আজ (০৮-১০-২০১৮) সকালে রাজশাহীর তেরোখাদিয়ায় সিটি কনভেনশন সেন্টারে হাউজুয়ে মোটরসাইকেল ক্রেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন হাউজুয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল । এ সময় আরও উপস্থিত ছিলেন কর্নফুলি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব বিজনেস মোঃ মোজাম্মেল হক এবং এ.কে.এম হুমায়ুন কবির ভূঁইয়া উপ-ব্যবস্থাপক(বিক্রয় ও বিপণন) এবং রাজশাহী বিভাগের হাউজুয়ে পরিবেশকবৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতেই সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন কর্নফুলি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব বিজনেস মোঃ মোজাম্মেল হক।
উক্ত অনুষ্ঠানে উপসস্থিত ক্রেতা বিক্রেতা উভয়েই তাদের মন্তব্য ব্যক্ত করেন। উপস্থিত ক্রেতাদের মধ্যে প্রায়ই সবাই হাউজুয়ের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন এবং আগামীতে আরও উন্নতমানের এবং শক্তিশালী বাইক বাজারে নিয়ে আসার কথা ব্যক্ত করেন।
উপস্থিত ক্রেতা সাধারন ও পরিবেশকদেরকে উদ্দেশ্য করে তামিম ইকবাল বলেন “হাউজুয়ের মতো বিশ্বস্ত একটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে আমি অত্যন্ত আনন্দিত । হাউজুয়ে বাংলাদেশে অনেক স্বল্পসময়ে জনপ্রিয়তা অর্জন করেছে । আর এটা সম্ভব হয়েছে তাদের সেবার উৎকর্ষের কারনে । আমার বিশ্বাস শ্রেষ্ঠত্ব,অভিনবত্ব ও প্রতিশ্রুতি পূরনের মাধ্যমে হাউজুয়ে দেশের মানুষের পরিবহন সেবায় সেরা ও পছন্দের সঙ্গী হয়ে উঠবে। একই সাথে তিনি মন্তব্য করেন একটি ব্রান্ডকে বিশেষত একটী মোটরসাইকেল ব্রান্ডকে বাজারে সর্বত্তম শিখরে পৌছাতে হলে সবার উচিত হবে সর্বোত্তম চেষ্টা/সেবা দিয়ে ধৈর্য ধরা। উদাহরন স্বরুপ তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা উল্লেখ করেন যা এখন বিশ্বে ৭ নম্বরে অবস্থান করছে তবে সময়ের ব্যবধানে অবশ্যই একদিন ১ নম্বরে পৌছাবে। ঠিক তেমনই হাউজুয়ের মত একটি কোয়ালিটি মোটরসাইকেল ব্রান্ডও ১ নম্বর হবে যদি তার পেছনে উপযুক্ত পরিশ্রম দেওয়া যায়।“ সবশেষে তিনি ক্রেতাদের সংগে এবং পরিবেশকদের সাথে উন্মুক্ত ফটোসেশনে অংশ নেন।
বাংলাদেশের মোটরসাইকেল আরোহীদের জন্য হাউজুয়ের রয়েছে নানা মডেলের মোটরসাইকেল- TR-150 cc , KA-135 cc , LINDY -125 cc(মডেল) ।
অনুষ্ঠানে মোঃ মোজাম্মেল হক বলেন “ক্রেতারা সারাদেশে কর্নফুলির এক্সক্লুসিভ শোরুম এবং দেশজুড়ে ৫০ টির বেশি পরিবেশক শোরুম থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক দামে হাউজুয়ে মোটরসাইকেল ও এর অরিজিনাল স্পেয়ার পার্টস কিনতে পারেন । আর যে কোনো হাউজুয়ে মোটরসাইকেল কেনার সাথে সাথে পাচ্ছেন ছয় বছর অথবা পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়্যারেন্টি । পাশাপাশি বিনামূল্যে চারবার ফ্রি সার্ভিস । হাউজুয়ে ব্র্যান্ডের পন্য জাপান সহ বিশ্বের ৭০ টি দেশে বিক্রি হয় । চীনে গত ১৪ বছর ধরে উৎপাদন, বিক্রি, গ্রাহক সন্তুষ্টি, দাম,খরচ, ব্র্যান্ড ইমেজ,বিশ্বস্ততা ও সেবার ক্ষেত্রে এক নম্বর স্থান ধরে রেখেছে । ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশে হাউজুয়ে মোটরসাইকেল পাওয়া যাচ্ছে ।
উক্ত অনুষ্ঠানে বিশেষত ক্রেতাদের সুবিধার্থে ফ্রি সার্ভিসিং এর ব্যবস্থা করা হয়েছিলো এবং সাধারণ মানুষের কাছে হাউজুয়ের বাইক পরিচিত করার স্বার্থে কনভেনশন সেন্টারে হাউজুয়ের প্রায় সকল মডেলের বাইক প্রদর্শন করা হয়।
হাইজুয়ের পক্ষ থেকে টীম মোটরসাইকেলভ্যালীকে অনুস্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হয়। টীম মোটরসাইকেল ভ্যালীর ফাউন্ডার এবং সিইও আবু সাঈদ মাহমুদ হাসান সহ সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।