বাংলাদেশে হিরোর জনপ্রিয়তার কথা নতুনভাবে বলার কিছু নাই কারণ তারা শুরু থেকেই বাংলাদেশের প্রত্যেক গ্রাহকদের কাছে আস্থা ও বিশ্বাস রেখেছে। সেই কারনেই এখনও হিরো মোটরসাইকেলগুলোর কদর বহুলাংশে লক্ষ্য করা যায়। সহনীয় দাম, রুচিশীল ডিজাইন, মাইলেজ ও বিভিন্ন কারণে হিরো মোটরসাইকেলগুলোর অনেক জনপ্রিয়তা আছে। আমাদের মধ্যম আয়ের দেশে যেখানে হাই সিসির মোটরসাইকেল চলাচলা করে যে সেখানে হিরো ১০০ থেকে ১৫০ সিসির ভালো মানের বাইক সুন্দর ডিজাইনের সাথে সরবরাহ করে। আর হিরোর দেখে অন্যান্য কোম্পানীগুলো চেষ্টা করছে তাদের বাইকের দাম সহনীয় পর্যায়ে রাখা। এই ঈদে হিরো নিয়ে এসেছে ঈদ স্পেশাল প্রাইস। গ্রাহকদের পছন্দ,চাহিদা অভিরুচি ইত্যাদি কথা মাথায় রেখে হিরোর এই স্পেশাল প্রাইস। তো চলুন দেখে নেওয়া যাক হিরো তাদের বাইকেগুলোর কি কি প্রাইস নির্ধারণ করেছে ঈদকে সামনে রেখে।
হিরো এইচ এফ ডিলাক্স
মার্জিত লুক ও ১০০ সিসি ইঞ্জিনের এই বাইকটির ঈদ স্পেশাল মুল্য রয়েছে (কিক ৮২৯৯০ এবং সেলফ ৯০৯৯০ টাকা)
হিরো ইগনিটর
১২৫ সিসির নতুন বাইক, মাস্কুলার ডিজাইন ও সুন্দর কালার কম্বিনেশনের কমিউটার বাইক হচ্ছে হিরো ইগনিটর। হিরো ইগনিটরের ঈদ স্পেশাল মুল্য ১২৪৯৯০ টাকা।
হিরো হাংক
হিরোর যাত্রা শুরু থেকেই হিরো হাংক বাইকটির চাহিদা পূর্বের মত এখনও লক্ষ্য করা যায়। ভালো ইঞ্জিন শক্তি,মাস্কুলার লুক এবং দেখতে একটু সুন্দর বলে অনেকেই হিরো হাংক কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন। মাস্কুলার এই বাইকটির ঈদ স্পেশাল দাম হচ্ছে (সিংগেল ডিস্ক ১৪৯৯৯০ টাকা এবং ডাবল ডিস্ক ১৫৯৯৯০ টাকা)
হিরো গ্লামার
হিরোর আরেকটি কালজয়ী বাইক হচ্ছে হিরো গ্লামার। ১২৫ সিসির মার্জিত লুক ও ভালো ইঞ্জিন পারফরমেন্সের জন্য বহুল প্রচলিত বাইক হচ্ছে হিরো গ্লামার। এই বাইকটির ঈদ স্পেশাল মুল্য ১১৭৯৯০ টাকা।
হিরো স্পেন্ডার প্লাস
আমাদের দেশে অফিস কিংবা বিভিন্ন এনজিও কাজের জন্য বহুল ব্যবহৃত বাইক হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস। হিরো স্প্লেন্ডার প্লাসের ঈদ স্পেশাল মুল্য ৯১৯৯০ টাকা
হিরো আই স্মার্ট
১১০ সিসির এই বাইকে রয়েছে স্টাইলিশ ডিজাইন, হিরোর অত্যাধুনিক i3s প্রযুক্তি যা তেল সাশ্রয়ী করবে । হিরো স্পেন্ডার আই স্মার্ট বাইকটির ঈদ স্পেশাল মুল্য হচ্ছে ১০৯৯৯০ টাকা।
হিরো প্লেজার
শহরে চলাচলের উত্তম মাধ্যম হচ্ছে স্কুটার যা আরামের সাথে সাথে আপনাকে তেল সাশ্রয়ী নিশ্চিত করবে। এই স্কুটারটির ঈদ স্পেশাল মুল্য ১১৯৯৯০ টাকা।
সবশেষে বলা যায় যে হোন্ডা থেকে আলাদা হবার পর হিরো ধীরে ধীরে অন্যান্য কোম্পানীগুলো থেকে তাদের বাইকের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে। এই রকম ধারাবাহিকতা বজায় রাখালে আশা করা যায় হিরো বাংলাদেশে আরও ভালো একটি পজিশন দখল করে নিবে। আর তারা সেটা “হিরোর দেশ বাংলাদেশ “ স্লোগানের মাধ্যমে আগাম বার্তা জানিয়ে দিচ্ছে। তাই আর দেরি না করে আপনার পছন্দের বাইক আপনার নিকটস্থ হিরোর শোরুম থেকে লুফে নিন।