তারুন্যের উন্মাদনায় পথ চলতে তরুনেরা যে বাহনের উপরে সওয়ার হয় সেটি মোটরসাইকেল। তারুন্য, গতি, উন্মাদনা যাই বলিনা কেনো সব কিছুর সাথেই জড়িয়ে আছে মোটরবাইক। গতির অনুভবে ছুটে চলতে দুই চাকার এই্ বাহনের জুড়ি মেলা ভার। শহরে কিংবা গ্রামে মোটরসাইকেলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। একটা সময় দেশে জাপান থেকে মোটরসাইকেল আমদানী হলেও এক সময় তা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে পাশ্ববর্তী দেশ ভারত ও চীন থেকে মোটরসাইকেল আমদানী শুরু হয়। বর্তমানে ক্রমবর্ধমান চাহিদার কারনে ইনদোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে থেকেও বাইক আমদানী হচ্ছে। দেশে স্বয়ংসম্পুর্ন বাইক তৈরী না হলেও অনেক যন্ত্রাংশও তৈরী হচ্ছে। মোটের উপর দেশে মোটরসাইকেলকে কেন্দ্র করে একটি বিরাট বানিজ্যিক বলয় তৈরী হয়েছে। যেহেতু ব্রান্ডের সংখ্যা বেশি তাই তরুনদের কাছে পছন্দের অপশনও বেশি।
প্রযুক্তির এই যুগে বাইকের তথ্য জানতে তরুনরা যতটা না শোরুম গুলোতে ঢু মারে তার থেকে বেশি সহজে ইন্টারনেটের ওয়েবসাইট থেকেই বের করে ফেলে প্রয়োজনীয় তথ্য। এছাড়াও বাইক সংক্রান্ত সমস্যা, বাইকের প্রতি ভালোবাসা, বাইক নিয়ে টুর এমনকি হাজারো জনহিতকর কাজের সংগে জড়িয়ে যাচ্ছে বাইকাররা। আর তাদের সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে কিছু বাইক গ্রুপ। যেগুলি মুলত ফেসবুক গ্রুপ। ফেসবুকে বাংলাদেশ থেকে পরিচালিত অনেকগুলো গ্রুপ ও পেজ রয়েছে যেখানে বাইকাররা নিজেদের মত বিনিময় করে থাকে। বাইক নিয়ে আলোচনা করে। তথ্য জানতে চায় বা তথ্য শেয়ার করে। কিছু গ্রুপ আছে সবার জন্য, কিছু গ্রুপ রয়েছে বিশেষ বাইক বা ব্রান্ড নিয়ে। যত ধরনেরই গ্রুপ থাকুক। সবার একটি মুল উদ্দেশ্য রয়েছে। সেটি হলো পারস্পারিক সাহায্য। এই গ্রুপগুলোর মাধ্যমেই বাইকাররা পারস্পারিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রয়েছে। আর তাই গ্রুপ গুলো থেকেই জানতে পারি আরেক অচেনা বাইকারকে রাস্তার মাঝে পেট্রোল দিয়ে সাহায্যের কাহিনি। জানতে পারি বন্ধ হয়ে যাওয়া অন্যের বাইক টেনে নিয়া্ যাবার কাহিনি।আবার কখনও পদ্মার ইলিশ ভাজা খেতে দল বেধে কোনো ফেরীঘাটে ছুটে চলা। দেখতে পাই কোনো পাগলা বাইকারের সেন্টমার্টিন পর্যন্ত বাইক নিয়ে যাওয়ার ছবি।
ছোট-বড় অনেক ফেসবুক গ্রুপই রয়েছে যারা বাইক কেন্দ্রিক। ছোট লেখার মাঝে সবার নাম নেয়া হয়তো সম্ভব নয়। তবুও জেনে নেই অল্প কয়েকটি ফেসবুক বাইক গ্রুপের কথা।
দুই চাক্কা
হোন্ডা বলতে যেমন মোটরসাইকেল বোঝায়, দুই চাক্কা বলতেও তেমনি ফেসবুক বাইক গ্রুপই বোঝায়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোটরবাইক গ্রুপ হলো দুই চাক্কা। গ্রুপটি মুলত চলে সদস্যদের প্রানবন্ত অংশগ্রহনে। গ্রুপটির এডমিন রাদবি রেজা হলেও বলা যায় গ্রুপের প্রতিটি সদস্যই এই গ্রুপের সদস্য ও এডমিন। এখানে সবাই সমান, বলা যায় গ্রুপের সবাই রাজা। গ্রুপের প্রতিটি সদস্যকেই লিজেন্ড হিসেবে অভিহিত করা হয়। বাইকের তথ্য পেতে, পারস্পারিক সাহায্য, দেশে মোটরসাইকেল বিষয়ক কার্যক্রমে ভুমিকার জন্য গ্রুপটি নিরলসভাবে অবদান রেখে যাচ্ছে।গ্রুপটির আরো কিছু শাখা গ্রুপ রয়েছে এলাকা ভিত্তিক।
গ্রুপটির লিংক:
https://www.facebook.com/groups/312183745518179/
মোটরসাইকেল ভ্যালী
মোটরসাইকেলভ্যালী গ্রুপটি মুলত www.motorcyclevalley.com এর ফেসবুক গ্রুপ। বাইক সংক্রান্ত যে কোন তথ্য শেয়ার করাই গ্রুপটির প্রধান উদ্যেশ্য। এছাড়াও বাইক নিয়ে পরামর্শ, বাইক সংক্রান্ত সমস্যা ও সমাধান, বাইকারদের পছন্দের বিষয়গুলো তুলে ধরাও গ্রুপটির অন্যতম কাজ।
গ্রুপটির লিংক:
https://www.facebook.com/groups/MotorcycleValley/
বাইকবিডি
ফেসবুকের এই গ্রুপটি মুলত বাইকবিডি এর গ্রুপ। এখানে বাইক সংক্রান্ত তথ্য শেয়ার ও মেম্বরদের মধ্যে পারস্পারিক বাইক সংক্রান্ত তথ্য আদান প্রদানই মূল উদ্দেশ্য।ফেসবুকে বাইক নিয়ে অন্যতম প্রানবন্ত একটি গ্রুপ।
গ্রুপটির লিংক:
https://www.facebook.com/groups/bikebd/
বিডি বাইকার ক্লাব (বিবিসি)
আরেকটি বাইকগ্রুপ। এখানে বাইক সংক্রান্ত তথ্য। পারস্পারিক সাহায্য-মতামত খুব সহজেই পাওয়া যায়। এডমিন প্যানেলও সব সময়ে সচেষ্ট গ্রুপটিকে ক্লীন রাখতে। চমতকার একটি গ্রুপ।
গ্রুপটির লিংক:
https://www.facebook.com/groups/BDBikerClub/
মোটরসাইকেল মিস্ত্রি
যদিও এটি একটি ফেসবুক পেজ। মোটরসাইকেল সংক্রান্ত সাহায্য বিশেষ করে মোটরসাইকেল টেকনিক্যাল সমস্যা সংক্রান্ত সাহায্যের জন্য অন্যতম নির্ভরযোগ্য জায়গা।এডমিন প্যানেলে অভিজ্ঞ প্রকৌশলী রয়েছেন যারা মোটরসাইকেল বিষয়ে বিশেষজ্ঞ।
পেজটির লিংক:
https://www.facebook.com/Motorcyclemechanics/
পালসার রাইডারজ অব বাংলাদেশ
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্রান্ড বাজাজের অন্যতম জনপ্রিয় বাইক বাজাজ পালসারের ফ্যানরা তৈরী করেছেন এই গ্রুপ।
গ্রুপটির লিংক:
https://www.facebook.com/groups/794377420682449/
বিডি কীওয়ে রাইডারজ
জনপ্রিয় ইতালীয়ান ব্রান্ড কীওয়ে বাইকের ফ্যান দ্বারা পরিচালিত এই গ্রুপটি। কীওয়ে ব্রান্ড এবং বাইক সংক্রান্ত যেকোন তথ্য পাবেন এখানে। আর বাইকারদের নিজস্ব ভ্রাতৃত্বতো রয়েছেই।
গ্রুপটির লিংক:
https://www.facebook.com/groups/160732004128795/
রানার বাইকার্স ক্লাব
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্রান্ড রানার মোটরসাইকেলের ফ্যান দ্বারা পরিচালিত এই গ্রুপ। মুলত রানার বাইক সংক্রান্ত তথ্য ও বাইক নিয়ে নিজেদর মধ্যে পারস্পারিক আলোচনা, বাইক টুর ইত্যাদি নিয়েই প্রানবন্ত গ্রুপটি।
গ্রুপটির লিংক:
https://www.facebook.com/groups/493171454183438/
বিডি জিনান রাইডার্স
জিনান বাইকের ফ্যানদের দ্বারা পরিচালিত এই গ্রুপ। গ্রপে জিনানের Owner সরাসরি অংশ গ্রহনে থাকায় গ্রুপটির মেম্বরদের কাছে গ্রুপের গ্রহনযোগ্যতা অন্য লেভেলের।
গ্রপটির লিংক:
https://www.facebook.com/groups/BDZnenRiders/
উপরের তালিকাভুক্ত ফেসবুক গ্রুপ বা পেজগুলো মুলত অনেকগুলো গ্রুপের সামান্য অংশ মাত্র। এছাড়াও অসংখ্য প্রুপ ও পেজ রয়েছে। কোনোটি ব্রান্ডের নিজস্ব, কোনটি একটি মডেলের। আবার কখনো্ এলাকা ভিত্তিক যেমন গাজীপুর বাইকারস(
https://www.facebook.com/Gazipurbikerzgbz) বা সাভার বাইক রাইডার্স(
https://www.facebook.com/SBRz123/)।আসলে তালিকা শেষ হবার নয়। সবাই বাইকার, সবাই তার নিজ নিজ পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। সবার টার্গেট একই। পরস্পরকে সাহায্য ও পারস্পারিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।