১লা ফেব্রুয়ারি ২০১৯ থেকে বাইক এবং স্কুটার ভাড়ায় পাওয়া যাবে কক্সবাজারে এবং এই সার্ভিসের নাম দেওয়া হয়েছে “কক্স বাইক”। যদিও এই সার্ভিসটি বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে কিনতু বাংলাদেশের কেবল মাত্র এই সার্ভিসটি চালু হতে যাচ্ছে কক্সবাজার থেকে।
আমরা প্রায়ই দেখে থাকি যে বিভিন্ন দেশে ভাড়ায় বাইক পাওয়া যায় মুলত পর্যটকের সুবিধার জন্যে যা স্থানীয়দের সহযোগিতায় কেবল মাত্র পর্যটকের স্থান গুলোতেই। যদিও আমাদের খুব সামান্যই পর্যটন স্থান রয়েছে তার ওপর আবার এই সার্ভিসটা ছিল না পর্যটকদের জন্যে। এই সমস্যার অতি দ্রুত সমাধানের লক্ষ্যে “কক্স বাইক” ভাড়ায় বাইকের সেবা চালু করেছে যা পর্যটকদের একটি বিশেষ আকর্ষনের কারন হবে বলে মনে করা হচ্ছে।
৫টি হোন্ডা ডিও স্কুটার দিয়ে এই যাত্রা শুরু করেছে কক্স বাইক এবং তাদের অফিসের ঠিকানা হোটেল “লং বিচের” ঠিক পেছনেই হোটেল ইক্বরার লবির অভ্যন্তরে। তারা তাদের ভাড়ায় স্কুটার সার্ভিসটি এ মাসের জন্যে ৩ স্লটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম স্লটঃ সকাল ৯টা থেকে দুপুর ১টা –
এই সময় নির্ধারিত ভাড়ার পরিমান হল ৬০০ টাকা এবং এর পরবর্তী প্রতি ঘন্টার জন্য অতিরিক্ত ১৫০ টাকা।
দ্বিতীয় স্লট: দুপুর ২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত-
এ ক্ষেত্রেও ভাড়ার পরিমানে কোন পার্থক্য নেই তবে শেষ সময় হল রাত ৮ টা।
তৃতীয় স্লট: সকাল ৯টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত-
সবশেষ এই স্লটে আপনি বাইক ভাড়া পাবেন সারাদিনের জন্য যার সময়সীমা হপে সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং নির্ধারিত ভাড়া হলো ১২০০ টাকা।
আশা করা যাচ্ছে এই ধরনের উদ্দ্যেগ আমাদের পর্যটন শিল্পের এবং পর্যটকের স্থান সমুহ প্রভুত কল্যান সাধন করবে যেমনটা অন্যান্য দেশে দেখা যায়। একইসাথে এই উদ্দ্যেগ স্থানীয়দের জন্যে যাতায়তে সহায়ক হবে বলে আশা করা যায়।
যোগাযোগ
ইকরা বিচ হোটেল, মেইন রোড
কক্সবাজার-৪৭০০, বাংলাদেশ
ফোন: ০১৭১৭-২০৩১৮১