GPX অফিশিয়ালি তাদের নতুন বাইক
GPX Demon GR 165RR উন্মোচন করলো ৬ষ্ঠ ঢাকা বাইক শো২০২২- এ।দৃষ্টিনন্দন এই বাইকটি গত ১৭ই জুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। ঠিক তারই পরিপ্রেক্ষিতে বাইকারদের মিলনমেলা ঢাকা বাইকশো-তে এই বাইক অফিশিয়ালি উন্মোচন করা হয়।
আমরা জানি যে GPX থাইল্যান্ডের একটি জনপ্রিয় ব্র্যান্ড এবং তারা বাংলাদেশের বাজারে GPX Demon GR 165R বাইক সর্বপ্রথম নিয়ে আসে এবং গ্রাহকদের থেকে খুব ভালো সাড়া অর্জন করে।যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের নতুন নতুন সব ফিচারস এর স্বাদ দিতে এবারে বাংলাদেশের বাজারে তারা আপডেট বাইক
GPX Demon GR 165RR নিয়ে আসলো।
পুর্বের থেকে এই বাইকের মধ্যে কী কী পরিবর্তন আছে ?
ডিজাইনের দিক থেকে এই বাইকটিতে পুর্বের থেকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে গ্রাফিক্সে। যুগের সাথে তাল মিলিয়ে এই বাইকের সাথে রাখা হয়েছে নতুন গ্রাফিক্স
ইঞ্জিনে রয়েছে ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ৪ভালভ ইঞ্জিন যা ম্যাক্সপাওয়ার 19.2bhp @ 10500rpm এবং ম্যাক্সটর্ক 15.0n.m. @ 7500rpm উৎপন্ন করতে সক্ষম। রাইডারদের ভালো মাইলেজ নিশ্চিত করতে এখানে ব্যবহার করা হয়েছে এফআই প্রযুক্তি এবং ইঞ্জিনকে শীতল রাখার জন্য রয়েছে লিকুইডকুলিং সিস্টেম।
এদিকে স্পিডের সাথে সামঞ্জস্য রাখার জন্য বাইকের ব্রেকিং সিস্টেমে রয়েছে ডাবল ডিস্কব্রেকিং সাথে ডুয়াল চ্যানেল এবিএস।
সাসপেনশনে রয়েছে সামনের দিকে আপসাইডডাউন সাসপেনশন এবং পেছনে রয়েছে ৭ স্টেপ এডজাস্টেবল মনোশক সাসপেনশন।
GPX Demon GR 165RR বাইকের বর্তমান দাম ৩,৬০,০০০টাকা।
৬ষ্ঠ ঢাকা বাইকশো থেকে কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় ডিস্কাউন্ট। তাই আর দেরি না করে চলমান ঢাকা বাইকশো২০২২ ( ২৩,২৪ও২৫শে জুন ) এর মধ্যে বাইক কিনুন এবং উপভোগ করুন ডিস্কাউন্ট অফার।