Yamaha Banner
Search

বাংলাদেশে Cruiser Bike এর দাম ২০২৩

2023-03-02

বাংলাদেশে Cruiser Bike এর দাম ২০২৩

cruiser-bike-1677732724.webp

বাংলাদেশের বাইক প্রেমীদের বড় একটি অংশ হলো সৌখিন বাইকার যারা বেশিরভাগ সময় দুই চাকা বাদেও চার চাকার যানবাহনে নিজেদের যোগাযোগ সম্পন্ন করার সক্ষমতা রাখেন কিন্তু বাইক চালান কেবলমাত্র নিজেদের সখের বসে আবার এই একই কারনে বাইক পছন্দ করার সময় দেখা যায় অন্য সবার থেকে আলাদা ডিজাইন এবং ফিচারের বাইক পছন্দ করে থাকেন।

এই ধরনের ব্যতিক্রমী বাইক প্রেমীদের কাছে Cruiser Bike সবচেয়ে বেশি ব্যবহার হতে দেখা যায়। অন্যদিকে Cruiser Bike এর ব্যবহার নিয়ে বলতে গেলে, এই ধরনের বাইক সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেইসব অঞ্চলে যেখানে ট্রাফিক তুলনামুলক অনেক কম, দীর্ঘপথ অনেক সময় নিয়ে পাড়ি দেওয়া লাগে, অতি আরাম প্রিয় বাইকার হলে। Cruiser Bike এর আকার এবং ডিজাইন সাধারন বাইকের থেকে সম্পুর্নই আলাদা হউয়ার কারনে এই বাইক নেওয়ার সময় একটু চিন্তাভাবনা করেই নেওয়ার পরামর্শ থাকে উক্ত বাইক ব্যবহারকারীদের পক্ষ থেকে।

বাংলাদেশের বিখ্যাত কয়েকটি Cruiser Bike এবং সেগুলার দাম সাথে মাইলেজ নিম্নে উল্লেখ করা হলোঃ


Bajaj Avenger 160 ABS
সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ক্রুজার বাইকের নাম উল্লেখ করতে গেলে সবার আগে Bajaj Avenger 160 ABS এর নামটাই আগে উল্লেখ করতে হবে আর এর পেছনে কারন নিয়ে বলতে গেলে ব্রান্ড ভ্যালুর বিষয়টাই সবাইকে ভরসা যোগায়। Bajaj Avenger 160 ABS বাইকটাকে ক্রুজার বলা হলেও এটি শতভাগ ক্রুজার না বরং এটিকে সেমি ক্রুজার বাইক নামে উল্লেখ করলেও ভুল বলা হবে না। বাজাজের বাইক হউয়ায় এই বাইকটার দাম এবং মানের দারুন একটা সমন্বয় আছে যার কারনে অনেক সাধারন সাধারন বাইক ব্যবহারকারীকেও এই বাইকের প্রতি দুর্বল হতে দেখা যায়।
২০২৩ সালে Bajaj Avenger 160 ABS এর দাম ২,৫৯,০০০ হাজার টাকা

Lifan K19
বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে আরেকটি অসাধারন ক্রুজার হলো Lifan K19 যা সাধারনত Lord of the Cruiser নামে অধিক পরিচিত। ব্রান্ড হিসেবে লিফান এমনিতেই সবার কাছে ভিন্নধর্মী বাইক আনার জন্যে বেশ প্রসিদ্ধ সাথে Lifan K19 Cruiser বাইকটা লিফানকে এনে দিয়েছে অন্যরকম একটা পরিচিতি। Lifan K19 এর ঝকঝকে চকচকে আউটলুক যে কোন বাইক প্রেমীকে খুব সহজেই আকৃষ্ট করে।
২০২৩ সালে Lifan K19 বাইকের দাম ২,৬৫,০০০ টাকা (২০,০০০ টাকা ছাড় চলছে)

Suzuki Intruder Series
সুজুকির অন্যতম সেরা একটি বাইক সেগমেন্ট হচ্ছে Suzuki Intruder Series কারন এই বাইকটি বাংলাদেশের মানুষের কাছে ক্রুজার বাইকের যে কন্সেপ্ট তা সম্পুর্নই আলাদাভাবে তুলে ধরেছে। Suzuki Intruder এর আউটলুক এবং ডিজাইন একজন সাধারন বাইক প্রেমীকে বাইকের ধারনাটাই বদলে দিতে সক্ষম যা অন্য কোন বাইক দিয়ে সম্ভব না। Suzuki Intruder Series এ বর্তমানে দুইটি বাইক আছে।
২০২৩ সালে Suzuki Intruder ABS এর দাম ২,৭৫,০০০ টাকা
এবং Suzuki Intruder FI ABS এর দাম ৩,১৯,৯৫০ টাকা

UM Runner Renegade Series
বাংলাদেশে পিউর ক্রুজার লুক আর পিউর ক্রুয়াজ স্পেসিফিকেশন নিয়ে বলতে গেলে UM Runner Renegade এর দুইটি বাইকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। শুধুমাত্র ক্রুজার বাইকের লুক আর স্পেশিকেশনের নিয়েই এই বাইক দুটি সাজানো হয় নি বরং কালার কম্বিনেশন আরে টোটাল ডিজাইন বাংলাদেশের সবচেয়ে অসাধারন দর্শনধারী বাইককেও হার মানাতে পারে UM Runner Renegade Series. বাংলাদেশের বাইক প্রেমীরা ১৫০সিসির মধ্যে যে ধরনের ক্রুজার বাইক দেখে অভ্যাস্ত তার ধারনা সম্পুর্নই বদলে দিয়েছে UM Runner Renegade Series এর দুইটি বাইক।
২০২৩ সালে UM Runner Renegade Series এর দুইটি মডেলের দামঃ
UM Runner Renegade Commando এর বর্তমান দাম ২,৪৬,০০০ টাকা
UM Runner Renegade Sport এর বর্তমান দাম ২,৫৫,০০০ টাকা

বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে আলাদা আলাদা ব্রান্ডের বেশকিছু ক্রুজার বাইক আছে যা তৃনমুল পর্যায়ের বাইকারদের কাছে সেভাবে পরিচিত না হলেও ক্রুজার বাইক প্রেমীদের কাছে মোটামুটিভাবে সবগুলোই পরিচিত।

তবে এমন বাইক প্রেমী খুজে পাওয়া খুব কঠিন যারা ক্রুজার বাইক পছন্দ করে না কিন্তু সবাই ই দাম আর মাইলেজের ব্যাপারটা নিয়ে চিন্তা করে ফাইনাল সিদ্ধান্তটা নিয়ে থাকেন।

Bike News

GPX Bike Price in Bangladesh April 2025
2025-04-22

Among the foreign brands in Bangladesh, the Thai motorcycle brand GPX has earned a great reputation even for ordinary bikers w...

English Bangla
Top 3 bikes of Suzuki
2025-04-20

Suzuki is one of Japan's most recognizable motorbike brands renowned for its capable, performance-tuned, and stylish two-wheel...

English Bangla
Yamaha has organized Yamaha FZ25 Test Ride across the country
2025-04-17

Yamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2025
2025-04-13

Lifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...

English Bangla
Yamaha FZ 25CC Bike Pre-Booking Offer is Live
2025-04-12

Yamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter