লিফান নিয়ে এলো "আপনার মতে কেনো লিফান মোটরসাইকেল বাজেটে সেরা" Video Contest। বর্তমান সময়ের বাইকারদের প্রতিভা অন্বেষনে এবং বাইকারদের তৎসংশ্লিষ্ট ক্ষেত্রে নিজেদের আরও দক্ষ করে তোলার লক্ষ্যে লিফান নিয়ে এসেছে এই ব্যতিক্রমী আয়োজন।
"আপনার মতে কেনো লিফান মোটরসাইকেল বাজেটে সেরা" Video Contest
কনটেস্ট এর বিজয়ীদের জন্য থাকছেঃপ্রথম পুরস্কারঃ ৩০,০০০ টাকা সমমূল্যের রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গিফট ভাউচার
দ্বিতীয় পুরস্কারঃ ২০,০০০ টাকা সমমূল্যের রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গিফট ভাউচার
তৃতীয় পুরস্কারঃ ১০,০০০ টাকা সমমূল্যের রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গিফট ভাউচার
চতুর্থ পুরস্কারঃ ৫,০০০ টাকা সমমূল্যের রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গিফট ভাউচার
পঞ্চম পুরস্কারঃ ৫,০০০ টাকা সমমূল্যের রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গিফট ভাউচার
"আপনার মতে কেনো লিফান মোটরসাইকেল বাজেটে সেরা"
এই কনটেস্ট এর বিজয়ীরা প্রাইজ মানি/গিফট ভাউচার পরবর্তি সময়ে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড/লিফান এর যেকোন মোটরসাইকেল ক্রয়ের সময় ব্যাবহার করতে পারবেন।
কনটেস্টে অংশগ্রহণ করার শর্তাবলীঃ
১) অংশগ্রহণকারী কে একটি ভিডিও তৈরি করতে হবে
২) ভিডিও এর মাধ্যমে যথার্থ ভাবে ব্যক্ত করতে হবে " কেনো বাজেটে লিফান মোটরসাইকেল সেরা? "
৩) ভিডিও তে ব্যক্ত করার ভাষা অবশ্যই সাবলীল ও মার্জিত হতে হবে।
৪) ভিডিও এর সময় হতে হবে সর্বোচ্চ ২ মিনিট
৫) ভিডিও রেজুলেশন হতে হবে ১৯২০x১০৮০ এবং আকৃতি অনুপাত হবে ১৬:৯
৬) ভিডিও ফরম্যাট হতে হবে MP4
৭) যেকোনো লিফান মোটরসাইকেল ভিডিওতে অবশ্যই থাকতে হবে
৮) বাইক স্থির হলে হেলমেট ছাড়া ভিডিও চলবে, চলমান বাইক হলে হেলমেট থাকা লাগবে ।
৯) একজন একটি ভিডিও পাঠাবেন এবং একবার ই অংশগ্রহণ করতে পারবেন।
১০) আমরা ভিডিও এবং নাম ফর্ম থেকে নিয়ে ক্লাব কেপিআর ফেসবুক পেজে ও ইন্সাগ্রামে পোস্ট দিয়ে দিব । সাথে ক্লাব
কেপিআর গ্রপেও সাথে সাথে ১ বার শেয়ার দিয়ে দিব।
১১) কনটেস্ট মূলত পরিচালনা হবে পেজ থেকে, এর মূল উদ্দেশ্য স্বচ্ছতা এবং সমধিকার। গ্রুপে দুই দিন আগের পোস্ট
হারিয়ে যায়। পেজে সিরিয়াল অনুযায়ী থাকবে।
১২) ভিডিও আপলোড এর সিরিয়াল অনুযায়ী আমরা ভিডিও পোস্ট করব।
১৩) আমরা ক্লাব কেপিআর গ্রুপে একবার শেয়ার দিয়ে দিব আর কেউ কনটেস্ট এর ভিডিও ক্লাব কেপিআর বাংলাদেশ গ্রপে শেয়ার দিতে পারবেন না এতে অন্যদের হেল্প পোস্টের সুবিধা হবে।
১৪) পেজের পোস্টের রিয়েকশন এর উপর মার্কিং হবে। মূল পোস্টের একটা লাইক/রিয়েকশন = ১ পয়েন্ট এবং একটা শেয়ার = ৩ পয়েন্ট। কমেন্টে কোন পয়েন্ট নেই, তবে কারো মধ্যে ড্র/টাই/৫-১০পয়েন্ট এর তফাৎ হলে তখন আমরা ফেসবুক কমেন্ট এবং ইন্স্টাগ্রাম এর রিএকশন কাউন্ট করব।
১৫) তবে লাইক এবং শেয়ারের সামজস্যতা থাকতে হবে, যেমন আপনার ভিডিওতে লাইক ৫০ আর শেয়ার ৫০০০ এই ধরনের পোস্ট আমরা কাউন্ট শিটের শেষে রাখব ।
১৬) অংশগ্রহণকারীরা কোনো ভাবেই নিজেদের ভিডিওতে কোনো রকম পেইড অথবা ফেক লাইক/ কমেন্টের আশ্রয় নিতে পারবেন না, ফেক লাইক কমেন্ট শেয়ার ইউজ করা হলে সেই অংশগ্রহণকারীকে কনটেস্টে অযোগ্য বিবেচনা করা হবে ।
১৭) যে কেউ এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন তবে ভিডিও তে অবশ্যই লিফানের মটরবাইক/স্কুটার থাকতে হবে।
১৮) অংশগ্রহণকারীকে অবশ্যই আমাদের দেওয়া ফর্ম পূরণ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও আপলোড করতে হবে
১৯) অবশ্যই উল্লেখিত হ্যাসট্যাগ ব্যবহার করতে হবে #CKBVIDEOCONTEST #LIFAN #RIL
এই কনটেস্টে ভিডিও আপলোড করার সময়সীমা হচ্ছে 07.03.2022 তারিখ থেকে 21.03.2022 তারিখ পর্যন্ত। এর পর আর কোন ভিডিও কনটেস্ট এর জন্য আপলোড করা হবে না। তবে লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য 06.04.2022 তারিখ পর্যন্ত কনটেস্ট চলবে।
তাই দেরি না করে আপনার সুচিন্তিত মতামত দিয়ে বানিয়ে ফেলুন আপনার ভিডিও আর জিতে নিন লিফানের আকর্ষনীয় গিফট ভাউচার।
নিম্নে উল্লেখিত লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে কন্টেস্টে অংশগ্রহন করার জন্য ফরম ফিল-আপ করুনঃ
https://forms.gle/w7RNHFakQbzKGA9f7