Yamaha Banner
Search

হিরো উপহার চলছে

2017-07-09

হিরো উপহার চলছে


Hero-Eid-Gifts-continues


নিলয় মোটরস তাদের মোটরবাইকগুলোর দাম কমানোর অফারটির সময় আরও বৃদ্ধি করেছে যেটা তারা শুধুমাত্র ঈদ কে কেন্দ্র করে দিয়েছিল। তারা তাদের গ্রাহকদের সাধ্যের মধ্যে সকল বাইক নিয়ে এসেছে এবং কেনার সুযোগ করে দিচ্ছে এবং গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে তারা আরও নতুন দুটি বাইক তাদের লিস্টে যোগ করেছে।

বাংলাদেশে ইন্ডিয়ার অন্যতম মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি হিরোর মোটরসাইকেল এবং স্কুটার গুলোর বেশ খ্যাতি রয়েছে। বাংলাদেশে হিরোর একমাত্র পরিবেশক হল নিলয় মোটরস এবং সম্প্রতি তারা ঈদকে সামনে রেখে তাদের ছয়টি মোটরসাইকেল এর দাম কমিয়েছিল যার শিরোনাম ছিল “হিরো ঈদ উপহার”। এই ছয়টি মোটরসাইকেলের মধ্যে নতুন দুটি সংযোজন হল Hero Achiever 150 এবং Hero i-Smart 110। এই দুটি বাইকের ফিচার বলতে গেলে খুবই ভাল এবং পবিত্র ঈদ কে কেন্দ্র করে তারা এই দুটি বাইকের দাম অবিশ্বাস্য ভাবে কমিয়ে এনেছে যেটা বাইকারদের আকৃষ্ট করেছে। যদিও এই অফারটি শুধুমাত্র ঈদের কিছু দিন পর পর্যন্ত চালু রাখার সিধান্ত ছিল তবে তারা নতুনভাবে ঘোষণা করে যে তাদের এই অফারটি কাস্টমারদের অনুরোধ এবং চাহিদানুযায়ী অনেক দিন চলবে।যে সকল বাইকের দাম কমেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হল।

Hero HF Deluxe: এই বাইকটিতে ৯৭.২ সিসর এয়ার কুলড, ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার OHC ইঞ্জিন রয়েছে। এই বাইকটি have 6.15 kW (8.36 Ps)@8000 ার পি এম ম্যাক্স পাওয়ার রয়েছে। ১০০ সিসির কমিউটার বাইক হিসেবে এর টপ স্পীড ৮৭ কিমি প্রতি ঘন্টা এবং ভাল মাইলেজ দিয়ে থাকে। এর পূর্বের মূল্য ছিল ১২৯০০০ টাকা কিন্তু বর্তমানে এর দাম ১০৭১০০ টাকা।

Hero Splendor+: স্মুথ সেলফ স্টার্ট এবং নতুন কিছু গ্রাফিক্স ডিজাইন এই বাইকটিকে পূর্বের থেকে আরও বেশী আকর্ষণীয় করে তুলেছে। নতুন হিরো স্পেলেন্ডার প্লাস পূর্বের থেকে আরও বেশী মাইলেজ দিয়ে থাকে।বাইকটির পূর্বের দাম ছিল ১২৯৯৯০ টাকা কিন্তু বর্তমানে এর দাম ১০৮১০০ টাকা।

Hero Glamour: ১২৫ সিসি সেগমেন্টের বাইকের মধ্যে এই বাইকটির কনফিগারেশন অনেক সুন্দর। ডিস্ক ব্রেক, ভাল সাস্পেনশন, উন্নত গ্রাফিক্স ইত্যাদি বাইকটি আরও আকর্ষণীয় করে তুলেছে। বাইকটির পূর্বের দাম ছিল ১৫৭৪৯০ টাকা কিন্তু বর্তমানে এর দাম ১৩১১০০ টাকা।

Hero Hunk 150 Double Disc: এই বাইকটি শুরু থেকেই বেশ জনপ্রিয় একটি বাইক। বাইকটির ফিচার,আউটলুক, মাইলেজ,স্পীড সব কিছুই গ্রাহকদের নিকট বেশ পছন্দ।বাইকটির ডাবল এবং সিংগেল ডিস্ক দুটোই বাজারে র্যেsছে।তবে এর ডাবল ডিস্কের দাম অবিশ্বাস্যভাবে কমেছে । বাইকটির পূর্বের দাম ছিল ২০৩৯৯০ টাকা কিন্তু বর্তমানে এর দাম ১৬৯৪০০ টাকা।





hero-splendor-ismart-110cc-july-2017

Hero Splendor iSmart 110: এই বাইকটি হিরোর একদম নতুন কালেকশান। স্পেডারের লেজেন্ডারি মাইলেজের সাথে নতুন করে এডভান্স টর্ক এবং পাওয়ার যোগ করা হয়েছে। এছাড়াও এর শক্তিশালী পাওয়ার, স্টাইলিশ গ্রাফিক্স এবং ডিজাইন , নতুন কিছু ফিচার এবং কালাড় শেড বাইকটিকে আগের মডেলের তুলনায় অনেক আকর্ষণীয় করে তুলেছে।পূর্বের সকল সমস্যা গুলো কমিয়ে নতুন নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে যেটা গ্রাহকদের চাহিদা মেটাবে। বাইকটির দাম বর্তমানে ১২১১০০ টাকা।




Hero-Achiever-150-july-2017

Hero Achiever 150: হিরো এচিভার বাইকটিতে ১৪৯ সিসির এয়ার কুলড , ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার OHC ইঞ্জিন রয়েছে যেটা 10 kW (13.4 BHP) @ 8000 RPM এবং ম্যাক্স টর্ক 12.80 N-m @ 5000 RPM তৈরি করতে সক্ষম। Hero Achiever 150 প্রথম ১৫০ সিসির সেগমেন্টের বাইক যেটা i3s প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে। এটি ৫ সেকেন্ডের বেশিক্ষন ইঞ্জিন দারায়ে থাকলে ইঞ্জিন স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে এবং ক্লাচ ধরার সাথে সাথে আবার স্বয়ংক্রিয় ভাবে ইঞ্জিন চালু হয়ে যাবে। নতুন ফিচারের সাথে ভাল মাইলেজ এবং টপ স্পীড দিয়ে থাকে। বাইকটির সদ্য দাম হল ১৩৫১০০ টাকা।

Bike News

GPX Bike Price in Bangladesh April 2025
2025-04-22

Among the foreign brands in Bangladesh, the Thai motorcycle brand GPX has earned a great reputation even for ordinary bikers w...

English Bangla
Top 3 bikes of Suzuki
2025-04-20

Suzuki is one of Japan's most recognizable motorbike brands renowned for its capable, performance-tuned, and stylish two-wheel...

English Bangla
Yamaha has organized Yamaha FZ25 Test Ride across the country
2025-04-17

Yamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2025
2025-04-13

Lifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...

English Bangla
Yamaha FZ 25CC Bike Pre-Booking Offer is Live
2025-04-12

Yamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...

English Bangla
Filter