বাংলাদেশে হোন্ডার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই আর তার থেকেও গুরুত্বপুর্ন বিষয় হলো হোন্ডা সময়ের সাথে সাথে এমন কিছু মডেল নিয়ে আসছে যা বাইক প্রেমী সবাইকেই বাইক কেনার আগে নতুন করে চিন্তা করাচ্ছে।
বর্তমান সময়ের হোন্ডার অন্যতম একটি আকর্ষন হলো স্পোর্টস সেগমেন্টের বাইকসমুহ যা বাংলাদেশ তো বটেই ভারতীয় উপমহাদেশে সর্বাধিক বিক্রিত বাইকের মধ্যে একটি। হোন্ডা কোম্পানির CBR হলো এক্ষেত্রে সবার আগে উল্লেখযোগ্য কারন হোন্ডা CBR সিরিজে প্রত্যেকটি বাইক বাংলাদেশের প্রতিটা বাইকার এবং বাইক প্রেমীর কাছে বেশ ভালভাবেই চোখে লাগে।
CBR এর বেশ কয়েকটি মডেল এখনও বাজারে আছে এবং ভালভাবে বলতে গেলে হোন্ডা CBR এর ব্যবহার করা বাইকও বাইকারদের কাছে অনেক আদরের।
CBR এর বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের দাম এবং স্পেশিফিকেশন একত্রে নিম্নে দেওয়া হলোঃ
CBR মডেলের মধ্যে সবচেয়ে পুরনো হিসেবে Honda CBR 150R মডেলকে সবার আগে উল্লেখ কর যায়। Honda জাপানীজ ব্রান্ড হলেও এই মডেলের এসেম্বল হয় বাংলাদেশে এবং এই বাইকটি ১৪৯.৪সিসি ইঞ্জিন দিয়ে যা সর্বোচ্চ শক্তি ১৩.১ Kw, ১০৫০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১২.৬৬এনএম @ ৮৫০০ আরপিএম। CBR প্রতি ঘন্টায় ১৩৬ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
হোন্ডার এই জনপ্রিয় মডেল ব্যবহার নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ৪ জন ব্যবহারকারী আর তাদের অভিজ্ঞতা পড়ে দেখলে আপনি হোন্ডার এই মডেলের ব্যাপারে বিস্তারিত জেনে যাবেন আশা করি।
হোন্ডা ব্রান্ডের কমলা রঙের প্রতিটা বাইকই হলো বাংলাদেশে ভীষন জনপ্রিয় আর এর মধ্যে অন্যতম হলো Honda CBR 150R ABS Motogp, স্পোর্টস বাইক প্রেমীদের পছন্দের শীর্ষে থাকা এই মডেলটা বাংলাদেশের বাজারে আসে ২০১৯ সালের মাঝামাঝি। এই বাইকটি ১৪৯.১৬সিসি ইঞ্জিন দ্বারা চালিত যা সর্বোচ্চ শক্তি ১৪.৪ এনএম @ ৭০০০ আরপিএম উৎপন্ন করে এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে কোম্পানীর দাবী।
১ জন ব্যবহারকারী আমাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন আর এই মডেল নিয়ে উনার অভিজ্ঞতা পড়ে দেখতে ক্লিক করুন এখানে
Honda CBR 150R ABS Motogp Edition
লাল রংটাকে হোন্ডার ট্রেডমার্ক কালার হিসেবে উল্লেখ করলে খুব বেশি বাড়িয়ে বলা হবে না। হোন্ডা HS100 থেকে CG125 পর্যন্ত লাল রঙেরটা এখনও সবার কাছে লিজেন্ডারী একটা মোটরসাইকেল। বলা যায় তার ধারাবাহিকতায় Honda CBR 150R ABS Motogp Edition মডেলটাকে হোন্ডা কর্তৃপক্ষ বিশেষায়িত লাল রং দিয়ে সাজিয়েছেন। বর্তমান মোটরসাইকেল বাজারে হোন্ডার এই মডেলটা হলো সর্বোচ্চ পর্যায়ের প্রিমিয়াম স্পোর্টস মোটরসাইকেল।
এই বাইকটি ১৪৯.১৬সিসি ইঞ্জিন দিয়ে সাজানো হয়েছে যা সর্বোচ্চ শক্তি ১৭.১ পিএস @ ৯০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.৪ এনএম @ ৭০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
একজন ব্যবহারকারীর অভিজ্ঞতা পড়ে দেখতে পারেন এখানে ক্লিক করে
কালো রঙের স্পোর্টস বাইক যেন প্রতিটা বাইকারের স্বপ্ন তাই হোন্ডা কর্তৃপক্ষ তাদের এই মডেলটা সাজিয়েছে কালোর ওপর কমলা রঙের গ্রাফিক্যাল ডিজাইন দিয়ে যা এক দেখাতেই সবার পছন্দ হবে। ২০২১ সালে বাজারে আসা এই প্রিমিয়াম স্পোর্টস বাইকটা সকল শ্রেনীর বাইকারদের কাছে অন্যতম সেরা পছন্দ। এই বাইকটি ১৪৯.১৬সিসি ইঞ্জিন দিয়ে সাজানো হয়েছে যা সর্বোচ্চ শক্তি ১৬.৮৭ বিএইচপি @ ৯০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.৪ এনএম @ ৭০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারেপ্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
হোন্ডার প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টে সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং CBR সিরিজে সবচেয়ে পরিচিত বাইক মডেল হলো Honda CBR150R Repsol. আরও পরিষ্কার করে বলতে গেলে CBR সিরিজে Repsol বাইকের দ্বারা হোন্ডা কোম্পানী বর্তমান বাংলাদেশের সম্পুর্ন নতুন এক উচ্চতায় চলে আসে। বাইকার কমিউনিটিতে Honda CBR150R Repsol একটা আভিজাত্যের পরিচয় বহন করে এবং এই বাইকটার সৌন্দর্যের ব্যাপারে কোন বাইকার তো প্রশংসা না করে পারবে না এমনকি কোন সাধারন মানুষও এই বাইকের সৌন্দর্যের প্রশংসা না করে পারবে না। এই বাইকটি ১৪৯.১৬সিসি ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে যা সর্বোচ্চ শক্তি ১৬.৮৭ বিএইচপি @ ৯০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.৪ এনএম @ ৭০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
আর এই হোন্ডার এই মডেল ব্যবহার নিয়ে আমাদের সাথে আলাপ হয়েছে ৩ জন ব্যবহারকারীর, তাদের অভিজ্ঞতা পড়ে দেখতে ক্লিক করুন এখানে
CFMoto is currently the most exciting motorcycle brand in the sports bike segment in the Bangladeshi motorcycle market, one of...
English BanglaAmong the foreign premium quality brands, one of the best motorcycle brands in Bangladesh is the Thai brand GPX, which is main...
English BanglaA unique arrangement of Yamaha in customer service is Bike Exchange which is only offered by Yamaha throughout the year for Ya...
English BanglaLifan is a very well-known name among bike lovers in Bangladesh and one of the reasons for this recognition is to provide the ...
English BanglaA large portion of those who use bikes for general needs in Bangladesh recommend buying Bajaj bikes in terms of buying advice ...
English Bangla