Yamaha Banner
Search

Hero নিয়ে এলো নতুন PASSION XRPO XTEC এবং THRILLER 160R

2022-06-18

Hero নিয়ে এলো নতুন PASSION XRPO XTEC এবং THRILLER 160R

hero-news-1655528809.jpg
হিরো মটোকর্র্প লিঃ বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে হিরো মটোকর্র্প সবসময়ই তাদের পন্যের মানউন্নয়নে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন প্যাশন এক্সপ্রো এক্সটেক এবং থ্রিলার ১৬০আর এর দুটি নতুন এবং আপডেট সংস্করণ যা মোটরসাইকেল সেগমেন্টে যোগ করেছে নতুন মাত্রা।

১৪ জুন সন্ধ্যায় বনানীতে অবস্থিত হোটেল শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হয় নতুন প্যাশন এক্সপ্রো এক্সটেক এবং থ্রিলার ১৬০আর এর জমকালো লঞ্চিং ইভেন্টটি। এতে উপস্থিত ছিলেন হিরো মোটরসাইকেল ও নিলয় মটরস্ লিঃ এর উদ্ধতন কর্মকর্তা ও হিরো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরেফিন শুভ উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কর্ণিয়া।

আধুনকি ডিজাইন, র্সবাধুনকি প্রযুক্তি সমৃদ্ধ নতুন মোটরসাইকলেগুলি তরুণদরে আকৃষ্ট করবে। মোটরসাইকেলের বাজারে হিরোর অবস্থান জোরদার করতে মোটরসাইকেলগুলি বিশেষ অবদান রাখবে। দেশের বাজারে নতুন মোটরসাইকেল গুলো পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে, প্যাশন এক্সপ্রো এক্স টেক   মূল্য থাকছে ১২৪,৪৯০/- টাকা এবং থ্রিলার (সিঙ্গের ডিস্ক) ১,৯৩,৯৯০/- টাকা এবং থ্রলিার  (ডাবল ডিস্ক) ২,০৩,৯৯০/- টাকা। দুটি মোটরসাইকলেই ২২ জুন থেকে সকল ডিলারশিপে থাকবে।লঞ্চের বিষয়ে মন্তব্য করতে গিয়ে হিরো মটোর্কপ লিঃ এর হেড অব গ্লোবাল বিজনেস সঞ্জয় ভান বলেন, “বাংলাদশে আমাদরে সবচেয়ে গুরুত্বর্পূণ বাজারগুলরি মধ্যে একটি, আমরা এখানে নিয়মিতভাবে আমাদের গ্রাহকদরে জন্য আকর্ষণীয় পণ্য এবং সেবা প্রদানে বদ্ধপরিকর। এবং আমরা আত্মবশ্বিাসী যে এটি আমাদের দেশের ব্র্যান্ডকে আরও প্রসারতি করতে সক্ষম করবে। এই নতুন মোটরসাইকেল দুটির অত্যাধুনিক ফিচার ও আকর্ষণীয় ডিজাইন একাধিক গ্রাহককে আকৃষ্ট করবে। আমরা গ্রাহকদরে জন্য আমাদের বশ্বৈকি পণ্যের র্সবশষে পরসির চালু করতে থাকব।”

২০১৪ সাল থেকে হিরো মটোকর্প লিঃ এবং নিটল নিলয় গ্রুপের যৌথ উদ্যেগে বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত একটি ম্যানুফ্যেকচারিং ফ্যাক্টরী স্থাপন করে যশোরে, যার নাম “এইচ এম সি এল নিলয় বাংলাদেশ লিমিটেড” (এইচ এন বি এল)। যেটি বছরে ২.৫ লক্ষ মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। ক্রেতা সাধারনের মধ্যে হিরো মটোকর্প তার ব্র্যান্ড এর প্রতি বিশ্বস্ততা অর্জন করেছে দৃষ্টি নন্দন প্রোডাক্ট রেঞ্জের মাধ্যমে। HF Deluxe, Splendor+, iSmart Plus, Passion Xpro, Passion XPro XTEC, Glamour, Ignitor Techno, Hunk 150, Hunk 150R, Thriller 160R.

অল্প সময়ের মধ্যে, হিরো বাংলাদেশের মোটরসাইকেল বাজারে শীর্ষস্থানীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশে হিরোই একমাত্র প্রত্যেক মডেলে নিশ্চিত করছে ৫ বছরের ওয়ারেন্টি। নিলয়-হিরো দেশ জুড়ে ৫০০ টির ও বেশী টাচ পয়েন্টে দক্ষতার সাথে গ্রাহকদের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করছে।


The Passion XPRO XTEC

১১০ সিসি সেগমেন্টের এই প্রথম আধুনিক সব ফিচার সমৃদ্ধ নতুন প্যাশন এক্সপ্রো এক্সটেক এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্মার্ট কানেক্টিভিটি, সম্পূর্ণ নতুন ডিজিটাল ক্লাস্টার সহ নীল-ব্যাক লাইট, আকর্ষণীয় অন-ডিসপ্লে, ফোন কলারের নাম, মিসড কল এলার্ট এবং এসএমএস নোটিফিকেশ ও মোবাইল ফোনের  ব্যাটারির পার্সেন্টেজ এবং সার্ভিস ডিউ রিমাইন্ডার।

এছাড়াও প্যাশন এক্সপ্রো এক্সটেক এ রয়েছে প্রজেকশন এল ই ডি হেড লাইট যার ফলে আপনি পাচ্ছেন সেগমেন্টের শ্রেষ্ঠ উজ্জ্বলতা এবং গতানুগতিক হ্যালোজেন হেডলাইটের থেকে ১২% অতিরিক্ত আলোর পরিধি।
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্যাশন এক্সপ্রো এক্সটেক এ রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম সহ লো-ফুয়েল ইডিকেটর। মোটরসাইকেলটি রাইডারদের ব্যক্তিত্বের সাথে মানানসই দুটি নতুন আকর্ষণীয় রঙে এসেছে - টেকনো ব্ল এবং স্পোর্টস রেড।

ইঞ্জিনঃ

এটি পরিবেশ বান্ধব BS-6 কমপ্লায়েন্ট ১১০ সিসির ইঞ্জিন, যার সর্বোচ্চ পাওয়ার আউটপুট 7.0 (9.4) kW (PS) @ 7500 rpm এবং সর্বোচ্চ 9.0 Nm @ 5500 rpm এর টর্ক উৎপন্ন করে।

The Thriller 160R

নতুন ফিচার:

আপডটে করা থ্রিলার ১৬০আর এ রয়েছে USB চার্জার এবং ইঞ্জনিকে ধুলো/কাদা থেকে রক্ষা করার জন্য নতুন বেলিপ্যান। রাইডার ও পিলিয়নের সুবিধার্থে রয়েছে আরামদায়ক সিট ও গ্র্যাব রেল, এছাড়া নতুন থ্রিলারের ফুয়েল ট্যাঙ্কে যোগ করা হয়েছে ট্যাঙ্ক প্যাডে ও আর্কষণীয় বডি গ্রাফিক্স স্কিম।

নজর-কাড়া আধুনকি স্ট্রটি ফাইটার মটরসাইকেলটি উন্নত প্রোগ্রামড ফুয়লে-ইনজকেশন দ্বারা চালতি হয়। এছাড়াও রয়েছে হিরো’র নিজস্ব এক্সসেন্স টেকনোলজি যা ১০টি অত্যাধুনিক সেন্সর এর মাধ্যমে নিশ্চিত করে সেরা এক্সিলারেশন, ঘন্টায় ০-৬০ কিলোমিটার স্পিড উঠে মাত্র ৪.৭ সেকেন্ডে এবং ব্রেকিং কন্ট্রোল নিশ্চিত করতে থ্রিলার ১৬০আর বাইকটিতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এছাড়াও রয়েছে থ্রিলিং এক্সিলারেশন এবং অধিক জ্বালানী সাশ্রয়। ভালো কন্ট্রোল এর জন্য রয়েছে ওয়াডার টায়ার এবং সব ধরনের রাস্তায় আরামদায়ক ভাবে চলার জন্য বাইকটিতে রয়েছে সেভেন ষ্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন, অটো সেল টেকনোলজি, এলইডি হেড লাইট এবং সামনে ও পেছনের ইন্ডিকেটর লাইট সহ সম্পূন্ন এলই ডি প্যাকেজ, আরো রয়েছে সম্পূন্ন ডিজিটাল স্পিডোমিটার, আধুনিক মর্ডান ও সেফ্টি ফিচার বাইকটিকে আরো সমৃদ্ধ করেছে। গ্রাহকদের জন্য বাইকটি ৩টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে (স্পোর্টস রেড, পার্ল সিলভার হোয়াইট এবং ভাইব্রেন্ট ব্ল)

Bike News

Lifan Bike Price in Bangladesh March 2025
2025-03-20

Lifan is one of the best motorcycle brands in the Bangladeshi motorcycle market, whose reputation is heard by bike lovers of a...

English Bangla
Suzuki Bike Price in Bangladesh March 2025
2025-03-18

Suzuki is a leading and very popular Japanese motorcycle brand in the motorcycle market of Bangladesh. As because, most of their p...

English Bangla
Lifan giving flash sale on the occasion of Eid
2025-03-16

Lifan is a very familiar name to the diverse bike lovers of Bangladesh, each of whose bikes is attractive to bike lovers, whic...

English Bangla
3 best commuter bikes of Honda
2025-03-12

Honda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh March 2025
2025-03-11

Bajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...

English Bangla
Filter