আমরা জানি যে সিটি ব্যাংক বাইক লোনের মাধ্যমে আমাদের পছন্দের বাইক ক্রয় করে স্বপ্ন পূরণ করতে পারি। অনেকেই জানতে চেয়েছেন এই সিটি ব্যাংক বাইক লোন নিতে হলে কী কী শর্তাবলী ও ডকুমেন্ট দরকার হয়। আপনাদের জন্য নিম্নে সেগুলো আলোচনা করা হল।
সিটি ব্যাংক বাইক লোনের শর্তাবলী লোনের পরিমান ১০,০০,০০০ টাকা পর্যন্ত । এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফী সহ ৮০% টাকা গ্রহন করতে পারবেন। ( মহিলাদের জন্য রেজিস্ট্রেশন ফী সহ ১০০% টাকা গ্রহন করতে পারবেন) কিস্তির সময়সীমা ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত।মহিলাদের জন্য স্পেশাল ইন্সটলমেন্ট ও প্রোসেসিং ফী একদম ফ্রী সুবিধা রয়েছে। এক এর অধিক বাইক কেনার সুযোগ ।সিটি ব্যাংকের FDR এর বিপরিতে ৯০% লোন ।বয়সের সময়সীমা ২১-৬৫ বছর
নুন্যতম অভিজ্ঞতা -বেতনভুক্ত ব্যাক্তির জন্য ১ বছর
-ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও প্রেফেশনাল এর জন্য ১ বছর
-রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ৬ মাস
-বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ৬ মাস
নুন্যতম আয়-City Bank স্টাফ বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১২,০০০ টাকা।
-অ্যাকাউন্টে টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১৫,০০০ টাকা।
-নগদ টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ২০,০০০ টাকা।
-ব্যবসায়ী, প্রফেশনাল, বাড়িওয়ালা/বাড়ির মালিক এর জন্য ২৫,০০০ টাকা।
-ফ্রিল্যান্সার এর জন্য ৩০,০০০ টাকা।
-রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ১৫,০০০ টাকা।
-বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ২০,০০০ টাকা।
-সিটি ব্যাংক বাইক লোনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
সবার জন্য প্রযোজ্য -জাতীয় পরিচয় পত্রের কপি
-ই-টিন সার্টিফিকেটের কপি
-আবেদনকারীর ২ কপি ল্যাব প্রিন্ট ছবি
-২ জন জামিনদারের ২ কপি করে ছবি (ক্রেতার এবং জামিনদারের স্বাক্ষর সহ)
চাকুরীজীবীর জন্য প্রযোজ্য-বেতনের অরিজিনাল সার্টিফিকেট/পে-স্প্লিপ
-অ্যাকাউন্ট পে বা আংশিক একাউন্ট পে বেতন পাওয়া চাকরিজীবীদের ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ক্যাশে বেতন -পাওয়া চাকরিজীবীদের ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ও ক্যাশ ভাউচার।
-বিজনেস কার্ড অথবা অফিস আইডির ফটোকপি
ব্যবসায়ীর জন্য প্রযোজ্য -সাম্প্রতিক ট্রেড লাইসেন্স এর কপি
-অংশীদারিত্বের দলিল (যদি অংশীদার থাকে) ফর্ম ১০, ১২ এবং ১১৭ সহ নিবন্ধনের সার্টিফিকেট (লিমিটেড কোম্পানী হলে
-৬ মাসের অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট
-বিজনেস কার্ড
-জমি/ দোকান/ ফ্ল্যাট এর মালিকের ক্ষেত্রে প্রযোজ্য
-৬ মাসের অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট
-মালিকানা প্রমানের কাগজ (দলিল কপি/ইউলিটি বিল কপি বা ডিসিআর কপি ইত্যাদি)
-৫ টাকার স্ট্যাম্প এ রেন্টাল ডিড থাকতে হবে।
পেশাজীবীর জন্য প্রযোজ্য-৬ মাসের অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট
-প্রফেশনাল সার্টিফিকেট এর কপি
-ব্যাক্তিগত লেটার হেড পেড এ আয়ের তথ্য
-বিজনেস কার্ড
-রাইড শেয়ার সার্ভিসে সেবা প্রদানকারী
-রাইড শেয়ারিং সার্ভিস কোম্পানী থেকে প্রাপ্ত ৬ মাসের অরিজিনাল স্টেটমেন্ট
-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা মোবাইল ব্যাংকিং স্টেটমেন্ট
-বৈদেশিক মুদ্রা গ্রহণকারী
-বৈদেশিক মুদ্রা গ্রহনের কপি (গত ৬ মাসে কমপক্ষে ৩টি বৈদেশিক মুদ্রা গ্রহনের ডকুমেন্ট কপি যেমন ওয়ের্ষ্টান -ইউনিয়ন/মানিগ্রাম/অন্যান্য ইত্যাদি) বা ৫ মাসের ব্যাংক স্টেটমেন্ট যেটাতে বৈদেশিক মুদ্রা গ্রহন করা হয়।
-রেমিটারের পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট কপি
-রেমিটারের লোন প্রদানের সম্মতি পত্রের কপি।
ফ্রীল্যান্সার-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
-৩টি সাম্প্রতিক কার্যদেশের কপি
-ক্রেতা এবং গ্যারেন্টারের কমপক্ষে সিটি কর্পোরেশন বা পৌরসভা এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।