হিরো নামের সাথে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে একটি আবেগ জড়িয়ে আছে। দেশের বাজারে হিরো শুরু থেকেই তাদের বাইক দিয়ে চমক দেখিয়ে আসছে এবং তারা নিত্য নতুন বাইকের ডিজাইন, ফিচারস এবং কীভাবে গ্রাহকদের কাছে আরও ইউজার ফ্রেন্ডলি করা যায় সে বিষয় নিয়ে কাজ করছে। যার মধ্যে উল্লেখযোগ্য হিরো বাংলাদেশের মার্কেটে লো- সেগমেন্টে বড় মার্কেট শেয়ার ধরে রাখতে সক্ষম হয় এছাড়াও সাধ্যের মধ্যে মূল গ্রাহকদের হিরো বাইক কিনতে আকৃষ্ট করেছে। এর পাশাপাশি বাংলাদেশের মার্কেট প্রথম মাস্কুলার বাইক হিরো হাংক বেশ জনপ্রিয়তা লাভ করে যা এখনও বিদ্যমান।
তবে বিগত কয়েকবছর আগে তারা ১৬০সিসির বাইক বিক্রয় ও বিপণন এর ব্যপারে তেমন সাড়া না পাওয়ার কারণে অনেকেই মনে করেছিলেন যে হিরো হয়তো এবারে আর ঘুরে দাঁড়াতে পারবেন না কিন্তু প্রতিটা বিষয়ের একটি ট্রাম কার্ড বা গেম চেঞ্জার থাকে যেটাতে সেই কোম্পানীর ভ্যালূ আরও বেশি সংযোজন করে। হিরো এর কাছে সেই ট্রাম কার্ড বা গেম চেঞ্জার হচ্ছে Hero Karizma XMR 210।
বাংলাদেশে সিসি লিমিট ১৫৫ থেকে ১৬৫ তে বর্ধিত হবার পাশাপাশি সেই সময় বাংলাদেশের মার্কেটে কাস্টমারদের মাঝে চাহিদাগত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় । তারা আশা করেছিলো সকল ব্র্যান্ড সমুহ মার্কেটে নতুন কিছু উপহার দিবে যা সিসি তেও বেশি হবার পাশাপাশি দেখতেও হবে আকর্ষণীয় । বাজাজ, হোন্ডা, টিভিএস সহ অন্যান্য আরও বাইক কোম্পানীগুলো ১৬০ সিসিতে প্রবেশ করলেও হিরোর কাছে ১৬০ সিসিতে তেমন কোন অপশন ছিলো না। যদিও ১৬৫সিসি পর্যন্ত অনুমতি হবার প্রায় ২ বছর পর হিরো মার্কেটে নিয়ে আসে ১৬০ সিসির হিরো থ্রিলার বাইক কিন্তু ততখনে অনেক দেরি হয়ে গিয়েছিলো, যার ফলে গ্রাহকদের ১৬০ সিসি বাইকের প্রতি আকর্ষণ বা অনুভুতি কমে যাওয়ার কারণে হিরো থ্রিলার বাইকটি ফিচারস ও টেকনোলোজির দিক থেকে এগিয়ে থাকলেও গ্রাহকদের থেকে তেমন ভালো রেসপন্স লাভ করতে পারেনি। এই সময় এর মাঝে হিরো তাদের বেশ কিছু পুরাতন মডেল এর নতুন ভার্সন নিয়ে আসে যার মধ্যে Hunk 150 R অন্যতম।
হিরোর ফিরে আসা ছিলো সময়ের দাবি যা বেগবান করেছে বাংলাদেশের মার্কেটে নতুনভাবে ২০২৩ সালে হাই সিসি বাইকের অনুমোদন পাওয়া। হিরো আগে থেকেই প্রস্তুত ছিলো যে সিসি লিমিট বর্ধিত করলে তাদের গেম চেঞ্জার Hero Karizma XMR 210 বাইকটা বাজারে নিয়ে আসবে এবং সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে তারা জমকালো অনুষ্ঠানের মাধ্যেম Hero Karizma XMR 210 এবং Hero Thriller 4V বাইকটা দেশের বাজারে এনেছে ।
Hero Thriller বাইকটি প্রথমের দিকে বাইকারদের মাঝে তেমন সাড়া না ফেলতে পারলেও পরবর্তী সময়ে ডিজাইন পরিবর্তন করার পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় Thrilier 4V মডেলটি আশা করা যাই বাইকারদের মন জয় করতে সক্ষম হবে।
Hero Karizma XMR 210 এর কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এর আকর্ষণীয় আউটলুকের কথা. পাশাপাশি ফিচারস এর দিক থেকেও বেশ সমৃদ্ধ। এছাড়াও ইন্ডিয়ান মার্কেটে Karizma একটি আবেগের নাম যার সাথে আছে দীর্ঘ ২০ বছরের ইউজার অভিজ্ঞতা যা বাংলাদেশের মার্কেট ও বেশ সাড়া ফেলতে সক্ষম। যার বহিঃপ্রকাশ Karizma XMR 210 মেগা প্রি বুকিং এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি।
সর্বপরি হিরো তাদের মার্কেটে পুরোনো যে আবারো মজবুতভাবে ফিরে পাবার দিকে বেগবান ভাবে এগিয়ে যাচ্ছে এবং আশা করা যায় হাই সিসি তে হিরো সামনের দিনে যে বাইকগুলো বাংলাদেশের মার্কেটে নিয়ে আসবে তা মার্কেট সেগমেন্ট অনুযায়ী নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। উল্লেখ্য Hero Hero Xpulse 200T , বাইক বাংলাদেশের মার্কেটে খুব শীঘ্রই আসবে বলে আশা করা যায়। হিরোর বর্তমান অবস্থান ও ভবিষ্যতের প্রস্তুতি থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে হিরোর হিরোগিরি বাংলাদেশের বাজারে আবারো শুরু হয়ে গেছে এবং এটা অব্যাহত থাকবে।