Yamaha Banner
Search

Hero Karizma XMR হাই সিসিতে আধিপত্য বিস্তার করতে পারে

2024-02-06

Hero Karizma XMR হাই সিসিতে আধিপত্য বিস্তার করতে পারে

hero-karizma-xmr-could-rule-the-higher-cc-game-1707201798.webp

সকল জল্পনা কল্পনা শেষ করে অবশেষে দেশের বাজারে দেখা মিলতে যাচ্ছে হিরোর হাই সিসি মডেলের বাইক , জনপ্রিয় বাইক, অনেক বাইকারের আবেগ ও ভালোবাসার বাইক Karizma XMR 210cc অচিরেই দেশের বাজারে এই বাইকটি আসতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে একমাত্র হিরো বাইকের পরিবেশক নিলয় মটরস। বিগত সময়ে আমরা দেখেছি যে ১৬৫ সিসি লিমিটি বর্ধিত করার পর হিরো তাদের বহরে অত্যাধুনিক ফিচারস সমৃদ্ধ বাইক Hero Thriller 160 বাজারে নিয়ে এসেছে এবং এখন বাংলাদেশের সরকার কর্তৃক সম্প্রতি ৩৭৫ সিসি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর ফলে অনেক বাইকাররা চেয়ে আছেন হাই সিসি বাইকের দিকে কারণ বাইকাররা একটু হলেও হাই সিসি বাইকের স্বাদ নিতে চান। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি “ কেন Hero Karizma XMR হাই সিসিতে রোল মডেল হতে পারে” ।

Hero Karizma XMR বাইকের যাত্রা?
Hero এর অন্যতম হাই সিসি Karizma সিরিজটি ইন্ডিয়ার বাজারে আসা প্রায় ২০ বছর অতিবাহিত করেছে , এটা একটা বাইক সিরিজের জন্য বড় একটি বিষয়। ২০০৩ সালের মে মাসে এই সিরিজটা প্রথম লঞ্ছ করা হয় । এই ২০ বছরের মধ্যে সিরিজটা বিভিন্ন ফিচারস সংযোজন করে গ্রাহকদের সামনে উপস্থিত হয়েছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক Karizma সিরিজের যাত্রাঃ-
Hero Honda Karizma – ২০০৩ সাল ।
Hero Honda Karizma R – ২০০৭ সাল ।
Hero Honda Karizma ZMR – ২০০৯ সাল।
Hero Karizma XMR – ২০২৩ সাল

Hero Karizma XMR এর Technical Specification

XMR এর আকর্ষণীয় আউটলুকের পাশাপাশি আধুনিক ফিচারস সম্বলিত একটি মোটরসাইকেল যা একজন বাইকারকে স্মুথ রাইডিং অভিজ্ঞতা দিতে সক্ষম।

Hero Karizma XMR ২১০ সিসির একটি শক্তিশালী ইঞ্জিন সমৃদ্ধ বাইক যার এই সেগমেন্টের মধ্যে রয়েছে ফুল বডি কিটের সাথে বোল্ড লুকস ।

আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি Karizma XMR ফিচারস এর দিক থেকে বেশ সমৃদ্ধ। ইঞ্জিনের বিষয়ে তারা রেখেছে Single Cylinder Liquid Cooled Engine, EFI technology , Double over head camp equipped with 4 valve 6 speed gear box.

এছাড়াও রয়েছে সেফটি ফিচারস Assist and Slipper Clutch Technology যা তারা এই বাইকের মাধ্যমেই প্রথম বাজারে নিয়ে এসেছে । একই সাথে অন্যান্য ফিচারস এর মধ্যে রয়েছে Dual Channel ABS breaking system, Electric Start Option, Powerful 210cc ইঞ্জিন যা 25.5PS@ 9,250RPM এবং টর্ক 20.4Nm @ 7,250RPM পাওয়ার উৎপন্ন করতে পারে, ১৪০ এবং ১০০ সেকশনের মোটা টায়ার, সামনের Telescopic এবং পেছনের Monoshock সাসপেনশন, আকর্ষণীয় মিটার ডিসপ্লে, ৩০০ মিমি এর Front Disc Break .

এই সকল বৈশিষ্ট্যের কারণ Hero Karizma XMR বাইকটি কে এই সেগমেন্টে একটু হলেও আলাদা করা সম্ভব।

ইন্ডিয়ান ব্যবহারকারিদের মতামত
Hero Karizma XMR এর সুচনা হয়েছে ইন্ডিয়াতে এবং তারা প্রায় ২০ বছর ধরে এই সিরিজের সাথে পরিচিত। ইন্ডিয়ার রোড কন্ডিশন, বাইকারদের পছন্দ , চাওয়া- পাওয়া ইত্যাদি সমস্ত বিষয় আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি এবং সেটা এনালাইসিস করে তারা কেমন পারফরমেন্স পাচ্ছি এই বাইক থেকে সেটা নিম্নে তুলে ধরার চেষ্টা করেছিঃ-

- বাইকারদের কাছে এই বাইকের ডিজাইনটা বেশ ইউনিক ও এগ্রেসিভ মনে হয়েছে ।
- ইঞ্জিন পাওয়ার আউটপূত এর দিক থেকে অনেকেই এই বাইকটাকে এগিয়ে রেখেছেন।
- ব্রেকিং এর ক্ষেত্রে ডুয়াল চ্যানেল এবিএস থাকার কারণে খুব ভালো একটা সাপোর্ট পাওয়া যায়।
- সামনের ও পছনের ডিস্ক সাইজ বড় ফলে ব্রেকিং ভালো হয়।
- সিটিং পজিশন, কর্নারিং পজিশন ইত্যাদি থেকে বাইকাররা ভালো ফিডব্যাক পাচ্ছে।
- এসিস্ট ও স্লিপার ক্লাচ থাকার কারণে গিয়ার অনেক স্মুথ হয়েছে।
- এফআই থাকার ফলে অনেকেই মাইলেজ নিয়ে প্রশংসা করেছেন।

বাংলাদেশের পরিপ্রেক্ষিতে Karizma XMR

Hero বাংলাদেশের বাজারে বাইকারদের কাছে অনেক পরিচিত, বিশ্বস্ত, গ্রহণযোগ্য সর্বপরি আবেগের একটি ব্র্যান্ড। হিরো বাইকপ্রেমিদের সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ড তার ভালো অবস্থান জানান দিয়েছে। বাইকারদের মধ্যে হাই সিসি নিয়ে একটা আশা ছিলো যে Hero বাংলাদেশের বাজারে হাই সিসি বাইক আনবে এবং অনেকের স্বপ্ন পুরন করবে , তারই ধারাবাহিকতায় Hero এবারে তাদের অনেক জনপ্রিয় হাই সিসি বাইক Hero Karizma XMR খুব শীগ্রই দেশের বাজারে আনতে যাচ্ছে।

দাম কেমন হতে পারে?
দামের বিষয় নিয়ে যদি আমরা বলি তাদের দেখতে পাই যে বিগত সময়ে হিরোর যে বাইকগুলো দেশের বাজারে এসেছে সেগুলোর মার্কেট প্রাইজ অন্যান্য বাইকের থেকে সিসি ভেদে তুলনামূলক সহনীয় রাখা হয়। এই বাইকের ক্ষেত্রে আশা করা যায় হিরো তার গ্রাহকদের চমকপ্রদ একটি দাম অফার করবে ।

সবশেষে আশা করা যায় XMR বাংলাদেশের হাই সিসি বাইক সেগমেন্টে হবে আধুনিক বৈশিষ্ট্য সমৃদ্ধ বেস্ট বাইক ইন বেস্ট প্রাইজ।

Bike News

CFMoto Bikes in Bangladesh
2024-11-20

CFMoto is basically a Chinese motorcycle brand that has gained a great reputation all over the world and although it is on the upc...

English Bangla
CFMOTO: The Prestigious Red Dot Design Award Winner
2024-11-18

In the world of design, few awards carry as much prestige and recognitionas the Red Dot Design Award. Since its inception, thi...

English Bangla
Gear up with Lifan - held in Rajshahi with Lifan bikers
2024-11-16

Gear up with Lifan (a meet-up program for Lifan bike users and Lifan bike lovers) was organized by Motorcycle Valley in Rajsha...

English Bangla
Yamaha Wall Of Memories Yamahas 8th Anniversary in association with ACI Motors
2024-11-11

Yamaha has organized a special virtual event to bring all the memories together of all of you who are associated with Yamaha. ...

English Bangla
Lifan Bike Price in Bangladesh November 2024
2024-11-10

Lifan motorcycle brand in Bangladesh has long been providing sports, commuter and premium quality scooters at affordable pri...

English Bangla

Related Motorcycles

Filter