ইন্ডিয়ান মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানী মোটরসাইকেল প্রেমিদের জন্য নিয়ে এসেছে বছরের বড় মোটরসাইকেল প্রতিযোগিতা যার নাম দেওয়া হয়েছে “মাই হিরো মাই স্টোরি”। এই প্রতিযোগীতার প্রথম রাউন্ডের সমাপ্তি ঘটবে ১৭ই অক্টোবর ২০১৭।
বাংলাদেশে হিরো কে নিয়ে নতুন করে বলার কিছু নেই অনেক আগে থেকেই তারা সুনামে সাথে ব্যবসা করা আসছে। ইন্ডিয়ান এই প্রস্তুতকারক কোম্পানী চেষ্টা করে গ্রাহকদের সাধ্যের মধ্যেই ভাল মানের প্রোডাক্ট সরবরাহ করা এবং তারা সেটা করতে সক্ষম হয়েছে। খুব সম্প্রতি হিরো তাদের ১৫০ সিসির একটি বাইক নিয়ে হাজির হয়েছে যেটা ১৫০ সিসি সেগমেন্টের মধ্যে অনেক কমদামী, ভাল ফিচার সমৃদ্ধ একটি বাইক যার নাম হল হিরো এচিভার। বাইকটিতে আধুনিক সকল ফিচারস রয়েছে এবং দামটা গ্রাহকদের সাধ্যের মধ্যেই। হিরো তাদের প্রতিযোগিতায় বিজয়ী ব্যাক্তিকে ব্র্যান্ড নিউ এচিভার বাইকটি উপহার দিতে যাচ্ছে।এই বাইকটিতে রয়েছে ১৪৯ সিসির এয়ার কুল্ড সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক OHC ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ১৩.৪ বিএইচপি@ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১২.৮০ এনএম@ ৫০০০ আরপিএম দিতে সক্ষম। ১৫০ সিসি সেগমেন্টের বাইকের মধ্যে শুধুমাত্র হিরো এচিভারেই i3s প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।এছাড়াও হিরো দাবি করে যে সকল আধুনিক ফিচারের সাথে এই বাইকটি ভাল মাইলেজ পাশাপাশি ভাল স্পীড দিতে সক্ষম। বাইকটির আরেকটি চমৎকার বিষয় হল এর দাম যেটা ১৩৫১০০ টাকা যেখানে এত কম দামে ১৫০ সিসি বাইক খুজে পাওয়া কষ্টকর। বাইকটি ফিচার এবং সব কিছু মিলিয়ে অনেক কম দামে একটি বাইক।
অংশগ্রহণকারীদের জন্য কিছু গাইডলাইনঃ
- অংশগ্রহণকারীকে অবশ্যই তার ভিডিও সাবমিট বা আপলোড করতে হবে যেখানে হিরো ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা নিয়ে ভিডিও শেয়ার করবেন।
- প্রত্যেকটি ভিডিও হতে হবে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে।
- ভিডিওতে অংশগ্রহণকারীর নিজস্ব হিরো বাইক থাকতে হবে।
- প্রত্যেক ভিডিও তে #myheromystory এই ট্যাগটি ব্যবহার করতে হবে।
- ভিডিওটি হিরো ব্যবহারকারীর নিজস্ব ফেসবুক একাউন্টে আপলোড করতে হবে এবং প্রাইভেসি সেটিং পাবলিক দিয়ে সেটিং করতে হবে।
- ভিডিওটির ভাষা অবশ্যই বাংলা বা ইংরেজী যে কোন একটি ভাষায় হতে হবে।
- টপ টেন অংশগ্রহণকারীর সাথে যোগাযোগ করা হবে এবং তাদের ভিডিও গুলো হিরো পেইজের এ্যালবাম আপলোড করা হবে।
- সর্বচ্চো লাইক, কমেন্ট, শেয়ার ভিডিও টি চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
- হিরো এই প্রতিযোগিতাটি যেকোন সময় বন্ধ কিংবা পরিবর্তনের ক্ষমতা রাখে।
- বিজয়ী প্রতিযোগীর সমস্ত দায়ভার হিরোর।
সুতরাং এটি নিঃসন্দেহে বলা যেতে পারে যে বিজয়ী প্রতিযোগী পাচ্ছেন একটি ১৫০ সিসির হিরো এচিভার।
বিস্তারিত:
https://www.facebook.com/HeroMotoCorpBD/