আজ ( ৫ই জুন, মঙ্গলবার) বিকেলে স্থানীয় কুকিজার রেস্টুরেন্টে ইয়ামাহা রাইডার্স ক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা রইডার্স ক্লাব রাজশাহীর সদস্যবৃন্দ, এসিআই মটোরস(ইয়ামাহা)’র কর্মকর্তাবৃন্দ এফজেডএস/ফেজার এফআই গ্রুপ এর সদস্যবৃন্দ এবং টীম মোটরসাইকেলভ্যালী।
অনুষ্ঠানে এসিআই মটোরস(ইয়ামাহা) এর টেররিটরি ম্যানেজার জনাব মোঃ আনিসুর রহমান বলেন যে , সকল রাইডারসকে অন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়ার জন্য এবং বাইক রাইডিং এর সময় সকল প্রকার সেফটি গিয়ারস ব্যবহার করার জন্য। তিনি আরও বলেন যে বাইকাররা ভাই ভাই এবং সকল বাইকারের প্রতি ভাই সুলভ আচরণ প্রদর্শন করা উচিত।
ইয়ামাহা রাইডারস ক্লাব এডমিন (কমিউনিকেশন) রাজশাহী, জনাব আবির হোসেন তাদের সকল মেম্বাদের মাঝে সুষ্ঠযোগাযোগ স্থাপন এবং একত্রীকরণের জন্য কিছু মন্তব্য সবার মাঝে ভাগাভাগি করেন নেন। তিনি চান যেন তাদের এই যোগাযোগ আরও সুদৃঢ় হোক এবং ইয়ামাহা রাইডারস ক্লাব সামনের দিকে এগিয়ে যাক।
ইয়ামাহা রাইডারস ক্লাব এর টিম লিডার জনাব মোঃ আসিফ উল বাসার ইয়ামাহা রাইডারস ক্লাবের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সামনের দিকে পরিচালনার আশাবাদ ব্যাক্ত করেন এবং তিনি ইয়ামাহা রাইডার ক্লাবের শুরুর কিছু গল্প সকলের মাঝে শেয়ার করেন। জনাব আসিফ ঊল বাসার তাদের এই রাইডারস ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন এবং সকলের কাছে ভবিষ্যৎ পদক্ষেপের জন্য দোয়া প্রার্থনা করেন।
এদিকে চন্দ্রিমা পুলিশ স্টেশনের ইনচার্জ জবাম মোঃ পারভেজ বাইকাদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কিছু টিপস শেয়ার করেন এবং তিনি বাইক রাইডিং এর সময় সেফটি গিয়ারস সহ সকল বৈধ কাগজপ্ত্র সঙ্গে রাখার জন্য বিশেষ পরামর্শ দেন।
মোটরসাইকেলভ্যালীর টেস্টরাইডার এবং কন্টেন্ট ডেভেলপার জনাব আসিফ রেজা বলেন , শুরু থেকেই এসিআই মটোরস বাইকারদের জন্য কাজ করে যাচ্ছে। তারা বাইকাদের জন্য সব সময়ে ভিন্নধর্মী পদক্ষেপ হাতে নিয়েছে। ইয়ামাহা রাইডারস ক্লাব আমাদের সকল বাইকারদের জন্য একটি বিশেষ যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত লাভ করবে, বাইকারদের সহযোগিতার প্লাটফরম হিসেবে কাজ করবে।
বাইকারদের মাঝে পারস্পারিক ভ্রাতৃবোধ বৃদ্ধি সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।