হাংক! বাইকটি গত কয়েক দশক ধরে বেশিরভাগ বাইকারের কাছেই ভালবাসা এবং গ্রহনযোগ্যতার অন্য নাম। ইন্ডিয়া এবং বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটের অভ্যন্তরে প্রচুর ব্যবহারকারী হাংক বিপ্লব নিজের সামনে প্রত্যক্ষ করেছেন। এত বড় এচিভমেন্টের পরে,এখন সময় এসেছে নতুনভাবে হাংকেপ্রবর্তন করার, তাই হিরো নিয়ে আসতে চলেছে হিরো হাংক ১৬০ আর।
কিছু সময় আগেই হিরো বাংলাদেশী মার্কেটের১৬০ সিসি সেগমেন্টে প্রবেশ করেহিরো থ্রিলার ১৬০ আর এর মাধ্যমে। সিঙ্গেল চ্যানেল এবিএস, এফআই ইঞ্জিন, ডুয়াল ডিস্ক ভেরিয়েন্ট, ফাস্ট এক্সেলেরেশন, আকর্ষণীয় ডিজাইন, নেগেটিভ ডিসপ্লে প্যানেল এবং দুর্দান্ত কালার শেডসহ আধুনিক দিনের সকল ফিচারস নিয়ে এই বাইকটি বেশ ভাল সাড়া পেয়েছে। তাই ধরে নেওয়া যেতে পারে যে হিরো ব্যবহারকারীদের হিরো হাংক১৬০ আর দ্বারাও হতাশ করবে না। এখন প্রশ্ন “বাংলাদেশে হিরো হাংক ১৬০ আর বাইকের প্রত্যাশিত দাম” কত?
বিভিন্ন ফিচারসেরবিষয়ে লক্ষ্য করে, হিরোর সেলস নীতি এবং টিম মোটরসাইকেলভ্যালীর মার্কেট এনালাইসিসঅনুযায়ী হিরো হাংক ১৬০ আর বাইকের প্রত্যাশিত দাম১৮০০০০ টাকা হতে ২০০০০০ টাকার মধ্যে হতে পারে। হিরো হাংকের পূর্ববর্তী রেপুটেশন, বর্তমান সময়ের চাহিদা এবং ফিচারস অনুপাতে দামের রেঞ্জ এরকম থাকাটায় বাঞ্জনীয়। যদিও বাইকের ভ্যারিয়েন্ট এবং ফিচার বিবেচনায় এই নতুন হাংকের দাম উল্লেখিত প্রাইস রেঞ্জের থেকে কিছুটা কমবেশি হতে পারে।
সময় এবং ব্যবহারকারীদের চাহিদা অনুসারে সর্বোত্তম আপগ্রেডের সাথে হিরো হাংক ১৬০ আর এই সিরিজের উত্তরাধিকারী নতুন মুখ হবে। ২০০৭ সালে হিরো এবং হোন্ডা এই বাইকটি যৌথভাবে তৈরি করেছিল। বাংলাদেশের মার্কেটে এটি তখন থেকেই পাওয়া যায়। হোন্ডা যখন হিরোর সাথে তাদের কোলাবরেশন ছেড়েদিল তখনও এই বাইকের চাহিদা বেশ ভাল ছিল। সেই চাহিদা পূরণ করে হিরো নতুন কসমেটিক্স এবং ফিচারের সাথে তাদের এই ১৫০ সিসি সেগমেন্টেড বাইকটি চালিয়ে যায়। তবে সময় এখন পরিবর্তন হয়েছে, বিশেষত বাংলাদেশের মার্কেটে এখন ১৬০ সিসি বাইক প্রচলিত, তাই হিরো আপনাদের দাবিগুলি পূরনের আসায়সাম্প্রতি সময়ে বাংলাদেশের বাজারে হিরো হাংক ১৬০ আর নিয়ে আসবে বলে জানা যাচ্ছে। আরও আকর্ষণীয় ডিজাইনের সাথে, আধুনিক সময়ের বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় কালারের সাথে পাওয়া যাবে হিরো হাংক ১৬০ আর।