ভরা বর্ষায় আমাদের মধ্যে কাউকে না কাউকে এই ধরনের সমস্যার মুখোমুখি হউয়ায় লাগে কিন্তু ব্যাপার হলো এই ধরনের সমস্যা অন্যান্য সাধারন সমস্যার মত সাধারন না হউয়ার কারনে অনেক সময় মেকানিকের কাছে গিয়েও সমাধান পাওয়া যায় না।
বন্যার পানিতে ডুবে যাওয়া বাইক নিয়ে আপনার করনীয়র ব্যাপারে আমাদের পক্ষ থেকে সাধারন কিছু পরামর্শ নিম্নে দেওয়া হলোঃ
• বন্যার পানিতে ডুবে যাওয়া মোটরসাইকেলটি কোনোভাবেই স্টার্ট করা যাবে না। স্টার্ট করার পূর্বে অবশ্যই সকল ইলেক্ট্রিক যন্ত্রাংশ ও ওয়্যারিং সকেট পরিস্কার করে নিতে হবে।
• বাইক/স্কুটারটি আপনার নিকটস্থ ব্রান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।
• যতদিন সার্ভিস করাতে না পারছেন ততদিন মোটরসাইকেলের ব্যাটারী টার্মিনাল খুলে রাখতে হবে।
• ইঞ্জিন ড্রেইন নাট খুলে ইঞ্জিন অয়েল এবং কার্বুরেটর ড্রেইন নাট খুলে পানি বের করতে হবে।
• ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল বের করে ট্যাঙ্কটি ওয়াশ করতে হবে।
• এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে। এয়ার ফিল্টার বক্স পরিস্কার করতে হবে।
• ব্রেক সু ও ব্রেক অয়েল পরিবর্তন করতে হবে। ব্রেক পেড চেক করতে হবে।
• ক্লাচ ক্যাবল, চোক ক্যাবল, থ্রোটোল ক্যাবল, ব্রেক ক্যাবল ও স্পিডো ক্যাবল খুলে পরিস্কার করতে হবে।
• হেড লাইট ও সিট খুলে পানি শুকিয়ে নিতে হবে। সকল ফিউজ ও ফিউজ বক্স খুলে পরিস্কার করতে হবে।
• সাইলেন্সার পাইপ ও স্পার্ক প্লাগ খুলে পানি পরিস্কার করতে হবে।
• ইঞ্জিন ফ্লাশ করে পানি বের করতে হবে।
• ইগনিশন লক্ থেকে পানি বের করতে হবে।
সবচেয়ে ভাল হবে এমন বাইক স্থানীয় মেকানিকের কাছে সার্ভিসিং না করিয়ে আপনার বাইকের ব্রান্ড অনুযায়ী উক্ত ব্রান্ডের অনুমোদিত ডিলারের কাছে বাইকটি সার্ভিসিং করানো এবং সার্ভিস নেওয়ার সময় নিজে উপস্থিত থেকে সবকিছু বুঝে নেওয়া।