বাংলাদেশে চাইনিজ পন্যের মান নিয়ে সংশয় অনেকেই করে থাকেন। অথচ সেই তারাই অপ্পো(OPPO) বা শাওমি(XIAOMI) ফোন ব্যবহার করে গর্ববোধ করেন। প্রকৃত ঘটনা হলো আমাদের দেশের মুনাফাখোর ব্যবসায়ী স্বল্প সময়ে অধিক মুনাফার আশায় অল্প দামে খারাপ মানের চাইনিজ পন্য এদেশে আমদানি করেন যেগুলো একেবারেই টেকসই নয় এবং মানেও খারাপ। ফলে সব দোষ গিয়ে পড়ে চাইনিজ পন্যের উপরে। অনেক চাইনিজ ব্রান্ড রয়েছে যারা তাদের মানের কারনেই পৃথিবীব্যাপী সুনামের সাথেই সমাদৃত। মোটরসাইকেল জগতে হাউজুয়ে তেমনি একটি নাম। যারা মান সম্মত মোটরসাইকেল প্রস্ততের কারনে চায়নাতে তাদের অবস্থান প্রথম সারিতেই। বাংলাদেশে হাউজুয়ে কুল দিয়ে তাদের যাত্রা শুরু হয়। বিগত বছরে হাউজুয়ে কুল এর ব্যপক সাফল্যে বাংলাদেশে আরো নতুন মডেল আনা হয়েছে। বছর শেষে তাদের দামের সর্বশেষ আপডেট জেনে নিন।
Haojue Cool
Haojue ব্রান্ডটি বাংলাদেশে প্রবেশে করে তাদের এই মডেলটি সাথে নিয়ে। ১৫০সিসির শক্তিশালী ইনজিন এবং চমতকার লুক এর এই বাইকটি ক্রেতাদের সন্তুষ্ট করে অল্প সময়েই। দীর্ঘ সময় একা এই ব্রান্ডটি বাংলাদেশের বাজারে ছিলো হাউজুয়ে পরিবারের সদস্য হিসেবে। বর্তমান দাম এক লক্ষ সাতাশ হাজার টাকা।
Haojue Lindy
Hajue Cool এর পাশাপাশি স্কুটার হিসেবে এটি তাদের দ্বিতীয় সদস্য। আধুনিক এবং স্টাইলিশ ডিজাইনের স্কুটারটিতে ব্যবহার হয়েছে ১২৫সিসি ইনজিন। দাম মাত্র ১লক্ষ ২০হাজার টাকা।
Haojue KA
বিগত কয়েকমাস হলো বাংলাদেশে এসেছে এই বাইকটি। আসার পরপরাই ক্রেতাদের আগ্রহের শীর্ষে অবস্থান করছে বাইকটি। ১৩৫সিসি বাইক হিসেবে চমতকার লুক এবং শক্তিশালী ইনজিনের কারনে ক্রেতারা সহজেই আকৃষ্ট হচ্ছেন। বাইকটির বর্তমান দাম ১লক্ষ ৫১হাজার টাকা।
Haojue TZ
কিছুটা ক্রুজার লুকের বাইকটিতে ব্যবহৃত হয়েছে ১৩৫সিসি শক্তিশালী ইনজিন। মজবুত গঠনের এই বাইকটির বর্তমান দাম ১লক্ষ ৩৫হাজার টাকা।
Haojue TR150
হাউজুয়ে পরিবারের বহুল আকাংখিত বাইক সম্প্রতি দেশে এসেছে। ১৫০সিসির এই ক্রুজারটি দেখতে, গঠনে এবং ডিজাইনে অতুলনীয়। দাম ১লক্ষ ৮০হাজার টাকা।
সবশেষে
যেকোন পন্যের মানই শেষ কথা। একটি পন্য মান সম্মত হলে এমনিতেই ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিগত সময়ের হাউজুয়ে বাইকগুলোর সাথে নতুন আনা বাইকগুলোও আশা করা যায় ক্রেতাদের চাহিদা পূরন করতে পারবে।
সকল হাউজুয়ে মোটরসাইকেল এর দাম জানতে ক্লিক করুন Click Here