হোন্ডা। নামেই পরিচয়। হোন্ডা মোটরসাইকেল হচ্ছে নির্ভরযোগ্য মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারা মোটরসাইকেল গুলো শুধুমাত্র তাদের দেশে সরবরাহ করে
না বরং পুরো বিশ্বব্যাপী তাদের মোটরসাইকেল গুলো সরবরাহ করে থাকে।বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারের শুরু থেকে হোন্ডা টপ লিস্টে ছিল এর কারণ শুরু থেকেই মোটরসাইকেল বাজারে হোন্ডা মানসম্মত বাইক এনে ক্রেতাদের আস্থা অর্জন করে রেখেছে এবং এখনও সেই প্রভাব বাজারে বিদ্যমান। বর্তমানে হোন্ডার প্রায় ৮ টি মোটরসাইকেল আমাদের লোকাল মার্কেট গুলোতে পাওয়া যাচ্ছে এবং মোটরসাইকেল গুলোর উন্নতমানের ফিচার, কোয়ালিটি এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য গ্রাহকদের মাঝে বেশ চাহিদা দেখা যায়। সম্প্রতি হোন্ডার একমাত্র পরিবেশক হোন্ডা প্রাইভেট লিমিটেড কোম্পানী তাদের মোটরসাইকেল গুলোর প্রাইস আপডেট করেছে। চলুন দেখে আসি হোন্ডার কোন কোন বাইকগুলোর দাম আপডেট করা হয়েছে।
Honda CD 80
Honda CD 80 বাইকটি হোন্ডার অনেক পুরাতন এবং শুরুর দিকের মডেলের বাইক।অতি সাধারন আউটলুক, নর্মাল গ্রাফিক্স এবং সহজেই ব্যবহার উপযোগী বাইকটিতে বিদ্যমান। বাইকটির সম্প্রতি মুল্য দাঁড়িয়েছে ৮৬০০০ টাকা।
Honda Dream Neo
নতুন ফিচার, পাওয়ারফুল ইঞ্জিন, ১০০কিমি প্রতি ঘন্টায় টপ স্পীড এবং ৬০ কিমি প্রতি লিটারে মাইলেজ এই বাইকটিতে রয়েছে। কমিউটার প্রেমি বাইকারদের প্রথম আকর্ষণ থাকবে এই বাইকটিতে। বাইকটির আপডেট দাম ১১৯০০০ টাকা।
Honda Livo
Honda Livo বাইকটি ১১০ সিসির মোটরসাইকেল যেটিতে রয়েছে Honda Dream Neo এর থেকে অনেক এগ্রেসিভ লুক এবং ডিস্ক ব্রেক। এই বাইকটিতে পাওয়ার আউটপুট এবং ম্যাক্স টর্কের খুব ভাল কম্বিনেশন রয়েছে যার কারণে এর পারফরমেন্সে কোন প্রকার ঘাটতি দেখা যায় না। বাইকটির তিনটি চমৎকার কালার বাজারে পাওয়া যাচ্ছে। বাইকটির আপডেটেড দাম ১৩৫৫০০ টাকা।
Honda CB Shine
এই বাইকটি হোন্ডার ১২৫ সিসি বাইকের মধ্যে অন্যতম একটি বাইক। খুবই ভাল মাইলেজ, দারুণ আউটলুক, স্টাইলিশ গ্রাফিক্স, সামনে ডিস্ক ব্রেক, আকর্ষণীয় কালার শেড বাইকটিকে বেশ জনপ্রিয় করে তুলেছে।
Honda CB Trigger
১৫০ সিসির বাইক হিসেবে এই বাইটির আউটলুক বেশ সুন্দর এবং বাইকটির সামনে এবং পেছনের চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে অর্থাৎ সিংগেল এবং ডাবল ডিস্ক এই দুই মডেল এখন বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়াও রাইডারের প্রয়োজনীয় নতুন নতুন কিছু ফিচার রয়েছে।বাইকটির কালার ভেরিয়েশনের জন্য এই জনপ্রিয়তা আরও বেড়েছে। বাইকটির অন্যতম চমক হল এর মাইলেজ । বাইকটির মাইলেজ প্রায় ৬০ কিমি প্রতি লিটারে যেটা ১৫০ সিসির বাইক হিসেবে অভাবনীয়। বাইকটির আপডেটেড দাম সিংগেল ডিস্ক ১৮৬০০০ টাকা এবং ডাবল ডিস্ক ১৯৬০০০ টাকা।
Honda CBR 150R
নিঃসন্দেহে বলা যায় যে CBR 150R একটি স্টাইলিশ বাইক। এছাড়াও বাইকটিতে রয়েছে সুন্দর ফিচার, মাস্কুলার ডিজাইন, এবংঅন্যান্য স্পোর্টস ক্যাটাগরির বাইক থেকে আলাদা আউটলুক। চওড়া টায়ার,ডিস্ক ব্রেক, এক্সট্রা স্টাইলিশ বডি কিট বাইকটিকে চোখ ধাঁধানো লুক এনে দিয়েছে। বাইকটির আপডেটেড দাম ৪৫০০০০ টাকা।
Honda Wave Alpha
সাধারণত টু হুইলার স্কুটারগুলো মহিলা রাইডারদের কথা মাথায় রেখে তৈরি করা হয় এবং স্কুটারগুলোর ডিজাইন করা হয়ে থাকে মূলত মহিলা রাইডারদের চাহিদা মোতাবেক। আজকাল কম বয়সী পুরুষদের এই স্কূটার চালাতে দেখা যায় কারণ হল এতে রয়েছে পাওয়ারফুল ইঞ্জিন, ভাল মাইলেজ এবং সুন্দর ডিজাইন। এই স্কুটারটির বর্তমান দাম ১৩৫০০০ টাকা।