Yamaha Banner
Search

কেটিএম এবং ইয়াহামার সাথে সিএফমটোর প্রযুক্তিগত চুক্তি

2024-11-06

কেটিএম এবং ইয়াহামার সাথে সিএফমটোর প্রযুক্তিগত চুক্তি

picture-1730893385.webp


১৯৮৯ সালে মোটরসাইকেলের ইঞ্জিন এবং পার্টস উৎপাদনকারী হিসেবে চীনের হ্যাংজু শহরে যাত্রা শুরু করা সিএফ মটো হাই পারফরম্যান্স মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে বৈশ্বিক পরিচিতি পেয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে তাদের প্রথম নিজস্ব লিকুইড কোল্ড ইঞ্জিন তৈরি করতে সময় লেগেছিল প্রায় আট বছর। এরপর প্রতিষ্ঠানটি খুব দ্রুতই পূর্ণাঙ্গ মোটরসাইকেল প্রস্তুতকারকে পরিণত হয়। চীনের নিজস্ব বাজারে পুলিশ এবং ফায়ার কর্মীসহ বিভিন্ন সরকারি সংস্থায় যানবাহন সরবরাহ করে নিজেদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববাজারে উপযুক্ত মূল্যে নির্ভরযোগ্য অ্যাডভান্স ফিচার সমৃদ্ধ মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে।


চীনে ২০০টির অধিক মোটরসাইকেল প্রস্তুতকারক থাকলেও খুব অল্প সংখ্যক প্রতিষ্ঠানই নিজেদের ব্রান্ড নাম ব্যবহার এবং প্রচার করে বিশ্বব্যাপী মোটরসাইকেল সরবরাহ করে। সিএফ মটো তাদের মধ্যে অন্যতম।

সিএফ মটোর এই বৈশ্বিক সম্প্রসারণের ক্ষেত্রে মোটরসাইকেল জগতে সুপ্রতিষ্ঠিত এবং বিখ্যাত অস্ট্রিয়ান মোটরসাইকেল প্রস্তুতকারক কেটিএম এর সাথে পার্টনারশিপ অন্যতম মাইল ফলক । ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অফ রোড এবং এডভেঞ্চার মোটরসাইকেল প্রস্তুত কারক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত অসংখ্য মোটরস স্পোর্টসে সাফল্য অর্জনকারী কেটিএম এর সাথে সিএফ মটোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক অনেক দীর্ঘ। ২০১১ সালে সিএফ মটো এবং কেটিএম একটি যৌথ পার্টনারশিপে প্রবেশ করে।

২০১৪ সালে তাদের মধ্যকার চুক্তি আপডেট করা হলে সিএফ মটো চীনে বিক্রির জন্য ২০০ এবং ৩৯০ সিসির কেটিএম ডিউক অ্যাসেম্বল করতে শুরু করে। এর ফলে সিএফ মটো কেটিএম এর প্রযুক্তির সরাসরি সংস্পর্শে এসে নিজেদের আরও অভিজ্ঞ করার সুযোগ লাভ করে।

cfmoto-ktmr2r-1730893187.webp
২০১৭ সালে সিএফ মটো এবং কেটিএম এর মধ্যকার সম্পর্ক আর ঘনিষ্ঠ হয়। বাজারে নিজেদের উপস্থিতি আরো উন্নত করতে CFMOTO- KTMR2R নামক নতুন যৌথ উদ্যোগের শুরু হয়। যেটির ৫১ শতাংশের মালিক সিএফ মটো এবং অবশিষ্ট ৪৯ শতাংশের মালিক কেটিএম। এই যৌথ উদ্যোগ চীনের হাংজুতে বার্ষিক ৫০ হাজার মোটরসাইকেল উৎপাদন ক্ষমতার নতুন একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

নতুন প্রতিষ্ঠিত এই উৎপাদন কারখানায় সিএফ মটো কেটিএম এর অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি প্রকৌশল দক্ষতাও লাভ করে। এই কারখানায় সিএফ মটো ৯৯০/১০৯০ ভি টুইন এবং কেটিএম এর সম্পূর্ণ নতুন প্যারালাল টুইন রেঞ্জের ৯৯৯ সিসির আরসিবিসি মোটর চালিত মডেল ৭৯০ নির্মিত হয়। পাশাপাশি আধুনিক কিছু মোটরসাইকেল মডেলও তৈরি হয়।


cfmoto-800mt-adventure-1730893140.webp
কেটিএম এবং সিএফ মটো নিজেদের মধ্যে জনবল প্রযুক্তি এবং প্রকৌশল দক্ষতা ভাগাভাগি করে যা উভয় প্রতিষ্ঠানকে আরো অধিকতর উন্নত মোটরসাইকেল প্রস্তুত করার পাশাপাশি কেটিএম এবং সিএফ মটো কে নতুন নতুন মোটরসাইকেল মডেলের বিকাশে সাহায্য করে। CFmoto 800MT Adventure সহ বেশ কিছু উল্লেখযোগ্য মডেল কেটিএম এবং সিএফ মটো যৌথ ইঞ্জিন এবং ডিজাইন ব্যবহার করে প্রস্তুত করেছে। তাদের এই যৌথ উদ্যোগ ক্রেতাদের সিএফ মটো এবং কেটিএম উভয়ের উদ্ভাবিত প্রযুক্তি এবং আধুনিক মোটরসাইকেল একসাথে পাওয়ার সুযোগ করে দিচ্ছে। এছাড়া বাজার সম্প্রসারণে KTM এবং CFMOTO এর যৌথ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় কোম্পানি বৈশ্বিক মোটরসাইকেল বাজারে তাদের অবস্থানকে শক্তিশালী করেছে।

দুটি প্রতিষ্ঠানই একে অপরের কোয়ালিটি এবং প্রকৌশল দক্ষতা দ্বারা ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। কেটিএম এর ব্যবস্থাপনা পরিচালক Florian Burguet সিএফ মটোর উৎপাদন কৌশল সম্পর্কে বলেন - আমরা সিএফ মটোর কোয়ালিটি এবং প্রকৌশল ক্ষমতা দ্বারা ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছি।

yamaha-cf-moto-1730893857.webp
অস্ট্রিয়ান মোটরসাইকেল প্রতিষ্ঠান কেটিএম এর সাথে পার্টনারশীপের সাফল্যের পর চীনা মোটরসাইকেল শিল্পের রাইজিং স্টার সিএফ মটো ২০২৩ সালের সেপ্টেম্বরে অন্যতম বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক YAMAHA সাথে যৌথ উদ্যোগের চুক্তিতে স্বাক্ষর করেছে। KTM এর পর ইয়ামাহার সাথে এই পার্টনারশিপ সিএফ মটোকে নতুন উদ্ভাবন, বৈশ্বিক সম্প্রসারণ এবং প্রযুক্তিগত দিক দিয়ে সাহায্য করবে।

report-1730893345.webp
অংশীদারিত্বের সুবিধা গ্রহণ এবং অত্যাধুনিক উৎপাদন সুবিধায় বিনিয়োগের মাধ্যমে, CFMOTO নিজেকে মোটরসাইকেল শিল্পে একটি বিশ্বস্ত নাম হিসাবে প্রতিষ্ঠিত করেছে। কোম্পানিটি উদ্ভাবন এবং কোয়ালিটির নিশ্চয়তা প্রদানের পাশাপাশি বিশ্ববাজারে নিজেদের প্রমাণপ্রযুক্তি এবং মোটরসাইকেল এর সক্ষমতার প্রমাণ দিতে সচেষ্ট।

Bike News

Lifan Bike Price in Bangladesh March 2025
2025-03-20

Lifan is one of the best motorcycle brands in the Bangladeshi motorcycle market, whose reputation is heard by bike lovers of a...

English Bangla
Suzuki Bike Price in Bangladesh March 2025
2025-03-18

Suzuki is a leading and very popular Japanese motorcycle brand in the motorcycle market of Bangladesh. As because, most of their p...

English Bangla
Lifan giving flash sale on the occasion of Eid
2025-03-16

Lifan is a very familiar name to the diverse bike lovers of Bangladesh, each of whose bikes is attractive to bike lovers, whic...

English Bangla
3 best commuter bikes of Honda
2025-03-12

Honda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh March 2025
2025-03-11

Bajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...

English Bangla
Filter