হোন্ডা মোটরসাইকেলকে বাংলাদেশে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। বাংলাদেশের অনেক মানুষ এখনও মোটরসাইকেল বলতে “হোন্ডা” ই বুঝে থাকে। হোন্ডার এমন অর্জন সম্ভব হয়েছে তাদের মানসম্মত দীর্ঘস্থায়ী পন্যের কারনে। বাংলাদেশ মোটরসাইকেলের উতপাদন বা সংযোজনের সংকুচিত ট্যাক্সনীতির কারনে সম্প্রতি হোন্ডা তাদের পন্যের দাম কমিয়ে দেয়। যা মোটরসাইকেল বাজারে আলোড়ন তৈরী করে। হোন্ডার দেখানো পথে একে একে প্রায় সবাই মোটরসাইকেলের দাম কমিয়েছে। হোন্ডার নির্ধারিত নতুন মুল্যে নিম্নরূপ:
হোন্ডা সিডি৮০: বাংলাদেশে বহু পুরুনো এবং জনপ্রিয় একটি মডেল হলো হোন্ডা সিডি৮০। কম জ্বালানি খরচ, সহজ ব্যবহার, দীর্ঘস্থায়ীত্বের কারনে গ্রামে এবং শহরে সমানভাবে গ্রহনীয় মোটরসাইকেল এইটি। নতুন নির্ধারিত দাম ৮৬০০০ টাকা।
হোন্ডা ড্রীম নিও: ১১০সিসি এই মোটরসাইকেলটি সহজ কমিউটার মোটরসাইকেল হিসেবে সত্যিই অতুলনীয়। সহজ ব্যবহার এবং ভালো মাইলেজের কারনে অনেকেই পছন্দ করে থাকেন। মোটরসাইকেলটির সর্বশেষ মূল্য ১১৯০০০ টাকা।
হোন্ডা সিবি শাইন: বাংলাদেশে কমিউটার সেগমেন্টে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। ডিজাইন, মাইলেজ, পারফরমেন্স, টেকসই ইত্যাদি মিলিয়ে দারুন প্যাকেজ। মোটরসাইকেলটির নতুন বর্তমান মূল্য ১৪৬০০০ টাকা।
হোন্ডা সিবি ট্রিগার: শক্তিশালী কমিউটার মোটরসাইকেলের নাম বলতে গেলে বাংলাদেশে হোন্ডা সিবি ট্রিগার এর নাম সবার প্রথম দিকেই চলে আসবে। এগ্রেসিভ লুক, শক্তিশালী ইনজিন, টেকসই সব মিলিয়ে দুর্দান্ত মোটরসাইকেল। মোটরসাইকেলটির দুটি মডেল রয়েছে একটি ডিস্কব্রেক এবং দুটি ডিস্ক ব্রেক সহ। হোন্ডা সিবি ট্রিগার (একটি ডিস্ক ব্রেক) এর দাম ১৮৬০০০ টাকা এবং হোন্ডা সিবি ট্রিগার (দুটি ডিস্কব্রেক) এর দাম ১৯৬০০০ টাকা।
হোন্ডা সিবিআর১৫০আর: তরুনদের মাঝে বহুল আকাংখিত মোটরসাইকেল। ডিজাইন, লুক, গঠন, শক্তি, দীর্ঘস্থায়ীত্ব মিলিয়ে শীর্ষস্থানীয়। যারা স্পোর্টস মোটরসাইকেল পছন্দ করেন তাদের পছন্দের তালিকাতে সব সময়েই এই মোটরসাইকেলটি রয়েছে। মোটরসাইকেলটির বর্তমান মূল্য ৪৫০০০০ টাকা।
হোন্ডা ওয়েভ আলফা: সাধারন গড়ন, সহজ ব্যবহার, অধিক মাইলেজ পেতে হলে হোন্ডা ওয়েভ আলফাকে তালিকাতে রাখতেই হবে। ১১০সিসি ইনজিনের এই মোটরসাইকেলটির বর্তমান দাম ১৩৫০০০ টাকা।