“নতুন বছর শুরু হোক হিরো’র সাথে” এই স্লোগানকে সামনে রেখে হিরো তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশাল অফার।তারা নতুন বছরে অর্থাৎ জানুয়ারী মাসে তাদের বাইকগুলোর দাম কমিয়েছে। হিরো এর পূর্বেও তাদের বাইকগুলোর দাম কমিয়ে আসছে এবং তারা চায় যে তাদের বাইকগুলো গ্রাহকদের হাতের নাগালে থাকুক।ভালো ফিচারস, ভালো পারফরমেন্স এসব কিছু রয়েছে হিরোর প্রত্যেকটি মোটরসাইকেলে এবং শুরু থেকেই হিরো গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে। বর্তমান বাজাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে একমাত্র হিরো ভালো মানের বাইক খুব স্বল্প দামে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক নতুন বছরে হিরো তার কোন কোন বাইকগুলোর দাম কমিয়েছে।
হিরো স্প্লেন্ডর প্লাস
১০০ সিসির এই বাইকটির ডিজাইন অনেক মার্জিত এবং ডিজাইনের পাশাপাশি কিছু কিছু অংশে সুন্দর গ্রাফিক্স লক্ষ্য করা যায়। ইঞ্জিনে রয়েছে ৫.৫ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ৭.৯৫ এন এম ম্যাক্স টর্ক। হিরো দাবি করে যে তাদের এই ১০০ সিসির বাইকটি মাইলেজ দিবে লিটারে ৬০ কিমি এবং টপ স্পীড দিবে ৯০ কিমি প্রতি ঘণ্টা। বাইকটির ওজন ১০৯ কেজি। সব মিলিয়ে বাইকটির সর্বশেষ দাম ১০১৯৯০ টাকা।
হিরো এইচ এফ ডিলাক্স
মার্জিত লুক, সুন্দর ডিজাইন ও ডাইমেনশন, সহনীয় দাম এসব কিছু রয়েছে ১০০ সিসির এই বাইকটিতে। অন্যান্য ১০০ সিসি বাইকের তুলনায় এই বাইকটি কোনো অংশে পিছিয়ে নেই। ইঞ্জিনের রয়েছে ৯৭.২ সিসির ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ৫.৭৮ বিএইচপি এবং ম্যাক্স টর্ক ৮.০৪ এনএম। বাইকটি মাইলেজ দিবে প্রায় ৬০ কিমি প্রতি লিটারের মতো এবং টপ স্পীড দিবে ঘণ্টায় ৯০ কিমি এবং এর ওজন রয়েছে ১১২ কেজি। বাইকটির সর্বশেষ দাম ১০০৯৯০ টাকা।
হিরো আই স্মার্ট
১১০ সিসির এই বাইকটিতে রয়েছে অত্যাধুনিক কিছু ফিচারস এবং নজরকাড়া ডিজাইন যেটা গ্রাহকদের চোখ জুড়িয়ে দিবে। ডিজাইনের দিক দিয়ে বাইকটির রয়েছে সুন্দর আকারের ফুয়েল ট্যংকার, লম্বা ও প্রশস্থ সিটিং পজিশন এবং এর ইঞ্জিনে অত্যাধুনিক i3s প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ভালো মাইলেজ সরবরাহ করতে সক্ষম। হিরো দাবি করছে যে তাদের এই বাইকটি মাইলেজ দিবে ৭৫ কিমি প্রতি লিটার। বাইকটির সর্বশেষ দাম ১১৪৯৯০ টাকা
হিরো হাংক
১৫০ সিসির মধ্যে হিরোর এক অনবদ্য সৃষ্টি হল হিরো হাংক। এই বাইকটি বাংলাদেশের গ্রাহকদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। বাইকটির মাস্কুলার লুক,ভালো ইঞ্জিন শক্তি এবং সুন্দর গঠন এসব কিছু গ্রাহকদের নজরকাড়তে সক্ষম হয়েছে। ইঞ্জিনে রয়েছে ১৫.৬ বিএইচপি ম্যাক্স পাওয়ার এবং ১৩.৫ এনএম ম্যাক্স টর্ক। সব মিলিয়ে ১৫০ সিসির এই বাইকটির বর্তমান দাম ১৫৯৯৯০ টাকা।
হিরো গ্ল্যামার ১২৫ সিসি
কর্পোরেট লেভেলের মানুষের এই বাইকটি বেশি ব্যবহার করতে দেখা যায় অন্যদিকে মার্জিত লুক হওয়ায় তরুণেরাও এই বাইকটার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে। সুন্দর ডিজাইন ও গ্রাফিক্স, ১২৫ সিসি হিসেবে অনেক মাস্কুলার লুক, ভালো ইঞ্জিন শক্তি ও মাইলেজ এসব কিছু হিরো গ্ল্যামারকে গ্রাহকদের কাছে অনেক জনপ্রিয় করে তুলেছে। বাইকটির সর্বশেষ দাম ১২৪৯৯০ টাকা
হিরো এচিভার
১৫০ সিসি অন্যান্য বাইকের তুলনায় বর্তমান বাজারে হিরো এচিভারের দাম তুলনামূলক কম রয়েছে। অন্যদিকে বাইকটি দেখতে অনেক সুন্দর এবং ১৫০ সিসি বাইকের যে সকল বিষয় থাকা প্রয়োজন তা সবটাই আছে এই বাইকটিতে। হিরো দাবি করে যে তাদের এই ১৫০ সিসি বাইকটির মাইলেজ হবে ৫০ কিমি প্রতি লিটার। হিরো এচিভারের বর্তমান মুল্য ১৩৫১০০ টাকা
তাই আর দেরি না করে আপনার নিকটস্থ শোরুমে গিয়ে পছন্দের বাইকটি লুফে নিন এবং নতুন বছরটাকে আরও আনন্দময় করে তুলুন।