কেউ ভীড় করে আছেন নতুন আসা “বাজাজ এভেন্জার ১৫০ স্ট্রীট”কে ঘিরে, আবার কেউ খুটিয়ে খুটিয়ে আগ্রহ নিয়ে দেখছেন রানার এর নতুন চমক “নাইট রাইডার”কে। আবার বাইরে অনেকে ব্যস্ত মোটরসাইকেলের টেষ্ট রাইডে। কিন্তু সকলের আগ্রহের কেন্দ্র বিন্দুতে রয়েছে হোন্ডা রেপসল ১০০০সিসি মোটরসাইকেলটি। মেলা প্রাংগন থেকে ঘুরে এসে জানাচ্ছেন মোটরসাইকেলভ্যালীর বিজনেস ডেভেলপার মো: মোস্তাফিজুর রহমান সোহেল এবং ব্র্যান্ড প্রমোটার আব্দুল্লাহ আল নোমান।
গত ২রা ফেব্রুয়ারী থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় শুরু হয়েছে ৩দিন ব্যাপী প্রথম ইন্দো-বাংলা অটোমোটিভ শো। সোসাইটি অব ইনডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স(SIAM) এর উদ্যোগে শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশের প্রথম সারির অটোমোটিভ কোম্পানীগুলোর প্রদর্শনি মেলা। মেলায় ২হুইলার(মোটরসাইকেল), ৩হুইলার, কার, ভ্যান, এসইউভি, এমইউভি, ট্রাক্টর, বাস, ইনজিন ইত্যাদি প্রদর্শিত হচ্ছে।
মেলা প্রাংগনে অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানী হিসেবে উপস্থিত রয়েছে অশোকলিল্যান্ড, বাজাজ, আইশার, হিরো, হোন্ডা, মাহিন্দ্রা, মারুতি-সুজুকি, রানার, এসএমল-ইসুজু, টাটা মোটরস, টিভিস এবং ইয়ামাহা।
“বাজাজ এভেন্জার ১৫০ স্ট্রীট” প্রদর্শনির মাধ্যমে মুলত মডেলটি মার্কেটে আসার ঘোষনা দিলো বাজাজ। সুদীর্ঘ সময় ধরেই তরুন বাইকারগন এই ক্রুজারটির জন্য অপেক্ষায় ছিলো। এছাড়াও সেখানে সম্প্রতি সময়ে আসা বাজাজ ভি১৫ সহ অন্যান্য মডেল প্রদর্শিত হচ্ছে।
টিভিএস এবং হিরো নতুন কোন মডেল আনে নাই। তারা তাদের পুরাতন মডেলগুলো ডিসপ্লে করছে এবং পাশাপাশি হিরো তাদের স্কুটার হিরো প্লেজার এ ১৫হাজার টাকা ছাড় দিচ্ছে।
রানার তাদের অন্যান্য মোটরসাইকেলের পাশাপাশি নতুন UM সিরিজ এবং সম্প্রতি সময়ের আকাংখিত ১৫০সিসি মোটরসাইকেল “রানার নাইট রাইডার” প্রদর্শন করছে।
ইয়ামাহা তাদের মোটরসাইকেল প্রদর্শনের পাশাপাশি আগ্রহীদের জন্য টেষ্ট রাইডের ব্যবস্থা রেখেছে।
মেলা প্রাংগনে মোটরসাইকেল প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে হোন্ডা রেপসল ১০০০সিসি বাইকটি। এছাড়াও অন্যান্য মডেলগুলোও প্রদর্শন করছে। হোন্ডার সৌজন্যে দর্শনার্থীদের জন্য রয়েছে র্যা ফেল ড্র।
২রা ফেব্রুয়ারী শুরু হওয়া মেলাটি চলবে ৪ঠা ফেব্রুয়ারী ২০১৭ পর্যন্ত।