আমরা সকলেই জানি হোন্ডা ব্র্যান্ড বিশ্বজুড়েই কতটা জনপ্রিয় এবং গ্রহনযোগ্য, যা বর্তমান সময়েই শুধু নয় এই ব্রান্ডটির জন্মের কিছু সময় পর থেকেই।বিশ্বজুড়েইদুইচাকার যানবাহন তৈরীতে প্রথম স্থানেবরাবরই খুজে পাওয়া যায় হোন্ডাকে। তারা সর্বত্তোম পণ্য সরবরাহ করে থাকে তাদের ব্যাবহারকারীদের জন্য। মোটো জিপি রেসট্র্যাক থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনে হোন্ডাবাইকের রয়েছে এক অন্যরকমজনপ্রিয়তা এবং গ্রহনযোগ্যতা।২০১২ থেকে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বাংলাদেশে হোন্ডা মোটরসাইকেলের সমস্ত ডিলিংস পরিচালনা করেছে। তারা তাদের ব্যবহারকারীর সর্বোচ্চমানের পণ্য পৌঁছে দেই খুবই যুক্তিসঙ্গত দামে।নিচের লাইনগুলিতে বাংলাদেশে হোন্ডা মোটরসাইকেলের সকল চলমান বাইকগুলো তাদের সম্প্রতি দামসহ তুলে ধরা হল। চলুন দেখে নেয়া যাক মে ২০২১ হোন্ডা বাইকের দামগুলো।
হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর এবিএস বাইকের দাম মে ২০২১বিডি- ২৫৫০০০ টাকা।
হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর সিবিএস বাইকের দাম মে ২০২১বিডি- ১৮৯৯০০ টাকা।
হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর বাইকের দাম মে ২০২১বিডি - ১৬৯৯০০ টাকা।
হোন্ডা এক্স-ব্লেড বাইকের দামমে ২০২১বিডি– ১৭২৯০০ টাকা।
হোন্ডা ড্রিম ১১০ বাইকের দাম মে ২০২১বিডি– ৮৯৯০০ টাকা।
হোন্ডা ডিও স্কুটারের দামমে ২০২১বিডি– ১৪৬৯০০ টাকা
হোন্ডা লিভো ডিস্ক ব্রেক বাইকের দাম মে ২০২১ বিডি – ১০৮৯০০ টাকা।
হোন্ডা লিভো ড্রাম ব্রেক বাইকের দাম মে ২০২১বিডি– ১০৩৯০০ টাকা।
হোন্ডা সিবিআর ১৫০ আর মোটজিপি এডিশন বাইকের দাম মে ২০২১বিডি– ৪৮০০০০ টাকা।
হোন্ডা সিবিআর ১৫০ আর বাইকের দাম মে ২০২১বিডি– ৪৫০০০০ টাকা।
বিভিন্ন ছাড় এবং অফার সম্পর্কিত তথ্যের জন্য আপনার নিকটস্থ হোন্ডা শোরুমে যোগাযোগ করুন। সহজেই আপনার নিকটস্থ হোন্ডা শোরুম খুজে পেতে লগ ইন করুন
Honda Showrooms List