হিরো মটোকর্প লিঃ বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে হিরো মটোকর্প সবসময়ই তাদের পন্যের মানউন্নয়নে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় ১৬০সিসির প্রিমিয়াম সেগমেন্টের গ্রাহকদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারের জন্য নিয়ে এলো বহুল প্রতীক্ষিত আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ বান্ধব BS-6 ইঞ্জিনের নতুন “THRILLER 160R” ভবিষ্যত প্রজন্মের বাইক।
আজ হিরো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এই দশকের সবচেয়ে এক্সাইটিং লঞ্চিং ইভেন্টি প্রচার করা হয়।
নজরকাড়া এই বাইকটিতে রয়েছে হিরোর নিজস্ব এক্সসেন্স টেকনোলজী যা ১০টি সেন্সরের মাধ্যমে নিশ্চিত করে সেরা এক্সেলেরেশন, ঘন্টায় ০-৬০ কিলোমিটার গতি ওঠে মাত্র ৪.৭ সেকেন্ডে এবং ব্রেকিং কন্ট্রোল নিশ্চিত করতে “THRILLER 160R” বাইকটিতে রয়েছে এন্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এছাড়াও রয়েছে থ্রিলিং এক্সেলেরেশন এবং অধিক জ্বালানী সাশ্রয়। ভাল কন্ট্রোলের জন্য রয়েছে ওয়াডার টায়ার এবং সবধরনের রাস্তায় আরামদায়কভাবে চলার জন্যে বাইকটিতে রয়েছে সেভেন স্টেপ এডজাস্টেবল মনোশক সাসপেনশন, অটো সেল টেকনোলজী, এল ই ডি হেডলাইট এবং সামনের ও পেছনের ইন্ডিকেটর লাইটসহ সম্পুর্ন এল ই ডি প্যাকেজ, আরও রয়েছে সম্পুর্ন ডিজিটাল স্পিডো মিটার। স্বাচ্ছন্দপুর্ন সীট ও স্পোর্টি লুক, ,মডার্ন সেফটি ফিচারস বাইকটিকে আরও সমৃদ্ধ করেছে।
ভারতের জয়পুরে বিশ্বমানের গবেষনা সংস্থা “সেন্টার ফর ইনোভেশন এন্ড টেকনোলজী” (সি আই টি) স্ট্রিট ফাইটার বাইকটির নকশা প্রণয়ন করেন। এডভেঞ্চার এবং রোমাঞ্চ প্রিয় মানুষরাই “THRILLER 160R” এর লক্ষ্য। হউক না দুরের রাস্তা বা শহরের, দুটোতেই সমান উপযোগী হউয়ায় “THRILLER 160R” বাইকটি পথ দাপিয়ে বেড়ানো তরুনদের সব ধরনের প্রয়োজনই মেটাবে।
বর্তমান সময়ে আধুনিক সব ফিচার সমৃদ্ধ ১৬০সিসির এই মোস্ট পাওয়ারফুল ইঞ্জিনের স্ট্রিট ফাইটার বাইকটি বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া জাগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ এবং বাইকটির মুল্য নির্ধারন করেন সিংগেল ডিস্ক ১,৮৯,৯৯০/- টাকা এবং ডাবল ডিস্ক ১,৯৯,৯৯০/- টাকা। গ্রাহকদের জন্যে বাইকটি ৩টি আকর্ষনীয় রং এ পাওয়া যাবে (স্পোর্টস রেড, পার্ল সিলভার হোয়াইট এবং ভাইব্রেন্ট ব্লু)।
হিরো মটোকর্প লিঃ এর সংক্ষিপ্ত বিবরনঃ
হিরো মটোকর্পের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ৮টি মানুফ্যাকচারিং ফ্যাক্টরী রয়েছে। তার মধ্যে ভারতে ৬টি, বাংলাদেশে ১টি এবং ১টি কলম্বিয়ায়। হিরো মটোকর্প বর্তমানে এশিয়া, আফ্রিকা, দক্ষিন এবং সেন্ট্রাল আমেরিকার ৩৭টি দেশে পন্য সরবোরাহ করে থাকে। জ্বালানী সাশ্রয়, নির্ভরযোগ্য, প্রানোচ্ছল পন্যের জন্যে সারা বিশ্বে লক্ষ লক্ষ গ্রাহকের কাছে হিরো সমাদৃত।
ক্রেতা সাধারনের মধ্যে হিরো মটোকর্প বিশ্বস্ততা অর্জন করেছে তাদের দৃষ্টিনন্দন প্রোডাক্ট রেঞ্জের মাধ্যমে। বাংলাদেশের বাজার হিরোর জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন, ২০১৪ সাল থেকে হিরো মটোকর্প লিঃ এবং নিটল নিলয় গ্রুপের যৌথ উদ্দ্যেগে বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি সমবলিত একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানী স্থাপন করে যশোরে, যার নাম, “এইচ এম সি এল নিলয় বাংলাদেশ লিমিটেড” (এইচ এন বি এল)। যেটি বছরে ২.৫ লক্ষ মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম।
অল্প সময়ের মধ্যে হিরো বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে শীর্ষস্থানীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশে হিরোই একমাত্র ব্রান্ড যা প্রত্যেক মডেলে নিশ্চিত করেছে ৫ বছরের ওয়ারেন্টি। নিলয় হিরো দেশজুড়ে ৩৮০টির বেশি টাচ পয়েন্টে দক্ষতার সাথে গ্রাহকদের বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করছে।
আরও বিস্তারিত জানতে, ভিজিট করুনঃ
http://www.niloyhero.com/thriller
FB:/HeroMotoCorpBD
লিখিত যোগাযোগঃ
Shafkat.sakin@niloymotors.com
Or
Choton.pal@niloymotors.com