দেশের বাজারে রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড নিয়ে এলো আকর্ষণীয় ৩টি নতুন স্কুটার। এখন থেকে দেশের সকল অথোরাইজড লিফান শো রুম থেকে আপনাদের পছন্দের স্কুটারগুলো কিনতে পারবেন। স্কুটারগুলো হল-
Lifan KPV 150
Lifan Blink 125
Lifan Razor 100
আমরা জানি যে, আমাদের দেশের বাজারে রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড অনেক আগে থেকে স্পোর্টস, কমিউটার, অফ রোড, টুরিং সেগমেন্টের বাইক নিয়ে আসছে । এই সকল সেগমেন্টের মধ্যে স্কুটার সেগমেন্টের তাদের কোন বাইক ছিলো না কিন্তু এখন বাংলাদেশে সবচেয়ে কমদামে এডিভি স্কুটার নিয়ে এসেছে। এই ৩টি স্কুটারগুলোর রয়েছে আকর্ষণীয় কালার কম্বিনেশন, ডিজাইন, ইঞ্জিন ফিচারস, ব্রেকিং ইত্যাদি। মোট কথায় আধুনিক যুগের স্কুটারের স্বাদ দিতে বাংলাদেশের বাজারে স্কুটারগুলো নিয়ে এসেছে রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।
উল্লেখ্য যে, গত ২৯ অক্টোবর ২০২১, ঢাকা মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় এর মাঠে অফিসিয়ালি উদ্বোধন হয়েছে লিফান এর ৩ টি স্কুটার । এই অনুষ্ঠানে ছিলো বাইকারদের জন্য গেট টুগেদার , টেস্ট রাইডের ব্যবস্থা এবং এই ইভেন্ট থেকে বাইক প্রি বুকিং দিলে ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফ্রী অফার ছিলো।
এই ইভেন্টে উপস্থিত ছিলেন জনাব নুরুল আবসার রাসেল (চেয়ারম্যান রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড), জনাব শামসুল বাশার (পরিচালক রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড), জনাব মোঃ মাহমুদুল হাসান বাবুল (ডিজিএম সেলস রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড), জনাব মোঃ নুরুল আমিন (এজিএম সার্ভিস রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড)।
লিফান স্কুটার গুলোর দাম
Lifan KPV 150 –
Lifan Blink 125 – 1,35,000 TK
Lifan Razor 100 – 1,15,000 TK
A large portion of those who use bikes for general needs in Bangladesh recommend buying Bajaj bikes in terms of buying advice ...
English BanglaYamaha is one of the best motorcycle brands in the premium segment in the Bangladeshi motorcycle market. Its popularity is amo...
English BanglaTo increase the joy of bike lovers in the midst of the New Year festival, Yamaha has brought a New Year Thrill Offer, which Ya...
English BanglaAmong the premium sports bike brands, one of the best motorcycle brands in Bangladesh is the Thai motorcycle brand GPX. Needle...
English BanglaLifan Motorcycle is a well-known name in the sports bike market in Bangladesh, basically for providing amazing bikes within a ...
English Bangla