চায়না তে যে মোটরসাইকেল প্রস্তুতকারক রয়েছে তাদের মধ্যে হাউজুয়ে প্রথম সারিতেই রয়েছে। আধুনিক ডিজাইন, প্রয়োজনীয় ফীচার, মান এবং সহনীয় দামের কারনে পৃথিবীর বহুদেশে হাউজুয়ে মোটরসাইকেল সমাদৃত। সম্প্রতি হাউজুয়ে মোটরসাইকেলের দাম কমিয়েছে তাদের আমদানীকারক কর্নফূলী। তাদের প্রায় প্রতিটি মডেলের দাম কমিয়ে নতুন দাম পুনর্নির্ধারন করা হয়েছে।
Haojue TR
বাংলাদেশে ক্রুজার মোটরসাইকেলের প্রচলন কম কিন্তু হাউজুয়ের ক্রুজার মোটরসাইকেল ক্রুজারপ্রেমীদেরতো বটেই, যে কোনো বাইক লাভারেরই এক দেখাতেই ভালো লেগে যাবে। উজ্বল রং, ব্যতিক্রমী ডিজাইন। ক্রুজারের লুক সাথে কমিউটারের সকল সুবিধাযুক্ত বাইকটি বাংলাদেশের রাস্তার জন্য খুবই মানানসই। ১৫০সিসির এই ক্রুজারমোটরসাইকেলটির নতুন দাম নির্ধারন করা হয়েছে ১লাখ ৬২হাজার টাকা।
Haojue KA
শক্তিশালী এবং টেকসই ইনজিন এবং আধুনিক ডিজাইনের কারেন ১৩৫সিসির এই মোটরসাইকেলটি ইতমধ্যেই ক্রেতাদের পছন্দের তালিকায় চলে এসেছে। দীর্ঘদিন ধরেই ক্রেতাদের দাবী ছিলো দামটি আরেকটু কমানোর জন্য। বর্তমান নিধারিত দাম ১লাখ ৩৩হাজার টাকা।
Haojue TZ
ক্রুজারলুকের ১৩৫সিসির এই বাইকটি যতটা না ক্রুজার তারচেয়ে কমিউটিং এর জন্য বেশি আরামদায়ক। বর্তমান দাম ১লাখ ৩০হাজার টাকা।
Haojue Lindy
আধুনিক ডিজাইন, শক্তিশালী ১২৫সিসি ইনজিনের এই স্কুটারটি পুরুষ-মহিলা উভয়ের জন্যই লোভনীয় একটি বাহন। বর্তমান দাম ১লাখ ২০হাজার টাকা।
বাংলাদেশে সরকারের নব নির্ধারিত পলিসির কারনে বাংলাদেশে প্রস্তুতকৃত এবং সংযোগকৃত মোটরসাইকেলের দাম কমাতে পারছেন প্রতিষ্ঠানগুলো। একে একে প্রায় সকল মোটরসাইকেল প্রস্তুতকারক এবং আমদানীকারকই তাদের মোটরসাইকেলের দাম কমিয়ে ফেলেছেন। তারই ধারাবাহিকতায় হাউজুয়ে তাদের মোটরসাইকেল দাম কমিয়ে দিলো। আশা করা যায় এরফলে ক্রেতাগন তাদের ক্রয়সীমার মধ্যে থেকে মোটরসাইকেল কিনতে পারবেন।