঞ্জিন উদ্ভাবনে সক্ষম হয়। যা পরবর্তীতে দেশীয় মোটরসাইকেলের চিত্র পাল্টে দিয়েছিল। সদ্য অর্জিত প্রযুক্তিগত দক্ষতা এবং নিজেদের ওয়াটার কোল্ড ইঞ্জিন চালিত প্রথম পূর্ণ স্কুটার নিয়ে সিএফ মটো আত্মপ্রকাশ করে ১৯৯৮ সালে।

nk650-1733916518.webp
সিএফ মটোর টার্নিং পয়েন্ট ছিল ২০০০ সাল পরবর্তী তে সম্পূর্ণ যানবাহন উৎপাদন করার সিদ্ধান্ত। ইঞ্জিন ডিজাইনের দক্ষতার সাথে সিএফ মটো মোটরসাইকেল কোয়াডস এবং অল ট্রেন যানবাহন উৎপাদন শুরু করে। ২০০৩ সালে সিএফ মতো তাদের প্রথম স্কুটার মডেল সিএফ ১৫০ বাজারজাতকরণ শুরু করে যা চীনা বাজারে তাৎক্ষণিকভাবে সাফল্য অর্জন করেছিল। অন্যান্য বিদেশি এবং বেশিও মোটরসাইকেল উৎপাদনকারীদের তুলনায় কম দামে ভালো মানের যানবাহন সরবরাহ করায় সিএফ মটর সুখ্যাতি অর্জন করে।

cf1250j-1733916482.webp
বৈশ্বিক সম্প্রসারণের সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ২০০৭ সালে সিএফ মটর আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় বাজারে প্রবেশ করা। বিভিন্ন দেশের ডিস্ট্রিবিউটরদের সাথে পার্টনারশিপ সিএফ মটোকে আন্তর্জাতিক বাজারে গ্রাহকদের প্রয়োজনীয়তা এবং প্রত্যাশা বুঝতে সাহায্য করে। যেখানে দেশীয় মোটরসাইকেল প্রস্তুতকারকরা ইউরোপিয়ান মডেলের কপি কম দামে বাজারজাত করে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে সচেষ্ট ছিল সেখানে সিএফ মটো নতুন উদ্ভাবনের পথে হাটছিল। অবশেষে ২০০৯ চীনে সালে প্রথম ৬৫০সিসির ভি টুইন ইঞ্জিন ডিজাইন করে সিএফ মটো। যার ফলেই দুই বছর পরে চীনে প্রথম NK650 রোডস্টার চালু হয়।

CFmoto’র ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলো অস্ট্রিয়ান নির্মাতা কেটিএম এর সাথে পার্টনারশিপ। ২০১৩ সালে সিএফ মটো কেটিএম এর সাথে পার্টনারশিপ করে যা আন্তর্জাতিক বাজারে সিএফ মটোর উপস্থিতির জোরদার করার পাশাপাশি কেটিএম এর প্রযুক্তিগত দক্ষতা সিএফ মটোকে আরো অভিজ্ঞ করে তোলে। CFmoto’র প্রযুক্তিগত অভিজ্ঞতার ফসল CF1250J মডেলের মোটরসাইকেলটি। এটি চীনা প্রতিষ্ঠান নির্মিত ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল এবং বড় ইঞ্জিনের বাইক, যেটি বিভিন্ন রাজ্যের পুলিশ এবং সিকিউরিটি এজেন্সির সদস্যরা ব্যবহার করে থাকে।





সিএফ মটো তাদের উৎপাদন কৌশল হিসেবে Zero Defect নীতি অনুসরণ করে। যা তাদের তৈরি মোটরসাইকেলের সর্বোচ্চ পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। বিভিন্ন রেসিং ইভেন্টে অংশ গ্রহণ করে প্রতিষ্ঠানটি তাদের অঙ্গীকারের প্রমাণ রেখেছে। ২০২৪ সালে CFmoto প্রথম কোনো চীনা মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান Moto 3 তে জয় লাভ করে।

এছাড়া সিএফ মটোর মোটরসাইকেল ডিজাইন করে বিখ্যাত অস্ট্রিয়ান ডিজাইনার প্রতিষ্ঠান KISKA । ভাল কোয়ালিটির পাশাপাশি উন্নত ডিজাইনের মোটরসাইকেল তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ CFmoto তাদের Cutting Edge নকশার জন্য ২০২৪ সালে ডিজাইন জগতের বিখ্যাত Red Dot Award লাভ করে। এছাড়া ২০২৩ সালের সেপ্টেম্বরে সিএফ মটো জাপানী মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহার সাথে যৌথভাবে চীনে মোটরসাইকেল উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ হয়। এই পার্টনারশিপের মূল লক্ষ্য হলো ইয়ামাহার প্রযুক্তিগত দক্ষতা এবং সিএফমোটোর উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে তাদের নিজেদের প্রযুক্তিগতভাবে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাজারে তাদের উপস্থিতি বৃদ্ধি করা।

cfmotos-research-team-comprised-of-6000-1733916215.webp
৬০০০ কর্মী ও ৫টি দেশের বিখ্যাত ২০০ জন ইঞ্জিনিয়ার নিয়ে গঠিত সিএফ মটোর রিসার্চ টীম নতুন প্রযুক্তি সমৃদ্ধ ভালো পারফরম্যান্সের মোটরসাইকেল উদ্ভাবনে কাজ করছে। বার্ষিক ৮০০০০০ ইঞ্জিন ও ৬০০০০০ যানবাহন উৎপাদনকারী সিএফ মটো -এর উল্লেখযোগ্য উদ্ভাবনগুলো মধ্যে উন্নত ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেমের প্রবর্তন, শক্তিশালী এবং জ্বালানী-দক্ষ ইঞ্জিন উৎপাদন , পাশাপাশি আরও ভাল ড্রাইভিং অভিজ্ঞতার জন্য অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেমের ইন্টিগ্রেশন অন্যতম। প্রযুক্তিগত দক্ষতার কারনেই প্রতিষ্ঠানটি ইউরোপ আমেরিকা এবং এশিয়াসহ ১০০টি দেশে তাদের বৃহৎ বাজার সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ২০২৩ সালে CFmoto’র গ্লোবাল সেল বৃদ্ধি পেয়েছে ২২% এবং একই বছরে প্রতিষ্ঠানটি ১০০০০০ ইউনিট দুই চাকার যানবাহন সেল করে বিশ্বব্যাপী তাদের উপস্থিতির জানান দিচ্ছে।

Bike News

Yamaha offering discount of up to 4000 taka on exchange
2025-02-10

In order to make Yamaha bikes easily available to all bike lovers, Yamaha authorities always organize various events, one of w...

English Bangla
Yamaha looking for dealers
2025-02-10

Yamaha is one of the premium motorcycle brands in Bangladesh, whose name, reputation and recognition are well known to all lev...

English Bangla
Yamaha Photo Contest – only 1 day to go
2025-02-09

This Valentine's Day, celebrate love and adventure with Yamaha! Post your favorite couple photo with Yamaha motorcycle in the ...

English Bangla
Euro 5: Effective standards to control motorcycle pollution
2025-02-08

Motorcycles are our most necessary vehicles. With technological development, the features, structure and design of motorcycles...

English Bangla
Yamaha presents a discount of love in the month of love
2025-02-02

Like always, Yamaha authorities have revised the prices of each of their bikes for bike lovers in the month of February 2025. ...

English Bangla

Related Motorcycles

Filter