২৫ মে হতে ২৫ জুন ২০১৭ পর্যন্ত পর্যটক যুগল আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দীপালি আহমেদ মোটর বাইক যোগে ভারতের পশ্চিমবঙ্গ ভ্রমণ করেন। ১৮-১০-২০১৭ তারিখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রেস ব্রিফিং অনুষ্ঠান আয়োজন করেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন (বেসামরিক পরিবহন বিমান ও পর্যটন মন্ত্রণালয়) অনুষ্ঠানে আলমগীর আহমেদ চৌধুরী তার বক্তব্যে মোটর বাইক প্যাশন সংশ্লিষ্ট যুব সমাজকে জাতীয় এবং সমাজ কল্যাণ মূলক কাজে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান। সকল ক্ষেত্রে নৈতিক ও পারিবারিক মূল্যবোধকে সমুন্নত রাখতে গুরুত্ব আরোপ করেন। তিনি সার্ক ভুক্ত আট টি দেশ মোটরবাইক যোগে ভ্রমণের ঘোষণা দেন আগামী ৩০ নভেম্বর এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। দিপালী আহমেদ তার বক্তব্যে বলেন সর্বক্ষেত্রে নারী অংশগ্রহণ বাড়লেও সেই হারে নারী নিরাপত্তা বাড়েনি। এই ক্ষেত্রে প্রতিটি মেয়ের বাবা, ভাই, স্বামীদেরকে ভ্রমণ ও কর্মসংগী হওয়ার পরার্মশ দেন এবং “লাইফ ইম্পসিবল উইথআউট ফ্রেন্ডস” বাদ দিয়ে “লাইফ ইম্পসিবল উইথআউট ফ্যামিলি” তে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন । বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর CEO তার বক্তেব্যে আশা প্রকাশ করেন কাপল বাইকার্স এর এমন ভ্রমণ কর্মসূচি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যথেস্ট ভূমিকা রাখবে। মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন বলেন ব্যক্তি পর্যায়ে বাংলাদেশের ট্যুরিজম বিকাশে
ট্যুরিস্ট কাপলের এমন কর্মসূচি প্রশংসার দাবি রাখে। তিনি ধারাবাহিক সকল প্রোগ্রামে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যাওয়ার আহবান জানান।
অনুষ্ঠান শেষে মাননীয় মন্ত্রী এবং ট্যুরিজম বোর্ড এর CEO ডঃ মোঃ নাসির উদ্দীন সার্টিফিকেট (পশ্চিম বাংলা ভ্রমণ স্বীকৃতি স্বরূপ ) ও ক্রেস্ট (ট্যুরিস্ট কাপল অফ বাংলাদেশ) এই পর্যটক যুগলের হাতে তুলে দেন।
শাহ মেরিন রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক শাহ মোমিনুল ইসলাম চৌধুরী জাতীয় পর্যটনকে প্রমোট করার ভূমিকা রাখায় এক লক্ষ টাকার চেক উপহার প্রদান করেন। নেক্সট পরিকল্পনা সার্ক ট্যুর এর জন্য সম্ভাব্য সকল সহযোগিতা করবেন বলে মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য এই ক্যাম্পেইনে প্রধান স্পন্সর ছিলেন ACI Motors (Yamaha) তারা পর্যটক যুগলকে একটি Yamaha Fazer Fi 150cc মোটরবাইক উপহার দেন। অন্যতম স্পন্সর ছিলেন এম জে এল বাংলাদেশ লিমিটেড Mobil কোম্পানি । মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল আই এবং অনলাইন পার্টনার ছিলেন মোটরসাইকেলভ্যালী ডট কম।
বিস্তারিত:
http://www.couplebikers.com/