বর্তমান বাইকের বাজারের দিকে খেয়াল করলে দেখা যায় যে প্রায়ই কোন না কোন বাইকের দাম কমছে। এভাবে কোম্পানি গুলার দাম কমানোর পেছনে অবশ্য অনেক কারণ আছে। অনেক আমদানিকারক আছেন যাদের আগের তুলনায় অনেক কম ট্যাক্স দিতে হচ্ছে আবার কিছু কোম্পানি তাদের পন্য আমাদের দেশেই উৎপাদন করছে। সেগুলোর মধ্যে হিরো একটি যারা আমাদের দেশের অভ্যন্তরে তাদের পন্য উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে আর এই কারনে তাদের পন্যের দাম প্রায়ই নিচের দিকে নেমে যাচ্ছে। সম্প্রতি তারা তাদের সব ধরনের বাইকের নতুন দামের তালিকা প্রকাশ করেছে এবং আমাদের পাঠকদের সুবিধার কথা বিবেচনা করে নিম্নে তা তুলে ধরা হলঃ
এইচএফ ডিলাক্স সেলফ স্টার্টঃ
হিরোর ১০০সিসির এই বাইকতা দারুন মার্জিত একটি বাইক, এর ইঞ্জিন পারফরমান্স অসাধারন বিশেষত মাইলেজ। কালার কম্বিনেশনটা চোখে পড়ার মত তবে সময়ের চাহিদা ও যুবক প্রয়োজন অনুযায়ি তেমন স্টাইলিশ না কিন্তু প্রতিদিনের যোগাযোগের ক্ষেত্রে এটি যথেষ্ট ভাল। পুর্বে এর মুল্য ছিল ১,০৭,১০০ টাকা যা বর্তমানে ১,০০,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
হিরো স্প্লেন্ডর+ সেলফ স্টার্টঃ
এইটা হিরোর বহুল ব্যবহৃত এবং বহুল প্রচলিত একটি বাইক কমিউটার বাইক যার ১০০সিসির ইঞ্জিন বেশ ভাল এক্সেলেরেশন দেয়, একই সাথে সন্তোষজনক মাইলেজ এবং কম্ফোর্ট। আমাদের দেশে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোতে এই বাইক সবচেয়ে বেশি দেখা যায়। এর পুর্ব মুল্য হল ১,০৮,১০০ টাকা এবং বর্তমানে এটি পাওয়া যাচ্ছে ১,০১,৯৯০ টাকায়।
হিরো আইস্মার্টঃ
আধুনিক ফিচারে স্বয়ং সম্পুর্ন হিরোর একটি বাইক হল আই স্মার্ট। সুন্দর কালার কম্বিনেশন, উন্নত প্রযুক্তিসম্পন্ন এই বাইকের প্রতি যেকোন বয়সের রাইডার সহজেই আকৃষ্ট হয়। অন্যদিকে, এই বাইকটা মাইলেজও খুব ভাল দেয় যার পুর্ব মুল্য ছিল ১,২১,১০০ টাকা এখন এই বাইকটা পাওয়া যাচ্ছে ১,১৪,৯৯০ টাকায়।
হিরো গ্লামারঃ
১২৫সিসির এই বাইকটা বিশেষভাবে পরিচিত এর অসাধারন লুক, দারুন কালার কম্বিনেশন এবং পারফরমিং ফিচারের কারনে। ১২৫সিসির বাইক হিসেবে এটি দেখতে যেমন মাস্কুলার, এর সিটিং পজিশন এবং এর গঠন যেকোন বয়সের রাইডারের সাথে মানিয়ে যায় খুব সহজেই। আবার এর মাইলেজটাও অসাধারন যা সকলের কাছে ইতিবাচক হউয়ার অন্যতম কারণ। এই বাইকটা ডিস্ক এবং ড্রাম ব্রেকের সমন্বয়ে তৈরি একটি বাইক। এর বর্তমান মুল্য ১,২৪,৯৯০ টাকা।
হিরো এচিভারঃ
এই বাইকটা হিরোর সর্বশেষ ভার্সন ১৫০সিসির সেগমেন্টে। এটি একটি স্পেসিয়াল কমিউটার বাইক যা বাইকারের মন জয় করে নিয়েছে এর কম্ফোর্ট দিয়ে, ভাল মাইলেজ দিয়ে এবং মার্জিত এবং সকলের কাছে গ্রহনযোগ্য আউটলুক দিয়ে। অন্যান্য সকল বাইকের সাথে হিরো এই বাইকের দামও কমিয়েছে এবং এটি এখন পাওয়া যাচ্ছে ১,৩৫,১০০ টাকায়।
হিরো হাংকঃ
হিরোর সবচেয়ে জনপ্রিয়, আকর্ষনিয় এবং বহুল পরিচিত একটি বাইক হল হিরো হাংক। এটি সবসময়ই যুবক বাইকারদের কাছে অতি প্রিয় এবং পরিচিত যা এখন পুর্বের চেয়েও অনেক বেশি আধুনিক ফিচার সম্পন্ন। হিরো হাংক দুই ক্যাটেগরির পাওয়া যায়, একটি হল সিংগেল ডিস্ক ব্রেক এবং আরেকটি হল ডাবল ডিস্ক ব্রেক। সিংগেল ডিস্ক ব্রেক ভার্সনের বর্তমান দাম ১,৪৯,৯০০ টাকা এবং ডাবল ডিস্ক ভার্সনের দাম ১,৫৯,৯০০ টাকা।