বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল মডেল সিরিজ হলো সুজুকি জিক্সার যা প্রায় সকল শ্রেনীর বাইক প্রেমীদের কাছে সমানভাবে পরিচিত এবং জনপ্রিয়। জিক্সার মডেল প্রথম বাংলাদেশে আসে ২০১৪ সালের শেষের দিকে শুরু থেকেই বাংলাদেশে সেসময়ের সবচেয়ে জনপ্রিয় মডেল এবং ব্রান্ডগুলার সাথে বেশ ভালভাবেই প্রতিযোগিতা করে এখন পর্যন্ত সবমিলিয়ে শুধু জিক্সারের ১০টি মডেল বাজারজাত করেছে সুজুকি কর্তৃপক্ষ।
শুরুতে যেসব জনপ্রিয় মডেলের সাথে জিক্সার বাজারে এসেছিল তার অনেকগুলাই সময়ের সাথে সাথে হারিয়ে গেলেও জিক্সার এখন যেন নিজেই আলাদা একটি ব্রান্ড যেখানে সুজুকির কোন নামগন্ধ না থাকলেও বাইক প্রেমীরা স্বাচ্ছেন্দ্যে এই বাইকটা গ্রহন করবে।
সময়ের সাথে সাথে প্রতিটা মডেলের দাম সাধারনত আপডেট হয়ে থাকে তাই আসুন দেখে নিই সুজুকি জিক্সার সিরিজের প্রতিটা বাইকের দাম এবং আউটলুক একনজরেঃ
১। New Suzuki Gixxer Carburetor
১৫৫সিসির এই মডেলটা সুজুকির সদ্য লঞ্চ করা বাইকের মধ্যে একটি যা অসাধারন লুক গ্রাফিক্যাল ডিজাইন সবার নজর কাড়তে সক্ষম। নতুন এই জিক্সারে পুরনো জিক্সারের সাথে অনেকটাই মিল রেখে ডিজান করা হয়েছে এবং যা কিছু পরিবর্তন করা হয়েছে তা অনেক আকর্ষনীয় ডিজাইনের পরিবর্তে করা হয়েছে
New Suzuki Gixxer Carburetor এর বর্তমান দাম নির্ধারন করা হয়েছে ২,২৪,৯৫০ টাকা
২। New Suzuki Gixxer SF Carburetor
লাল রঙের মোটরসাইকেল যেন কমবেশি প্রতিটা বাইকারেরই দুর্বলতা আর এই বিষয়টাকে মাথায় রেখে এবং জিক্সার মডেলে বৈচিত্র বিয়ে আসতে নতুন এই জিক্সারে দেওয়া হয়েছে গাঢ় লাল রঙের ওপর কালো রং দিয়ে গ্রাফিক্যাল ডিজাইনের এক অসাধারন সমন্বয়।
New Suzuki Gixxer SF Carburetor এর দাম ২,৭১,৯৫০ টাকা।
৩। New Suzuki Gixxer SF Fi ABS
ঠিক পুর্বেই যে মডেলটার ব্যাপারে আমরা কথা বলেছি তারই আপডেট অর্থাৎ ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজী এবং ব্রেকিং এ এন্টি লক ব্রেকিং সিস্টেমের সমন্বয়ে তৈরি আধুনিক একটা মোটরসাইকেল যা আপডেটেড বাইক পছন্দকারী বাইকারদের পছন্দ তালিকায় শীর্ষে।
এই New Suzuki Gixxer SF Fi ABS এর দাম নির্ধারন করা হয়েছে ২,৯১,৯৫০ টাকা।
৪। New Suzuki Gixxer SF Special Edition
স্পোর্টস বাইক লাভারদের পছন্দের শীর্ষে আছে এই মডেলটা ঠিক এভাবে বললেও খুব বেশি বলা হবে না কারন জিক্সার সিরিজের মধ্যে এসএফ সিরিজ অন্যতম জনপ্রিয় আর এই বিষয়টাকে আগিয়ে রেখে সুজুকি কর্তৃপক্ষ সবসময় এতে নিত্যনতুন ফিচার যোগ করার চেষ্টা করছে। এই জিক্সার এসএফ এমনভাবে গ্রাফিক্যাল আউটলুক দিয়ে সাজানো হয়েছে যার ব্যাপারে সবাই প্রশংসা করতে বাধ্য।
New Suzuki Gixxer SF Special Edition এর বর্তমান দাম হলো ২,৯১,৯৫০ টাকা।
এই মডেলটাকে মাদার অফ জিক্সার সিরিজ বলে উল্লেখ করলে ভুল হবে না। সুজুকি এই মডেলটা দিয়ে তাদের ব্রান্ড ভ্যালু সম্পুর্ন নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। ২০১৫ সালে প্রথম আসা জিক্সার আর বর্তমানের এই জিক্সার মডেলের তেমন কোণ পার্থক্য নাই।
মাদান অফ Suzuki Gixxer এর বর্তমান দাম ১,৭৪,৯৫০ টাকা।
মডেলের সাথে ২০১৯ সালটা যোগ থাকলেও এই বাইকড়া ২০২১ সালে এসেও এর ইউনিক ডিজাইনের জন্যে অনেক জনপ্রিয়। ন্যাকেড স্পোর্টস সেগমেন্টে জিক্সারের এই মডেলটা এখনও অনেকেই তাদের পছন্দ তালিকার শীর্ষে রাখেন।
Suzuki Gixxer 155 2019 এর বর্তমান দাম হলো ২,১৯,৯৫০ টাকা।
দেখতে ঠিক পুর্বের মডেলের সাথে সামঞ্জস্য পুর্ন তবে বেশকিছু গ্রাফিক্যাল আউটলুকে পরিবর্তন সাথে ইঞ্জিন এবং ব্রেকিং এ আধুনিকতার সমন্বয়ে জিক্সারের এই মডেলটা সাজানো হয়েছে।
Suzuki Gixxer 155 Fi ABS এর বর্তমান দাম ২,৩৯,৯৫০ টাকা
জিক্সারের প্রথম মডেলটার কালার এবং আউটলুক পরিবর্তন করে সাথে ব্রেকিং এ অসাধারন পারফরমেন্স দেওয়ার জন্যে এবিএস সংযোজন করে এই মডেলটা সাজানো হয়েছে।
আর সুজুকি এই মডেলের বর্তমান দাম নির্ধারন করা হয়েছে ২,৪৪,৯৫০ টাকা
৯। Suzuki Gixxer SF Carburetor
স্পোর্টস ক্যাটেগরির এই বাইকটা শুরু থেকেই স্পোর্টস বাইক প্রেমীদের মধ্যে ব্যাপক হৈচৈ নিয়ে এখনও জিক্সার সিরিজে সর্বোচ্চ বিক্রিত বাইকগুলা মধ্যে একটি। এই মডেলের জনপ্রিয়তার কারনে সুজুকি কর্তৃপক্ষ পরবর্তীতে এই একই মডেলের আদলে আরও বেশ কয়েকটি মডেল বাজারে নিয়ে আসে।
বর্তমানে Suzuki Gixxer SF Carburetor এর দাম ২,৫৯,৯৫০ টাকা।
স্পোর্টস ক্যাটেগরির এই বাইকটার সাথে ইঞ্জিনে এবং ব্রেকিং এ আধুনিকতার সমন্বয় নিয়ে অসাধারন একটা বাইক হলো সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস।
বর্তমানে Suzuki Gixxer SF Fi ABS বাইকটা পাওয়া যাচ্ছে ২,৭৯,৯৫০ টাকা।
এই ছিল সুজুকি জিক্সার সিরিজের ১০টা বাইকের সর্বশেষ দামের আপডেট। সুজুকির দাম সম্পর্কিত যেকোন আপডেটের জন্যে চোখ রাখুন https://www.motorcyclevalley.com/brand/suzuki/ এই লিংকে।
160cc motorcycle market achieves the perfect balance of performance, fuel efficiency, and value. The motorcycles have powerful...
English BanglaUttara Motors Service Campaign and Sales Fair is now in the greater Jessore district! This 2-day fair will feature all kinds o...
English BanglaYamaha is one of the motorcycle brands from outside the Indian subcontinent, each model of which is unique in its own right an...
English BanglaYamaha is a globally renowned Japanese brand well known for its high-performance motorcycles, scooters, and marine products. F...
English BanglaPGM-FI stands for Programmed Fuel Injection. It's an advanced technology developed by Honda for motorcycles. It's an electroni...
English Bangla