এখন সকল ব্রান্ড তাদের বাইক যত সহজে সম্ভব তত সহজে তাদের কাস্টমারদের কাছে সরবরাহ করছে। হিরোও সে তালিকায় অন্তর্ভুক্ত এবং তারা সব সময় তাদের সকল সামগ্রী যতটা সম্ভব ততটা সারবরাহ করার চেষ্টা করছে। এই করনেই তারা বলছে সবার জন্যে হিরো এবং তারা তাদের মোটরসাইকেল গুলো খুবই ন্যায্য মূল্যে প্রদান করছে। তাদের মোটরসাইকেল গুলো অনেক মজবুত এবং সবগুলোই খুব প্রসিদ্ধ কারন হিরো আমাদের দেশের বিখ্যাত এবং বিশ্বস্ত ব্রান্ড গুলোর মধ্যে একটি। চলুন দেখা যাক হিরো সাম্প্রতিক মোটরসাইকেলগুলো এবং তাদের বর্তমান মূল্য।
হিরো এইচ এফ ডিলাক্স ১০০
এই মার্জিত কমিউটার মোটরসাইকেলটি ১০০ সিসির ইঞ্জিন দিয়ে তৈরি এবং সকল প্রয়োজনীয় ফিচারসের সাথে এর মোটরসাইকেল দুইটি ভ্যারাইটি তে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে কিক ভার্সন এবং আরেকটি হচ্ছে সেলফ ভার্সন। সর্ব শেষ কিক ভার্সন এইচ এফ ডিলাক্স এর মূল্য ৮২৯৯০ টাকা এবং সেলফ ভার্সন এর মূল্য ৯২৯৯০ টাকা।
হিরো স্প্লেন্ডার+
এটা হচ্ছে হিরোর ১০০সিসির সেগমেন্ট এর আর একটি চমৎকার মোটরসাইকেল। আমাদের দেশের জনপ্রিয় মোটরসাইকেলগুলোর মধ্যে হিরো স্প্লেন্ডার+ আন্যতম। এই মোটরসাইকেলের মডেল, ফিচারস এবং ডিজাইন সবই আপডেটেড এবং এর বর্তমান মূল্য ৯৩৯৯০ টাকা।
হিরো আই স্মার্ট ১১০
হিরোর ১১০ সিসি সেগমেন্ট এর মোটরসাইকেলগুলোর মধ্যে এইটা অন্যতম। আধুনিক প্রযুক্তি, স্মার্ট লুক এবং চমৎকার মাইলেজ এইটাকে একটি জনপ্রিয় মোটরসাইকেলে পরিনত করেছে। সর্বশেষ হিরো এই মোটরসাইকেলটির দাম দিয়েছে ৯৯৯৯০ টাকা।
হিরো ইগ্নিটর
কিছু দিন আগেই এই মোটরসাইকেলটি হিরো নিয়ে এসেছে। এর নুতুন গ্রাফিক লুক এবং আধুনিক ফিচারসের কারনে শুধু ১২৫ সিসির সেগমেন্ট না বরং অন্যান্য মডেল গুলোর ভিতরেও এই মোটরসাইকেলটি আন্যতম স্থান তৈরি করেছে। হিরোর এই মডেলের সর্বশেষ মূল্য দেয়া হয়েছে ১১৮৯৯০ টাকা।
হিরো গ্লামার
ব্যাবহারকারীদের বিশ্বাসের কারনেই হিরোর এই মোটরসাইকেলটি তালিকায় সবার শীর্ষ স্থান দখল করে আছে। শুরু থেকেই গ্লামার এর বাবহারকারীদের সন্তুষ্ট করে আসছে। ১২৫ সিসির কমিউটার মোটরসাইকেল হিসাবে এর ম্যাস্কুলার লুক, মডার্ন গ্রাফিক্স, সমস্ত প্রয়োজনীয় ফিচারসএবং এর পারফর্মেন্স সবই খুব চমৎকার। এখন এইটার দাম ও সাধ্যের মধ্যে তাই বর্তমানে এটি একটি পরিপূর্ণ প্যাকেজ, এই মোটরসাইকেলটির বর্তমান মূল্য ১১১৯৯০ টাকা।
হিরো এচিভার
এইটাও হিরোর একটি সাম্প্রতিক মডেল এবং কমিউটার মোটরসাইকেল হিসাবে এর সঠিক দাম এবং চমৎকার ফিচারসের জন্যে খুব কম সময়ে এই মোটরসাইকেলটি মানুষ নিজেদের জন্যে পছন্দ করা শুরু করেছে। এই মোটরসাইকেলটি এখন ১১৯৯৯০ টাকাই পওয়া যাচ্ছে।
হিরো হাঙ্ক
যাত্রার শুরু থেকেই হিরো হাঙ্ক বাজার দখল করে আছে। আমাদের দেশে হাঙ্কের মাধ্যমে ম্যাস্কুলার ক্যাটাগরির ১৫০ সিসির মোটরসাইকেলের যাত্রা শুরু। বর্তমান ফিচারস, লুক, কালার সবই আপডেটেড কিন্তু চাহিদা সেই আগের মতই আছে। এই মাটরসাইকেলটিও দুই ভাবে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে একটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক এবং এর একটি হচ্ছে ডাবল ডিস্ক। এস ডি ভার্সনের মূল্য হচ্ছে ১৪৪৯৯০ টাকা এবং ডিডি ভার্সন এর মূল্য হচ্ছে ১৫৪৯৯০ টাকা।
হিরো হাঙ্ক ম্যাট এডিশন
আধুনিকতার ছোঁয়া দিতে এবং যুগোপযোগী করতে হিরো হাঙ্ক এসেছে আধুনিক গ্রাফিক্স ও ম্যাট কালারে। ফিচারস এবং পারফর্মেন্স আগের মতই আছে কিন্তু অনুভূতিটা পরিবর্তন হয়ে গেছে। বাজারে দুই ভ্যারাইটিতে এইটা পওয়া যাচ্ছে এবং এই নুতুন মডেলের এস ডি ভার্সন এর মূল্য হচ্ছে ১৪৯৯৯০ টাকা এবং ডিডি ভার্সনের মূল্য ১৫৯৯৯০ টাকা।
হিরো প্লেজার
দিন দিন স্কুটার জনপ্রিয় হয়ে উঠছে এবং সুধু ছেলে বা মেয়ে না উভয়ের মধ্যেই এইটা অনেক জনপ্রিয় হচ্ছে। ফ্লেক্সিবিলিটি, স্মুথ রাইডিং এর অভিজ্ঞতা এবং ট্রেন্ড সব কিছুই স্কুটারকে দিন দিন জনপ্রিয় করে তুলছে। শহরে ঘুরার জন্যে এটা পারফেক্ট এবং এই জন্যে সবাই এইটা নিয়ে চিন্তা করছে। তাই স্কুটার লাভার দের নিরাশ না করে হিরো দিচ্ছে ১০০ সিসির স্টাইলিশ স্কুটার। হিরো প্লেজার ১০০ তৈরি করি হয়েছে সমস্ত মডার্ন ফিচারস দিয়ে এবং একটি আদর্শ স্কুটারের সব কিছুই এইটাতে আছে। তাই যোগাযোগের এর বাবহারকারি নিঃসন্দেহে আনন্দের সে অনুভূতিটা পায়। হিরোর এর স্টাইলিশ স্কুটার পওয়া যাচ্ছে ১১৯৯৯০ টাকায়।
হিরোর মোটরসাইকেলের তালিকা গুলো দেখার পরে আমরা বলতে পারি হিরো সব সময় তাদের প্রোডাক্ট গুলো তাদের গ্রাহকদের যতটা সম্ভব সাধ্যের মধ্যে দেয়ার চেষ্টা করে তাই জলদি কিনুন।