আমাদের লোকাল মার্কেটে উদীয়মান কিছু মোটরসাইকেল দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে পাশাপাশি উদীয়মান কিছু মোটরসাইকেল ব্র্যান্ড গ্রাহকদের মন জয় করছে। বিশ্বস্ত মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে Yamaha, Suzuki, Honda, Bajaj ইত্যাদি ব্র্যান্ড রয়েছে। তবে চাইনিজ ব্র্যান্ড গুলোর মধ্যে একটি বিশ্বস্ত ব্রান্ডের নাম হল DAYUN। চাইনিজ এই কোম্পানিটি বিভিন্ন সিসির বাইক আমাদের দেশে সরবরাহ করে এবং সেই বাইকগুলো ফিচারের তুলনায় দাম বেশ কম। Road master Motors LTD হচ্ছে বাংলাদেশে DAYUN এর একমাত্র আমদানিকারক এবং পরিবেশক। বর্তমানে তাদের ৫ টি বিভিন্ন সেগমেন্টের বাইক আমাদের লোকাল মার্কেটে রয়েছে এবং সেগুলোর দাম তুলনামুলক অনেক কম। চলুন দেখে আসি তাদের বাইকগুলোতে কি কি ফিচার রয়েছে এবং সেগুলোর দাম কেমন।
DAYUN DY100-A
সাধারণ ডিজাইন এবং সুন্দর গ্রাফিক্সের পাশপাশি এই বাইকটিতে আরও রয়েছে ৯৫ সিসির ইঞ্জিন যেটা খুব ভাল ম্যাক্স টর্ক এবং ম্যাক্স পাওয়ার ডেলিভারি দিতে সক্ষম। বাইটির টপ স্পীড প্রায় ৮০ কিমি এবং সেই সাথে মাইলেজ অনেক চমৎকার। এলয় রিম, বড় সিটিং পজিশন, ভাল ব্রেকিং এবং সাসপেনশন সব কিছু মিলিয়ে অনেক আরামদায়ক একটি বাইক। বাইকটির দাম ৮৪৯০০ টাকা।
DAYUN Sprout
DAYUN এর ১০০ সিসির আরেকটি বাইক হল DAYUN Sprout এবং DY100 তুলনায় কিছুটা স্টাইলিশ দেখতে। বাইকটির ফিচার এবং কালার কম্বিনেশন আপডেট করা হয়েছে। সিংগেল সিলিন্ডার,এয়ার কুলড,৪ স্ট্রোক ইঞ্জিন, বেশ বোর আকারের ফুয়েল ট্যংকার, চওড়া টায়ার, ৮০ কিমি প্রতি ঘন্টায় টপ স্পীড, ৬০ কিমি প্রতি লিটারে মাইলেজ সব মিলিয়ে ১০০ সিসির বাইক হিসেবে বাইকটি সব দিক থেকে বেশ সুন্দর। ছোট আকারের এই বাইকটি ১৫০ কেজির মত ওজন ধারন করতে সক্ষম। বাইকটির দাম ৯২৯০০ টাকা।
DAYUN Plight 110
১১০ সিসির কমিউটার বাইক হিসেবে বাইকটির ডিজাইন এবং ফিচার গুলো অসাধারণ করা হয়েছে।১০৮ সিসির সিংগেল সিলিন্ডার, এয়ার কুলড, ৪ স্ট্রোক ইঞ্জিন রয়েছে যেটা ম্যাক্স পাওয়ার 4.9 KW এবং বেশ ভাল ম্যাক্স টর্ক তৈরি করতে সক্ষম। বাইকটির টপ স্পীড প্রায় ৯০ কিমি প্রতি ঘন্টায় এবং মাইলেজ প্রায় ৬০ কিমি প্রতি লিটারে। বাইকটি আরও আরামদায়ক করার জন্য সামনের দিকে রয়েছে টেলিস্কোপ এবং পেছনের দিকে টুইন শক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সেফটি নিশ্চিত করার জন্য ভাল ব্রেকিং রয়েছে।বাইকটির বর্তমান বাজার দাম ৯৫৯০০ টাকা।
DAYUN Deviser
Deviser বাইকটিতে রয়েছে ১২১ সিসির সিংগেল সিলিন্ডার,এয়ার কুলড, ৪ স্ট্রোক ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 10 KW এবং বেশ ভাল ম্যাক্স টর্ক তৈরি করতে সক্ষম। ম্যাক্স পাওয়ার এবং টর্কের সম্বনয়ে বাইকটি ১০০ কিমি প্রতি ঘণ্টায় টপ স্পিড দিতে সক্ষম পাশাপাশি মাইলেজ প্রায় ৬০ কিমি প্রতি লিটারে।এছাড়াও বাইকটিতে রয়েছে স্টাইলিশ ডিজাইন এবং সুন্দর কালার কম্বিনেশন, ডিস্ক এবং ড্রাম ব্রেকের সুন্দর কম্বিনেশন এবং ভাল সাসপেনশন। বাইকটির দাম ৯৮৯০০ টাকা।
DAYUN Roebuck
DAYUN এর এই বাইকটি ১২৫ সিসির সেগমেন্টের বেশ সুন্দর একটি বাইক।বাইকটির পারফরমেন্স এবং কনফিগারেশন একদম Deviser বাইকটির মতো কিন্তু আউটলুক টা ভিন্ন। এগ্রেসিভ লুকিং এবং বেশ ভাল স্টাইলের সাথে বাইকটি তৈরি করা হয়েছে। আগের তুলনায় টায়ার টা বেশ চওড়া এবং গ্রাফিক্সটাও বেশ পরিবর্তন করা হয়েছে। বাইকটিতে কিছু আপডেট ফিচার যোগ করা হয়েছে যার ফলে দাম টা তুলনামুলক একটু বেশি।বাইকটির বর্তমান বাজার মুল্য ১১৪৯০০ টাকা।