বাংলাদেশে যে কয়েকটি মোটরসাইকেল ব্রান্ড সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে তার মধ্যে অন্যতম একটি হলো Honda, যার নামের সাথে বাংলাদেশের মোটরসাইকেল বাজার ওতপ্রতভাবে জড়িয়ে আছে। বলা বাহুল্য যে, বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে সবচেয়ে কম মার্কেটিং করা একটি মোটরসাইকেল ব্রান্ড হলো হোন্ডা।
শুরুর দিকে হোন্ডার পন্য তালিকায় তেমন বৈচিত্র্যপুর্ন মোটরসাইকেলের নাম না দেখা গেলেও বর্তমানে হোন্ডা তাদের বাইকের তালিকায় ১০০সিসির কমিউটার থেকে শুরু করে ১৬০সিসি বা তার উর্দ্বের স্বনামধন্য স্পোর্টস বাইকও হোন্ডার পন্য তালিকায় বাংলাদেশের বাজারে স্বদর্পে অবস্থান করছে।
বাংলাদেশের বাইক প্রেমীদের পছন্দ হেন বাইকটি নেই যা হোন্ডা তাদের পন্য তালিকায় সংযোজন করেনি। বর্তমানে Honda Bangladesh Ltd তাদের পন্য তালিকায় সবমিলিয়ে ৯টি বাইক রেখেছে যার প্রতিটি বাইকই স্ব স্ব বৈশিষ্ঠ্যের কারনে নির্দিষ্ট সেগমেন্টের বাইক প্রেমীদের কাছে অন্যতম সেরা একটি বাইক।
২০২৩ সালে হোন্ডার প্রতিটি বাইক বিক্রি হচ্ছে নিম্নেবর্নিত দামেঃ
Honda CB Hornet 160R CBS
হোন্ডার বাইকের তালিকা এবং বিবরন নিয়ে বিস্তারিত বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় বাইক মডেল CB Hornet এর নামটাই সবার আগে উল্লেখ করতে হবে। শুধুমাত্র হোন্ডার না বরং এই বাইকটি ১৬০সিসি সেগমেন্টে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সেরা একটি মোটরসাইকেল। শুরুতে সাধারন হর্নেট দিয়ে শুরু করলেও পরবর্তীতে বাইকটির তুমুল জনপ্রিয়তাকে সম্মান জানিয়ে এই বাইকটার সবমিলিয়ে ৬টি মডেল বাজারজাত করেছিলো হোন্ডা কর্তৃপক্ষ কিন্তু এখন শুধুমাত্র Honda CB Hornet 160R CBS এই মডেলটিই বাজারে রেখেছে হোন্ডা কর্তৃপক্ষ।
২০২৩ সালে Honda CB Hornet 160R CBS বাইকটা বিক্রি হচ্ছে ২,০৬,৫০০ টাকা
Honda CB Shine SP
বাংলাদেশের কমিউটার বাইক প্রেমীদের অন্যতম সেরা পছন্দের একটি বাইক হলো Honda CB Shine SP যা ১২৫সিসি সেগমেন্টে হোন্ডার একটিমাত্র বাইক। এই বাইকটা বাংলাদেশের ১২৫সিসি সেগমেন্টে অন্যান্য যেকোন বাইকের থেকে লুকিং, স্টাইল এবং ফিচারে অনেক বেশি আকর্ষনীয় তার সাথে আছে হোন্ডার ভরসা। সবমিলিয়ে এই বাইকটা কমিউটার বাইক প্রেমীদের জন্যে সোনায় সোহাগা।
Honda CB Shine SP এর ২০২৩ সালের দাম ১,৪৪,৫০০ টাকা
Honda CBR 150R ABS Motogp Edition
বিশ্বের নামীদামী রেসিং ট্র্যাকে অন্যতম সেরা স্পোর্টস বাইক নিয়ে হাজির হয়ে থাকে হোন্ডা যার কারনে সারাবিশ্বব্যাপী হোন্ডার স্পোর্টস বাইকের দারুন একটা সুনাম আছে যদিও রেসিং ট্র্যাকের স্পোর্টস বাইকের তুলনায় আমাদের দেশের স্পোর্টস বাইকের সিসি অনেক গুনে কম দেশের সিসি লিমিটেশনের আইনের কারনে তারপরেও Honda CBR 150R ABS MotoGP Edition বাইকটা যে পারফরমেন্স দেয় তা দিয়েই বাংলাদেশের স্পোর্টস বাইক প্রেমীরা অনেক খুশি। বলে রাখা ভাল যে হোন্ডা বাংলাদেশের অনেক স্বনামধন্য একটি বাইক ব্রান্ড এবং হোন্ডার অনেকগুলি স্পোর্টস বাইক কিছুদিন আগেও বাংলাদেশের বাজারে ছিল কিন্তু এখন Honda CBR 150R ABS MotoGP Edition বাংলাদেশের বাজারের জন্যে হোন্ডার একটিমাত্র স্পোর্টস বাইক এবং বাংলাদেশের সবচেয়ে দামী বাইকগুলোর মধ্যে একটি।
২০২৩ সালে Honda CBR 150R MotoGP Edition এর দাম ৫,৫০,০০০ টাকা
Honda Dio
বর্তমানে সকল বয়সী বাইক প্রেমীদের কাছে স্কুটার সেগমেন্টের বাইকগুলা দারুন জনপ্রিয় এবং সময়ের সাথে স্কুটারের চাহিদা বেড়েই চলেছে আর এইদিকটাই খেয়াল রেখে হোন্ডা তাদের পন্য তালিকায় প্রিমিয়াম কোয়ালিটির একটি স্কুটার Honda Dio সকল শ্রেনীর স্কুটার বাইক প্রেমীদের রেখেছেন যা বাংলাদেশের অন্যতম সেরা একটি স্কুটার হিসেবে স্কুটার ব্যবহারকারী কমিনিটিতে পরিচিত। অসাধারন ইঞ্জিন পারফরমেন্স, দারুন মাইলেজ আর সবার সাথে মানিয়ে যাওয়ার মত ডিজাইন এই বাইকটাকে অনন্য এক লেভেলে নিয়ে গেছে।
২০২৩ সালে Honda Dio এর দাম ১,৮৫,৯০০ টাকা।
Honda Dream 110
বাংলাদেশের সাধারন এবং আপামর বাইকারদের জন্যে হোন্ডার পক্ষ থেকে বিশেষভাবে তৈরিকৃত একটি মোটরসাইকেল হলো Honda Dream 110 এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশে সৌখিন বাইকারের সংখ্যা নিতান্তই কম না হলেও সাধারন প্রয়োজনে বাইক ব্যবহারকারীর সংখ্যা সবসময়ই বেশি আর এই সাধারন বাইকারদের প্রতি বিশেষ খেয়াল রেখে হোন্ডা কর্তৃপক্ষ তাদের পন্য তালিকায় সংযোজন করেছে Honda Dream 110 মডেলটি যেটিকে মাইলেজ স্পেশালিস্ট হিসেবে উল্লেখ করলেও ভুল বলা হবে না কারন এই বাইকের যে কয়জন ব্যবহারকারী আমাদের সাথে তাদের অভিজ্ঞতা নিয়ে আলাপ করেছেন তাদের সবাই গড়ে মাইলেজ পাচ্ছেন ৬০ কিলোমিটার প্রতি লিটার বা তারও বেশি। তাই Honda Dream 110 বাইকটাকে বাংলাদেশের কমিউটার সেগমেন্টের একটি অন্যতম সেরা মোটরসাইকেল আর হোন্ডা কর্তৃপক্ষ Honda Dream 110 বাইকটাকে বাংলাদেশের জন্যেই তৈরি করা হয়েছে বলে উল্লেখ করে থাকেন।
২০২৩ সালে হোন্ডার এই অসাধারন কমিটার বাইক Honda Dream 110 এর দাম ১,০৭,০০০ টাকা।
Honda Livo Series
বাংলাদেশের কমিউটার বাইকের মার্কেটে Honda Livo খুব পরিচিত একটি নাম যার চমকপ্রদ আউটলুক, অসাধারন ইঞ্জিন পারফরমেন্স, দারুন মাইলেজ রেঞ্জ আর দীর্ঘদিন ব্যবহার করার নিশ্চয়তা সাথে হোন্ডার ভরসা সবমিলিয়ে Honda Livo বাইকটা বাংলাদেশের সাধারন বাইক ব্যবহারকারী তো বটে পেশাগত প্রয়োজনে যাদের সারাদিন বাইক ব্যবহার করার প্রয়োজন তাদের কাছেও হোন্ডার এই বাইকটা একটি অসাধারন বাইক হিসেবে পরিচিতি পেয়েছে। সম্প্রতি হোন্ডা কর্তৃপক্ষ Honda Livo CBS নতুন মডেল নিয়ে এসেছে বলেই শোনা যাচ্ছে। তবে Honda Livo এর সবচেয়ে জনপ্রিয় মডেল হলো দুইটা।
২০২৩ সালে Honda Livo Drum Brake এর মুল্য ১,১৯,৯০০ টাকা
এবং Honda Livo Disc Brake এর মুল্য ১,৩১,৫০০ টাকা
Honda X Blade
বাংলাদেশের সর্বোচ্চ সিসি সেগমেন্টে হোন্ডার দেশ সেরা একটি মোটরসাইকেল হলো Honda X Blade যার চোখ ধাঁধানো আউটলুক, বাইকের অসাধারন ডিজাইন এবং আকার, সাধারনের ওপর স্পোর্টস বাইকের সমন্বয় এবং সহনীয় দামের মধ্যে ১৬০সিসির এমন একটা বাইক তাও আবার হোন্ডার। সবমিলিয়ে Honda X Blade বাংলাদেশে ১৬০সিসি সেগমেন্টে দারুন জনপ্রিয়তা পেয়েছে আর এই জনপ্রিয়তাকে সম্মান জানিয়ে Honda কর্তৃপক্ষ Honda X Blade এর দুইটি মডেল বাজারে রেখেছে।
২০২৩ সালে Honda X Blade এর দাম ১,৮৯,৫০০ টাকা
এবং Honda X Blade ABS এর দাম ২,১১,৫০০ টাকা