বাইকারদের ঢল, হৈচৈ আর প্রানোচ্ছল পদচারনার মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেল মেলা “ঢাকা বাইক শো ২০১৮”। মেলাটি ৩দিন ব্যাপী(২২/২৩/২৪শে মার্চ ২০১৮) অনুষ্ঠিত হলো ঢাকা বসুন্ধরা কনভেনশন সেন্টার। CEMS Global আয়োজিত এটি তাদের চতুর্থ বাইকশো।মেলায় বাংলাদেশের স্বনামধন্য মোটরসাইকেল ব্র্যান্ডগুলো অংশ করে। মেলা প্রাংগন ঘুরে এসে জানাচ্ছেন মোটরসাইকেলভ্যালীর হেড অব ডিজিটাল মার্কেটিং জনাব আব্দুল্লাহ আল নোমান।
বর্নিল আলোর ছটা, উচ্চস্বরে মিউজিক আবার কখনও গুরুগম্ভীর মোটরসাইকেলের ইনজিন স্টার্টের শব্দে মুখরিত ঢাকা বাইক শো ২০১৮। এবারের মেলায় বাইকারদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুজুকি হায়াবুসা। ১৩৪০সিসির এই বাইকটিকে একনজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন বাইকারগন। প্রায় ২০০হর্সপাওয়ার শক্তিসম্পন্ন বাইকটির ইনজিন শব্দে মাতোয়ারা অনেক বাইকার। ৩০০কিমি টপস্পীড তুলতে পারা বাইকটি অনেক বাইকারের বুকে দীর্ঘশ্বাসের জন্ম দিয়েছে।
চাইনিজ ব্রান্ডের প্রতি অনেকের এলার্জি থাকলেও লিফান কেপিআর বাইকটি সময়ের পরিক্রমায় তার পারফরমেন্স এবং টেকসই এর প্রমান দিয়ে বাইকারদের আস্থার জায়গা অর্জন করে নিয়েছে। আর তাই নতুন আসা লিফান কেপিআর ১৬৫সিসি বাইকটিকে দেখার জন্য বাইকারদের আগ্রহ চোখে পড়ার মতো। ফুয়েল ইনজেকশন সমৃদ্ধ ১৬৫সিসির এই বাইকটির নজড়কাড়া ডিজাইনে মুগ্ধ সবাই। রাসেল ইন্ড্রাস্টীজ লিমিটেড এর কর্নধার জনাব রাসেল জানান – “আশা করা যায় আগামি মে ২০১৮তে বাইকটি বাজারে পাওয়া যাবে। সম্ভাব্য দাম কমবেশি ২লাখ ২০হাজার টাকা।“
পৃথিবীখ্যাত ইতালীয়ান বেনেলীর নজড়কাড়া ডিজাইনে সজ্জিত কিওয়ে মোটরসাইকেল ইতমধ্যেই বাজারে সাড়া ফেলেছে। এবার খোদ বেনেলির নিজস্ব মোটরসাইকেল বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেলটি বাইকশো তে এনেছে আমদানীকারক স্পীডোজ লিমিটেড। বাইকটি আগামি মাস থেকে বাজারে পাওয়া যাবে। এছাড়াও “মেলা চলাকালীন সময়ে মেলাতে বুকিং দিলেই কিওয়ে মোটরসাইকেলে রেজিস্ট্রেশন ফ্রী, ক্রেতারা এই অফারটি লুফে নিয়েছে” – জানালেন স্পীডোজ লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব জামান এস খান সৌরভ।
সদ্য বাজারে আসা বাজাজ পালসার এনএস১৬০ এর পাশাপাশি বাজাজ ষ্টলে দেখা মিললো বাজাজ ডিস্কোভার ১১০সিসি মোটরসাইকেলটির। ১১০সিসির এই মোটরসাইকেলটি আশা করা যায় আগামি মাসে বাজারে পাওয়া যাবে। সম্ভাব্য দাম ১লাখ ৩০হাজার টাকা।
হোন্ডা এক্সব্লেড বাইকটি শোকেসের মাধ্যমে সম্ভাব্য কোন সময়ে বাজারে আসবে তারই জানান দিলো হোন্ডা বাংলাদেশ। ১৬৫সিসির এই বাইকটি হোন্ডা হর্নেটের পাশাপাশি অন্যান্য ১৬৫সিসির সংগে এবছরেই রাস্তায় দেখা যাবে আশা করা যায়।
মোটরসাইকেলের অন্যতম জাপানী ব্রান্ড কাওয়াসাকি বাংলাদেশে প্রবেশ করলো এশিয়ান মটোরস লিমিটেড এর হাত ধরে। তারা ৪টি মডেল বাংলাদেশে এনেছে।
বাংলাদশের অন্যতম মোটরসাইকেল ব্রান্ড তাদের জনপ্রিয় রোডমাস্টার র্যাপিডো, ভেলোসিটি, প্রাইম ইত্যাদি বাইক প্রদর্শন করছে এই মেলায়।
বাংলাদেশের প্রথম ১৬৫সিসি ক্যাফেরেসার হিসেবে এসেছে স্পীডার কান্ট্রিম্যান ১৬৫।
জনপ্রিয় আরেকটি বাংলাদেশী ব্রান্ড এইচ পাওয়ার তাদের অন্যান্য বাইকের পাশাপাশি লনসিন জিপি কে প্রদর্শন করছে।
ঢাকা বাইকশো ২০১৮ এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে “বাইকবিডি”।
এছাড়াও অংশগ্রহন করেছে আরেকটি জনপ্রিয় বাইক পোর্টাল “দেশী বাইকার”।