Hero Thriller বাংলাদেশের বাজারে তার যাত্রা শুরু করে ২০২০ সালে, যাত্রার শুরু থেকে এই বাইকটা ফিচারস এর দিক থেকে বাইকারদের অনেক মনমুগ্ধ করে রাখে। এদিকে সহনীয় দামের মধ্যে বেশি বেশি ফিচারস থাকার কারণে এই বাইকের প্রতি বাইকারদের আকর্ষণ একটু বেশি দেখা যায়। আমাদের পার্শ্ববতী দেশ ইন্ডিয়াতে এই Hero Thriller বাইকের সেইম মডেল Hero Xtreme হিসেবে বাজারজাত করা হয়। বাইকারদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে Hero তাদের Hero Thriller মডেলের বাইকটি রিফ্রেশ মডেল হিসেবে নিয়ে আসে সামান্য কিছু বিষয় সংযোজন ও পরিবর্তন করে। এবারে তারা Hero Thriller 4V মডেলটি আরও গার্জিয়াস করতে যাচ্ছে শুরুমাত্র বাংলাদেশের বাইকারদের কথা মাথায় রেখে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক এই বাইকের মধ্যে কি কি রয়েছে।
Hero Thriller 4V এর ডিজাইন ও কস্টিউম
Hero Thriller 4V একটি নেকেড স্পোর্টস কমিউটার সেগমেন্টের বাইক সেটা আমরা প্রথম থেকেই দেখে আসছি। ডিজাইন দিক থেক এই বাইকের মধ্যে তেমন কোন আপডেট লক্ষ্য করা না গেলেও কস্টিউম বাঁ গ্রাফিক্স এর দিকে হিরো বিশেষ নজর রেখেছে এবং আকর্ষণীয় ভাবে তৈরি করেছে। ফুয়েল ট্যাংকারে রয়েছে স্পোর্টস লুকের একটি স্টিকার , রয়েছে আকর্ষণীয় ডিজাইনের ইঞ্জিন কাউল যা বাইকটির আউটলুকস কে আরএ বেশি গার্জিয়াস করেছে। এছাড়াও সামনের ইউএসডি সাসপেনশনের কারণে বাইকটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে।
ইঞ্জিন ও পারফরমেন্স
Hero Thriller 4V বাইকের ইঞ্জিনের মুল আকর্ষণ হচ্ছে এর ৪ ভালভের ইঞ্জিন। এই বাইকটাকে পাওয়ারফুল করার জন্য হিরো এখানে ব্যবহার করেছে ১৬৩ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ ভালভ, এফআই এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 16.67BHP@8,500RPM এবং ম্যাক্স টর্ক 14.6Nm@6,500RPM উৎপন্ন করতে পারে।
অন্যান্য ফিচারস
এই বাইকটিকে রাইডারের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব ফিচারস যা চলার পথকে আরও বেশি মসৃন করে তুলবে। বাইকটির দিকে প্রথমেই লক্ষ্য করলে দেখা যায় যে এখানে তারা সামনের দিকে ব্যবহার করেছে USD সাসপেনশন , তার পাশাপাশি আরও রয়েছে স্প্লিট সিটিং পজিশন, এলসিডি মিটার কনসোল , সকল লাইট এলিডি, পেছনের দিকে ৬ স্টেপ এডজাস্টেবল মনোশক সাসপেনশন, সামনের দিকে সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং এর সাথে ২৭৬ মিমি ডিস্ক ব্রেক, ইউএসবি চার্জার, ব্লুটুথ কানেটিভিটি সহ আধুনিক সব ফিচারস।
বাংলাদেশের প্রেক্ষাপটে Hero Thriller 4V
আমাদের দেশের বাজারের প্রেক্ষাপটে Hero Thriller 4V ফিচারসের দিক থেকে এই সেগমেন্টে অনেকটাই এগিয়ে থাকবে বলে আশা করা যায় , কারণ অন্যান্য নেকেড স্পোর্টস বাইকের যেসকল ফিচারস রয়েছে সেগুলোর থেকে একটু হলে Hero Thriller 4V বাইকের মধ্যে এক্সট্রা কিছু ফিচারস রয়েছে যা একধাপ এগিয়ে রাখার মতন। আমরা দেখেছি যে পুর্বের Hero Thriller সিরিজগুলো বাংলাদেশের বাজারে ভালো পারফরম রয়েছে এবং নতুন এই Hero Thriller 4V যদি দেশের বাজারে আসে তাহলে আশা করা যায় ফিচারস, ডিজাইন, কাস্টমার ফিডব্যাক ইত্যাদি দিক থেকে ভাল একটা সাড়া ফেলতে সক্ষম হবে।