গতকাল ১৪/১২/২০১৮ ইং তারিখে মোটরসাইকেলভ্যালীর তত্ত্বাবধানে এবং লিফান এর সার্বিক সহযোগিতায় আরেকটি সফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানটি মটোল্যাব প্রাঙ্গণে আয়োজন করা হয় যেটি মোটরসাইকেলভ্যালীর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র।
মোটরসাইকেল রাইডিং এবং মোটরসাইকেল কেনার জন্য অত্যাবশ্যকীয় বিষয়সমূহ একজন ব্যবহারকারীকে অবশ্যই জানা প্রয়োজন এবং সেই তথ্যগুলো পৌঁছে দিতে মোটরসাইকেলভ্যালী এবং লিফান এর সার্বিক সহযোগিতায় মটোল্যাবের ৪০ জন প্রশিক্ষণার্থীদের দিয়ে আয়োজন করা হয় যারা মোটরসাইকেল ভ্যালীর দক্ষ প্রশিক্ষক দ্বারা তাদের ট্রেনিং সম্পন্ন করছেন। এই অনুষ্ঠানটিকে সফলমন্ডিত করার জন্য মোটরসাইকেল্ভ্যালীর দক্ষ টেস্ট রাইডার ও অফিশিয়াল মেম্বারগণ উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন। এই অনুষ্ঠানে সাড়া দিয়ে লোকাল বিভিন্ন মোটরসাইকেল ব্রান্ডের ডিলারগণ উপস্থিত ছিলেন।
বিগত এক বছর ধরে এই অসাধারণ ট্রেনিং কার্যক্রম মটোল্যাব প্রাঙ্গণে পরিচালিত হয়ে আসছে এবং এই ট্রেনিং কার্যক্রমটি পরিচালিত হচ্ছে মোটরসাইকেলভ্যালীর তত্ত্বাবধান এবং লিফানের সহযোগিতায়। ট্রেনিং কার্যক্রমের পাশাপাশি এখানে মোটরসাইকেল বিষয়ক কিছু তত্ত্বীয় ক্লাস নেওয়া হয় । সেখানে আলোচ্য বিষয়সমূহ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এর গুরুত্ব ও কীভাবে এই ড্রাইভিং লাইসেন্স করবেন, ট্র্যাফিক সিগন্যাল পরিচিতি, মোটরসাইকেলের বেসিক মেইন্টেনেন্স এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। প্রতি সপ্তাহে তিনটি করে ক্লাস নেওয়া হয় এবং প্রশিক্ষণার্থীরা কিভাবে একটি বাইক ও বাইক সম্পর্কিত বিষয়সমূহ আয়ত্ত করতে পারবে সেসব বিষয় নিয়ে আলোচনার জন্য গতকাল এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
গতকালের ক্লাসের মোটরসাইকেল ভ্যালীর তিনজন সদস্য বিভিন্ন বিষয়ে ক্লাস নিয়ে থাকেন । প্রথম আলোচ্য বিষয় ছিলো মোটরসাইকেল এর ইতিহাস নিয়ে কিছু বক্তব্য তারপরে মোটরসাইকেলভ্যালীর টেস্ট রাইডার মোটরসাইকেল রাইডিং করার পূর্বে ট্র্যাফিক নিয়ম কানুন এবং ট্র্যাফিক সিগন্যাল পরিচিতি নিয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানটির শুরুতে কিছু গণ্যমান্য ব্যাক্তি ও রানার মোটরসাইকেল এর স্থানীয় মোটরসাইকেল ডিলার উপস্থিত ছিলেন । পরিশেষে সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।