ঈদ দরজায় দাঁড়িয়ে আছে তাই ইতোমধ্যে বাইক কোম্পানিগুলো বা সরবরাহকারীদের কাছ থেকে ছাড় এবং উপহা্রের আশা করছেন ব্যাবহারকারীরা। আর তাই হাওজুয়ে এখন থেকে তাদের প্রতিটি মোটরসাইকেলের ক্রয়ের সাথে প্রদান করবে ১২০৭৩ টাকা ফ্রি।
আমরা আমাদের দেশে দ্বিতীয় বৃহত্তম উৎসবের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেটিকে কেন্দ্র করে ২১শে জুলাই ২০১৯ থেকে হাওজুয়ে তাদের ঈদ অফার শুরু করেছে, যা বিশেষত হাওজুয়ে প্রেমীদের জন্য ও অন্যান্য সকল মোটরসাইকেল ক্রেতার জন্য ভাল খবর। এখন প্রত্যেক হাওজুয়ে বাইকের সাথে গ্রাহককে রেজিস্ট্রেশন ফি হিসাবে ১২০৭৩ টাকা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। যদি হাওজুয়ে মোটরসাইকেলের আগ্রগতির কথা বলা হয় তাহলে দেখা যাবে ধীরে ধীরে এটি মোটরসাইকেল বাজারের ভিতরে একটি পরিচিত ব্র্যান্ড হিসাবে বেড়ে উঠছে।
তাদের দুটি পণ্য জনপ্রিয় হচ্ছে প্রতিনিয়তই। হাওজুয়ে টি আর ১৫০ সিসিসেগমেন্টের মধ্যে একটি ভাল সংখ্যক গ্রাহক প্রতিক্রিয়া অর্জন করেছে। এই বাইকটিতে ১৪৯ সিসি এয়ার-কুল্ড, ৪ স্ট্রোক, ইঞ্জিন রয়েছে এবং এটি ব্যবহারকারীদের জন্য আশানুরূপ পাওয়ার তৈরি করতে সক্ষম এবং তার ফলে চমৎকার গতি এবং আরামদায়ক রাইড পাওয়া যায়। পাশাপাশি এই মোটরসাইকেলে অসাধারণ সৌন্দর্যও আছে। ক্রুজার শেপ এর সাথে স্পর্টস ফিলিংস ব্যবহারকারীদের আরো বেশি আকর্ষন করে থাকে। এই সেগমেন্টের পাশাপাশি হওজুয়ের আরেকটি উপলব্ধ এবং জনপ্রিয় বাইক কেএ ১৩৫। এই কমিউটারবাইকটিতে অন্যান্য প্রতিযোগীদের থেকে ভাল বৈশিষ্ট্য এবং আকর্ষনীয় ডিজাইন রয়েছে। প্রতিটি বাইক পছন্দকারীই চায় ঈদ আনন্দকে আরো আনন্দঘন করতে একটি বাইক কিনে ফেলতে, তাই এই ধরণের সুযোগ যেখানে তারা বিনামূল্যে নিবন্ধন ফি প্রায় অর্ধেকর কাছাকছি পেতে পারে তাদের জন্য খুবই খুশির সংবাদ।
ঈদ-উল-আজহা এর আগের দিন পর্যন্ত এই অফার অব্যাহত থাকবে।