টিভিএস নিয়ে আসছে নতুন TVS Apache 125 বাইক। জানা গেছে যে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে টিভিএস নতুন এই TVS Apache 125 বাইকটি লঞ্চ করতে যাচ্ছে। 125 সিসি সেগমেন্ট আশা করা যায় এই টিভিএস নতুন একটি সাড়া ফেলবে এবং 125 সিসিতে নতুন ধারণা সংযোজন করবে। TVS Apache 125 বাইকের কিকি ফিচার থাকবে চলুন তা একনজর দেখে নেওয়া যাক।
TVS Apache 125 এরস্পেশালফিচারসহিসেবেযাযাথাকবে
যেহেতু এই বাইকটির ১৬০ সিসি ভেরিয়েন্ট বর্তমানে বাজারে রয়েছে এবং ইঞ্জিন এর দিক থেকে এই বাইকটি অনেকের কাছে বেশি আকর্ষণীয় তাই চলুন দেখে নিই ইঞ্জিন ফিচারসে কীকী রয়েছে। টিভিএস তাদের TVS Apache 125 বাইকের ইঞ্জিনে ব্যবহার করেছে বিএস ৬ ১২৫ সিসি সিংগেল সিলিন্ডার, ৪ ভালভ ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 12.5 HP @ 8250 RPM এবং ম্যাক্স টর্ক 11 NM @ 7250 RPM দিতে সক্ষম।
ব্রেকিং সিস্টেমের দিক এই বাইকের সাথে থাকবে সিংগেল ডিস্ক ব্রেক সাথে সিংক্রোনাইজড ব্রেকিং সিস্টেম। সামনের দিকে ব্যবহার করা হবে 90/90-17 49P সেকশনের টায়ার এবং পেছনের দিকে ব্যবহার করা হবে 110/80-17 57P সেকশনের টায়ার। সব মিলিয়ে বাইকটির ওজন হতে পারে ১৩০-১৪০ কেজি। এছাড়াও এই বাইকের সাথে টিভিএস চেষ্টা করেছে রাইডারের জন্য সকল সুযোগ সুবিধা প্রদান করার।
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে দাম নিয়ে। আসলে দামের বিষয়টা এখনও সঠিক ভাবে বলা যাচ্ছেনা তবে ইন্ডিয়ার বাজার পর্যবেক্ষন করলে দেখা যায় যে এই বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে তাহলে দামটা ১,২৫,০০০ থেকে ১, ৫০,০০০ এর মধ্যে হতে পারে। এর থেকেও যদি কম হয় তাহলে তো গ্রাহকদের কাছে অনেক পছন্দের একটি বাইক হবে TVS Apache 125।
আমাদের জন্য খুশির খবর হল এই যে, TVS Apache 125 বাইকটি ইন্ডিয়ার বাজারের পাশাপাশি আমাদের দেশের বাজারে ও আসবে। বাংলাদেশের গ্রাহকেরা খুব শীঘ্রই এই বাইকটি দেখতে যাচ্ছে এবং ১২৫ সিসি সেগমেন্টে নতুন ধারনা পেতে যাচ্ছে।
বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন মোটরসাইকেলভ্যালীর ওয়েবসাইটে।
Gear up with Lifan (a meet-up program for Lifan bike users and Lifan bike lovers) was organized by Motorcycle Valley in Rajsha...
English BanglaYamaha has organized a special virtual event to bring all the memories together of all of you who are associated with Yamaha. ...
English BanglaLifan motorcycle brand in Bangladesh has long been providing sports, commuter and premium quality scooters at affordable pri...
English BanglaSince last year the cc limit of bikes was 375, we have seen several brands bringing their higher cc bikes to Bangladesh, but w...
English BanglaBajaj motorcycle brand is a motorcycle brand widely known among the bike lovers of Bangladesh. Mainly because of its excellent...
English Bangla