খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে চলেছে Hero Xtream 125R , সম্প্রতি কিছু বছরে আমরা দেখেছি বিভিন্ন ব্র্যান্ডকে তাদের ১২৫ সিসি সেগমেন্টে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে, তার ধারাবাহিকতায় Hero Bangladesh নিয়ে আসছে তাদের এই নতুন বাইক, আর এই বাইকটিতে একটি নতুন ডিজাইন এবং কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা এই সেগমেন্টে খুব একটা দেখা যায় না । Hero Xtream 125R বাইকটি থেকে আপনি যেমন কমিউটার বাইকের সকল সুবিধা পাবেন তার সাথে আপনি sporty লুক ও ইউনিক ডিজাইন। এছাড়াও তারা আমাদেরকে কিছু নতুন ফিচার এর সাথে পরিচয় করিয়ে দিয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ ।
এই বাইকের কিছু ফিচার নিয়ে কথা বলা যাক।
• এই বাইকটিতে একটি 124.7cc ইঞ্জিন রয়েছে যা 10.5NM টর্ক @6000 RPM এবং 11.4 BHP শক্তি @ 8250 RPM উৎপন্ন করে।
• কোম্পানির দাবি যে এই বাইকের মাইলেজ প্রায় 66kmpl.
• এই বাইকটিতে 37mm ফ্রন্ট টেলিস্কোপিক এবং রিয়ার মনোশক সাসপেনশন রয়েছে।
• এই বাইকটিতে একটি IBS এবং সিংগেল চ্যানেল ব্রেকিং সিস্টেম রয়েছে, সামনে একটি ডিস্ক ব্রেক রয়েছে এবং পিছনে একটি ড্রাম ব্রেক রয়েছে।
• সামনের টায়ার 90/90-17।
• পিছনের টায়ার 120/80-17।
• এই বাইকটির ওজন 136 কেজি।
• সিটের উচ্চতা 794 মিমি।
এই বাইকটি আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক জনপ্রিয়, তাই এখন এই বাইক সম্পর্কে কিছু ব্যবহারকারীর মতামত সম্পর্কে কথা বলা যাক।
ভালো দিকঃ
• লুকস অন্যান্য ১২৫ সিসি বাইকের চেয়ে বেশি ভালো।
• ১২৫ সিসি বাইক হিসাবে এর বিল্ড কোয়ালিটি বেশ ভালো
• সামনের ABS ব্রেক খুব ভালো
• পাওয়ার ফুল ইঞ্জিন
• Sporty লুক এবং ডিজাইন
নেতিবাচক জিনিস:
• পিছনের ব্রেক ভাল হতে পারতো।
• পিছনের টায়ার Hugger এর কোয়ালিটি ভালো খুব একটা ভালো মানের না।
125cc সেগমেন্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারন শহরে যাতায়াতের ক্ষেত্রে বেশির ভাগ মানুষ কমিউটার বাইক পছন্দ করে, তবে এই বাইকে আপনি কমিউটারের সকল সুবিধার সাথে ভালো ফিচারস পাচ্ছেন যা দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
সুতরাং এর প্রতিযোগী হল:
• TVS Raider 125
• Bajaj Discover 125
• Honda sp 125
• Suzuki GSX 125
• Yamaha Saluto 125
উপরোক্ত বাইকগুলোর সাথে লুকস, ইঞ্জিন পাওয়ার, ডিজাইন, মাইলেজ এবং বিল্ড কোয়ালিটির এবং দাম বিবেচনায় সব ক্ষেত্রে Hero Xtream 125R সবার থেকে এগিয়ে থাকবে। এই বাইকটি অল্প কিছুদিনের মধ্যে লঞ্চ হবে, আশা করছি এটি সাধারন বাইকারদের চাহিদা পূরণ করবে।
Hero Xtream 125R বাইকটির আনুমানিক দাম, হতে পারে 1, 60,000 টাকা।