দুরের পথ এবং আরামদায়ক বাইক রাইডিং এর জন্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মোটরসাইকেল হলো ১৫০সিসি সেগমেন্ট। তাছাড়া একজন অভিজ্ঞ রাইডার হিসেবে সবাই চায় তার বাইকটি যেন দীর্ঘ সময় স্মুদ পারফরমেন্স দেয় আর এই দৃষ্টিকোন থেকে বাংলাদেশে সেরা বাইক সেগমেন্ট হলো ১৫০সিসি। যদিও বাংলাদেশে বর্তমানে ১৬৫সিসি পর্যন্ত বাইকের অনুমোদন আছে কিন্তু দাম, ফিচার, স্পেয়ার পার্টসের সহজলভ্যতা সহ আনুষঙ্গিগ কয়েকটা ব্যাপারের জন্যে ১৫০সিসি বাইক আরাম প্রিয় বাইকারদের পছন্দের শীর্ষে। বলা বাহুল্য যে আমাদের দেশে ১৫০সিসির বাইকগুলা জনপ্রিয়তা পাওয়া খুব বেশিদিন হয় কারন আমরা দেখেছি ৯০ এর দশকেও ১০০সিসি থেকে ১২৫সিসি ছিল রাস্তা কাপানো বাইক যা এখনও বেশ আদর যত্নের সাথেই অনেক পুরনো বাইকারের কাছে দেখা যায়। ২০০০ সালের পর থেকে আরও পরিষ্কার করে বলতে গেলে বাজাজের পালসার মডেল আসার পর থেকেই বাংলাদেশে ১৫০সিসি বাইক জনপ্রিয়তা পেতে শুরু করে যা এখন মোটরসাইকেল মার্কেটের সবচেয়ে বড় একটি ধরে আছে বলা যায়।
সাম্প্রতিক সময়ে কয়েকবারে জ্বালানী তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির কারনে অনেক বাইক প্রেমী আছেন যারা সৌখিনতা বাদ দিয়ে শুধুমাত্র জ্বালানী সাশ্রয়ী বাইক কেনার কথা চিন্তা করছেন আবার অনেকেই আছেন যাদের দূরদূরান্তে আশা যাওয়া করার প্রয়োজনে একটু আরামদায়ক বাইক না হলে হয় না তাই বাধ্য হয়েই ১৫০সিসি বাইক কেনার কথা ভাবছেন ঠকই কিন্তু সেটাও জ্বালানী সাশ্রয়ী।
আমাদের MotorcycleValley ওয়েবসাইট এবং টীম মোটরসাইকেলভ্যালীর সদস্যদের সংগৃহিত ইউজার রিভিউ এবং আমাদের হাতে থাকা অন্যান্য অথেনটিক তথ্যের আলোকে বাংলাদেশে মাইলেজে সেরা কয়েকটি মোটরসাইকেল ক্রমান্বয়ে উল্লেখ করা হলোঃ
আমাদের দেশের অভিজাত কিন্তু মার্জিত ডিজাইনের বাইক পছন্দ করেন এমন বাইকাররা সর্বদাই Yamaha Fazer Fi V2 বাইকটাকে তাদের পছন্দ তালিকার শীর্ষে রেখে থাকেন আর এর পেছনে বেশ কয়েকটি অসাধারন কারন আছে তার মধ্যে অন্যতম একটি হলো Fazer এর অসাধারন ব্যতিক্রমী ডিজাইন যা বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে কোন বাইকের সাথে মিলে না, এর আরামদায়ক রাইডিং যার ব্যাপারে বলা চলে ১৫০সিসি সেগমেন্টে সবচেয়ে আরামদায়ক আআর সবচাইতে গুরুত্বপুর্ন হলো Yamaha Fazer Fi V2 এর মাইলেজ। এই বাইকটার মাইলেজ নিয়ে বলতে গেলে আগে উল্লেখ করতে হবে যে আমাদের সাথে সবমিলিয়ে প্রায় ৫০ জনের মত Yamaha Fazer Fi V2ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তাদের থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পায় যে ইয়ামাহার এই জনপ্রিয় বাইকটা মাইলেজ দিচ্ছে গড়ে ৪৮ কিলোমিটার প্রতি লিটার যা বাংলাদেশে ১৫০সিসি বাইকের মার্কেটে এখন পর্যন্ত সর্বোচ্চ। Yamaha Fazer Fi V2 এর বর্তমান দাম ২,৯৯,০০০ টাকা।
বাংলাদেশে ১৫০সিসি বাইকের সেগমেন্টে আলোড়ন তৈরি করার ক্ষেত্রে এককভাবে কোন বাইকের নাম যদি উল্লেখ করতে হয় সেক্ষেত্রে Bajaj Pulsar 150 এর নাম সবার আগে উল্লেখ করতে হবে। একইসাথে একথাও উল্লেখ করতে হবে যে বর্তমানে বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ১৫০সিসি বাইক হলো Bajaj Pulsar 150cc যা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে ২৫ জন ব্যবহারকারীর আর উনাদের কাছ থেকে তথ্যমতে আমরা বলতে পারি যে বাংলাদেশে ১৫০সিসি মোটরসাইকেলের মধ্যে ২য় সর্বোচ্চ মাইলেজ দেওয়া বাইক হলো বাজাজ পালসার ১৫০সিসি। আমাদের কাছে দেওয়া ২৫ জন ব্যবহারকারী গড়ে মাইলেজ পাচ্ছে ৪৫ কিলোমিটার প্রতি লিটার। বর্তমান বাজারে Bajaj Pulsar 150 এর দাম ১,৮৪,০০০ টাকা।
অন্যদিকে তরুন কিন্তু ভাল মাইলেজ প্রত্যাশী বাইকারদের পছন্দের তালিকায় শীর্ষে নাম চলে এসেছে Yamaha FZS V2 এর প্রথাগত সাধারন ডিজাইনের বাইরে এই বাইকটা যেমন তরুন বাইকারদের পছন্দের শীর্ষে ঠিক তেমনি এই বাইকের মাইলেজের দিক দিয়ে বাংলাদেশে অন্যান্য ১৫০সিসি বাইকের থেকে অনেক বেশি এগিয়ে। আমাদের সাথে Yamaha FZS V2 বাইকের মোট ২৯ জন ব্যবহারকারী যাদের প্রত্যকেই মাইলেজ নিয়ে কোন রকম অসন্তোষ প্রকাশ তো করেন নি বরং মাইলেজের জন্যে বাইকটাকে সবচেয়ে বেশি বাইকটাকে ভালবাসেন বলে জানিয়েছেন। ২৯ জন ব্যবহারকারী গড়ে মাইলেজ পাচ্ছেন ৪৫ কিলোমিটার প্রতি লিটার যা বাজাজ পালসার ১৫০সিসি সমান কিন্তু Yamaha FZS V2 এর তুলনামুলক অনেক চওড়া টায়ার থাকার পরেও এমন মাইলেজ দেওয়াটা সত্যিই অবাক করার মত। Yamaha FZS V2 এর বর্তমান দাম ২,২৫,০০০ টাকা।
ঠিক পুর্বে উল্লেখিত দুইটি মডেলের পরবর্তী ভার্শন হলো এই দুইটি বাইক। বলা চলে পুর্বের দুইটি মডেলের জনপ্রিয়তাকে খেয়াল রেখে কোম্পানী দুইটার এই মডেলগুলির বেশকিছু প্রযুক্তি এবং ডিজাইন সংযোজন করে বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সম্ভাব্যতা রয়েছে। Yamaha FZS V3 বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় বাইক যা তরুন বা সিনিয়র সকল শ্রেনীর বাইকারের পছন্দ তালিকায় শীর্ষে থাকা অন্যতম একটি মোটরসাইকেল। Yamaha FZS V3 নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ৩০ জনেরও বেশি ব্যবহারকারী তাদের সবারই একটি বিষয়ে অধিক সন্তুষ্টি আর তা হলো Yamaha FZS V3 এর মাইলেজ রেঞ্জ। আমাদের সাথে যারা কথা বলেছেন তারা সবাই গড়ে মাইলেজ পাচ্ছেন ৪২ কিলোমিটার প্রতি লিটার এবং এখানে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে Yamaha FZS V3 বাইকে যে সাইজের টায়ার ব্যবহার করে হয়েছে এবং এই বাইকের যে দানবীয় আকার তা বিবেচনায় এমন মাইলেজ রেঞ্জ সত্যিই অবাক করার মত। Yamaha FZS V3 এর বর্তমান দাম ২,৫৪,৫০০ টাকা।
প্রায় একই মাইলেজ রেঞ্জের আরেকটি বাইক হলো বাংলাদেশে সর্বাধিক বিক্রিত ১৫০সিসি বাইক সিরিজ Bajaj Pulsar 150 Twine Disc আর এই বাইকের সবমিলিয়ে ৩৫ জনেরও বেশি ব্যবহারকারী আমাদের কাছে উনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, পছন্দের ক্ষেত্রে এই বাইকের যে ক্লাসিক স্টান্ডার্ড লুক সেটাই প্রাধান্য দিয়েছেন উনাদের অধিকাংশ সাথে মাইলেজের বিষয়টা আলাদাভাবে উল্লেখ করেছেন যা গড়ে ৪২ কিলোমিটার প্রতি লিটার। Bajaj Pulsar 150 Twine Disc এর বর্তমান দাম ১,৯৮,০০০ টাকা।
বাজারে আসার পর থেকেই জাপানীজ ব্র্যান্ড Suzuki এর অন্যতম সেরা একটি মডেল Suzuki Gixxer তার স্পোর্টস এবং স্টান্ডার্ড ডিজাইনের সমন্বয় দিয়ে বাংলাদেশের তরুন বাইকারদের মন জয় করে সিনিয়র বাইকারদের পছন্দেও শীর্ষে থেকে গেছে আর এর ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে শুধুমাত্র Gixxer এর বর্তমান মডেল ৬টিরও বেশি। Suzuki Gixxer এর মাদার মডেলটা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ২০ জনেরও বেশি ব্যবহারকারী যারা সবাই এই বাইক থেকে আশানুরুপ পারফরমেন্স তো পাচ্ছেনই সাথে গড়ে মাইলেজ পাচ্ছেন ৪০ কিলোমিটার প্রতি লিটার। Suzuki Gixxer এর বর্তমান দাম ১,৮৬,৯৫০ টাকা।
বাংলাদেশে স্পোর্টস বাইক প্রেমীদের মধ্যে বেশ পরিচিত একটি মডেল Lifan KPR 150 যা এখন তৃনমুল পর্যায়ের বাইকারদের কাছেও বেশ ভালভাবে পরিচিত। ব্যতিক্রমী কালার কম্বিনেশন অসাধারন মাসকুলার স্পোর্টি ডিজাইন Lifan KPR 150 বাইকটাকে বাংলাদেশের স্পোর্টস সেগমেন্টের অনন্য পর্যায়ে নিয়ে গেছে। লিফানের এই বাইকটা নিয়ে আমাদের সাথে আলাপ হয়েছে ১৫ জন ব্যবহারকারীর, মাইলেজের বিষয়ে প্রশ্ন করা হলে তারা মুখে হাসি নিয়ে বলেন ৪০ কিলোমিটার গড়ে মাইলেজ পাচ্ছেন যা স্পোর্টস বাইক সেগমেন্টে অন্যতম সেরা একটি মাইলেজ রেঞ্জ। Lifan KPR 150 এর বর্তমান দাম ১,৮৫,০০০ টাকা।
১৫০সিসি বাইকের ইতিহাসে প্রথম মাসকুলার ডিজাইন এবং সাউন্ডলেস বা লো সাউন্ডের প্রথম মোটরসাইকেল হলো Hero Hunk যা তার স্বল্পমুল্যে অসাধারন পারফরমেন্সের জন্য বাংলাদেশের বাজারে এখনও তৃনমুল পর্যায়ের বাইকারদের সেরা একটি পছন্দ। Hero Hunk সিরিজের সবমিলিয়ে ১৫ জন বাইকারের সাথে আমরা কথা বলেছি এবং তাদের দেওয়া তথ্যমতে তাদের Hero Hunk গড়ে মাইলেজ দিচ্ছে ৪০ কিলোমিটার প্রতি লিটার। Hero Hunk 150R এর বর্তমান দাম ১,৬৮,৪৯০ টাকা, Hero Hunk 150R ABS এর বর্তমান দাম ১,৭৮,৪৯০ টাকা, Hero Hunk Matt DD এর বর্তমান দাম ১,৬১,৪৯০ টাকা, Hero Hunk Matt SD এর বর্তমান দাম ১,৫০,৯৯০ টাকা।
জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার আরেকটি জনপ্রিয় স্পোর্টস কমিউটার বাইক Yamaha MT-15 যার অসাধারন স্টাইলিশ ডিজাইন প্রায় সকল শ্রেনীর বাইকারকে ব্যাপকভাবে আকর্ষন করে। এই বাইকটা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে ৫ জন ব্যবহারকারীর। তাদের দেওয়া তথ্যমতে তারা শুধুমাত্র বাইকের পারফরমেন্স নিয়ে না বরং এমন একটা বাইকের অসাধারন মাইলেজ নিয়েও অনেক খুশি যা প্রায় ৪০ কিলোমিটার প্রতি লিটার। বর্তমানে Yamaha MT-15 এর দাম ৪,৩০,০০০ টাকা।
বলে রাখা ভাল যে আমাদের দেশে উল্লেখিত ১৫০সিসি বাইকের থেকেও ভাল মাইলেজ প্রদানকারী বাইক থাকতে পারে কিন্তু পর্যাপ্ত তথ্যের অভাবে আর আনুমানিক তথ্যের ভিত্তিতে আমরা কোন তথ্য এখানে উপস্থাপন করতে চাইনি। এখানে যেসকল তথ্য দেওয়া হয়েছে তা সম্পুর্নই এইসকল বাইক ব্যবহারকারীদের নিকট থেকে সংগ্রহ করা। আপনার পছন্দের যে কোন ১৫০সিসি বাইকের বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট MotorcycleValley.com এর User Review Section খেয়াল করতে পারেন।
Yamaha has once again proven that it is ahead of any other motorcycle brand in providing the highest level of service to its c...
English BanglaLets see the bikes Yamaha FZS V4 Yamaha FZS V4 is an all-stylish, performance-oriented street motorcycle built for city...
English BanglaRasel Industries ltd is one of the best bike importers in the Bangladeshi motorcycle market to deliver dream bikes within ever...
English BanglaCFMoto is a leading Chinese motorcycle manufacturer that has created a global sensation with its technologically advanced and ...
English BanglaYamaha is the only company in the Bangladeshi motorcycle industry that is comparable to Yamaha in terms of customer respect an...
English Bangla