বাংলাদেশে এই প্রথমবারের মত রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ও বিমাবিডি যৌথভাবে নিয়ে এলো ইন্স্যুরেস কভারেজ ৭০,০০০ টাকা পর্যন্ত।আপনার প্রিয় বাহন হোক আরও সুরক্ষিত এবং নিরাপদ হোক আপনার পথ। বাইকারদের জন্য বড় একটি ঝামেলার বিষয় হচ্ছে বাইক এক্সিডেন্ট । এটি একজন বাইকারের উপর মারাত্মক প্রভাব ফেলে অন্যদিকে প্রিয় বাহনের ক্ষতি পুষিয়ে উঠতে অনেকেরই হিমশিম খেতে হয়। তাই যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং বাইককে সুরক্ষিত রাখতে রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ও বিমাবিডি ডট কম নিয়ে এলো ৭০,০০০ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ। এই ইন্স্যুরেন্স কভারেজ সুবিধা পাবেন শুধুমাত্র যারা রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড কিংবা রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর অথোরাইজড যে কোন শোরুম থেকে বাইক কিনলে এবং কোন দুর্ঘটনা হলে আপনি যদি বীমার আওতাভুক্ত হন সেক্ষেত্রে রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর যে কোন অথোরাইজড শো রুম থেকে বীমা কভারেজ বুঝে পাবেন। নিম্নে আরও বিস্তারিত আকারে সেগুলো তুলে ধরা হলঃ
৫০ হাজার টাকার পর্যন্ত আপনি বছরে বীমা কভারেজ এর আওতাভুক্ত হবেন যদি এক্সিডেন্টের কারণে আপনার কোন চিকিৎসা কিংবা আপনার বাইকের কোন ক্ষতিপূরণের জন্যে। নিচে তুলে ধরা হল-
- আপনি যদি দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাত পান সেক্ষেত্রে সর্বচ্চো বীমা কভারেজ পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত।
- দুর্ঘটনায় বুকে কিংবা শরীরের ভেতরের অংশে আঘাত পেলে বীমা কভারেজ পাবেন ৫০ হাজার টাকা
- হাড় ভেঙ্গে যাওয়া, বিকলতা, বাইকের আঁচড় ইত্যাদির জন্য আপনি বীমা কভারেজ পাবেন ১২,৫০০ টাকা
- সামান্য কোথাও আঘাত পেলে বীমা কভারেজ পাবেন ৫০০০ টাকা
এছাড়াও ১ বছরের মধ্যে সর্বচ্চো ১০,০০০ টাকা পাবেন মোটরসাইকেলের এক্সিডেন্টে কোন ক্ষতি হলে এবং এইটা আপনি দুইবার কভারেজ সময়ের মধ্যে দাবি করতে পারবেন এবং সর্বচ্চো ৫০০০ টাকা পাবেন প্রতিটি দাবির জন্য।
দুর্ঘটনাজনিত কারণে মারা গেলে পাবেন ১০,০০০ টাকা বীমা কভারেজ।
শর্তাবলীঃ
-এই অফারটি শুরু হবে ১লা জানুয়ারী ২০২০ সাল থেকে এবং চলবে রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এই বিষয়ে কোন নোটিশ না দেওয়া পর্যন্ত।
-গ্রাহকদের অবশ্যই রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর অথোরাইজ শো রুম থেকে বাইক কিনতে হবে এবং সেটা ই- কমার্স সাইট থেকে কিনলেও হবে।
-এক্সিডেন্টে হাসপাতালে ভর্তি কিংবা জরুরী কোন সেবা অথবা দুর্ঘটনায় মৃত্যু হলে বীমা কভারেজ শুধুমাত্র মোটরসাইকেল মালিকের জন্য প্রযোজ্য হবে ।
-এক্সিডেন্টে মোটরসাইকেলের ক্ষতি হলে সেটার জন্য সাহায্য নিতে হবে রাসেল ইন্ডাস্ট্রিজ এর অথরাইজড সার্ভিস পয়েন্ট থেকে এবং কভারেজের আওতায় ক্ষতি হওয়া পার্টসের ক্ষতিপূরণ অথবা রিপ্লেসমেন্ট পাওয়া যাবে।
-ক্ষতিপূরণের দাবি অবশ্যই বীমাবিডি ডট কম এর ওয়েব সাইটে করতে হবে এছাড়াও তাদের হট লাইন নাম্বার +8801892090020 তে ফোন দিয়ে দাবি করতে পারবেন।
কভারেজ সময়কাল হচ্ছে ৩৬৫ দিন সব ক্যাটাগরির জন্য। এক্সিডেন্টে হাসপাতালে নেওয়া, জরুরী চিকিৎসা ইত্যাদি বিভিন্ন কারণে বীমা কভারেজ শুরু হবে বাইক কেনার তারিখ থেকেই এবং এক্সিডেন্টে বাইকের ক্ষতির জন্য সময় শুরু হবে বাইকের রেজিস্ট্রেশন হওয়ার পর থেকেই।
এই ইন্স্যুরেন্স কভারেজ সম্পর্কে আপডেট জানতে চোখ রাখুন রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এবং বিমাবিডি এর অফিশিয়াল ওয়েব সাইটে।